- ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের কোন ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও-
"হঠাৎ করেই ভাবতে বসি,
মুষল ধারে বৃষ্টি হবে।
শুকিয়ে যাওয়া আমার শহর,
আবার বসে ভিজবে কবে।"
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার মিল আছে?
- উদ্দীপকের সাথে কবিতার কোন চরণের মিল আছে?
- কিসের জলে প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে?
‘শ্রাবণে’ কবিতায় কবি ঋতুর পালাবদল কিসের সাথে তুলনা করেছেন?
i. মানব মনের আশা আকাঙ্ক্ষার পালাবদল
ii. সুখ দুঃখের পালাবদল
iii. লাভ ও ক্ষতির পালাবদল
নিচের কোনটি সঠিক?