Uncategorized

ঘুরে আসি দক্ষিণ আমেরিকা

Supported by Matador Stationary

সাম্বা নাচ থেকে শুরু করে ফুটবল প্রেম, কিংবা ক্রাইস্ট ডি রিডিমার থেকে সুবিস্তৃত আন্দিজ পর্বতমালা, এ কথাগুলো শুনলেই যে মহাদেশটির কথা মাথায় চলে আসে সেটি হল দক্ষিণ আমেরিকা মহাদেশ। পুরো পৃথিবীর মোট আয়তনের প্রায় বারো শতাংশ হলো এই মহাদেশটি।

বিস্তারিত জানার জন্য “Turn” এ ক্লিক করো!


নিচের ছবিতে পছন্দের দেশটির উপরে ক্লিক করে জেনে নাও দেশটির রাজধানীর নাম-


বিস্তারিত জানার জন্য “Turn” এ ক্লিক করো!


দক্ষিণ আমেরিকার দেশগুলো আগে যে যে দেশের উপনিবেশ ছিল: 


দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চলো চিনে আসি এক নজরে: 


এখন এসো জেনে নিই দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছু ইতিহাস:

  • ইতালীর নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন- ১৪৯২ সালে
  • ভেনিজুয়েলা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর ও বলিভিয়াকে স্পেনের অধীনতা থেকে মুক্ত করেন- সাইমন বলিভার
  • আর্জেন্টিনা ফকল্যান্ডের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়- ১৯৮২ সালে
  • ওয়েস্ট মিনিস্টার চুক্তির মাধ্যমে সুরিনাম হস্তান্তর নিশ্চিত হয়-  ২৫ ফেব্রুয়ারি ১৬৭৫ সালে 

বিস্তারিত জানার জন্য “Turn” এ ক্লিক করো!প্রিয় শিক্ষার্থীরা, এরই সাথে এখানে শেষ করছি আমাদের এই স্মার্টবুকটি। তোমাদের জানার পরিধি বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখতে পারলেই আমাদের এই স্বল্প প্রয়াস হবে সার্থক। Never stop Learning!