- এই অক্ষরে মাকে মনে পড়ে কেন?
- লিপি কোন সময়ের নিদর্শন?
- বাংলাকে রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠার জন্য কত দিন সংগ্রাম করতে হয়েছে?
- আমাদের জাতীয় পরিচয়ের অবিনাশী সম্পদ হিসেবে কোনটিকে চিহ্নিত করা হয়?
এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম —চরণটি ‘এই অক্ষরে’ কবিতায় যে অর্থ বহন করছে তা হলো—
i. ঝরনার অবিরাম বর্ষণ
ii. মাতৃভাষার অবিরাম ছুটে চলা
iii. মাতৃভাষা শিখতে হলে অক্ষর প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
- মনের ভাব বোঝানোর প্রথম বাহন কী?
‘এই অক্ষর যেন নির্ঝর/ছুটে চলে অবিরাম’—চরণদ্বয় দ্বারা কবি বুঝিয়েছেন—
i. মাতৃভাষায় আমরা অতীত ইতিহাস জানি
ii. বর্তমানকে আমরা মাতৃভাষায় বোঝাতে সক্ষম হই
iii. আমরা ভবিষ্যতের স্বপ্নও বুনি মাতৃভাষায়
নিচের কোনটি সঠিক?
নিচের অনুচ্ছেদটি পড়ো নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও :
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়।’
‘এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে/ যুদ্ধ করেছি জয়’—যুদ্ধ বলতে বোঝানো হয়েছে—
কথায় কথায় শেকল পরায় বলতে কী বোঝানো হয়েছে?
i. জেলখানায় বন্দি করে
ii. হাত-পা বেঁধে ফেলে
iii. মারধর করে
নিচের কোনটি সঠিক?
- তারারা কোথায় পাহারা দিচ্ছে?