- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘তোতাকাহিনী’ গল্পে কী বুঝিয়েছেন?
- পাখিটিকে কিসের খাঁচায় রাখা হয়?
- রাজা কাকে ডাকিয়া বলেন ‘পাখিটাকে শিক্ষা দাও’?
- রাজপন্ডিতেরা কী পরামর্শ দেয়?
- পাখিকে শিক্ষা দেবার দায়িত্ব কার উপর পড়েছিল?
- পাখিটাকে কী খায়ানো হতো?
- উদ্দীপকটি পড়ে ১৩ নং প্রশ্নের উত্তর দাও- মকবুল সাহেবের বাড়িতে একটি মোরগ ছিল। সময়-অসময় ডাকত—কোক্কুরুৎ কোক্কুরুৎ। মকবুল সাহেব ভীষণ বিরক্ত ছিলেন। একদিন গৃহকর্মী পিন্টুকে ডেকে বললেন মোরগটাকে এমন শিক্ষা দিবি, যাতে আর এমন করে না ডাকে। উদ্দীপকের মকবুল সাহেবের সঙ্গে তোতাকাহিনী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়?
নিচের উদ্দীপকটি পড়ে নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও-
পাখি আসিল। সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার অসিল, রাজা পাখিটাকে টিপিলেন, সে হঁ করিল না, হুঁ করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস্খস্ গজ্গজ্ করিতে লাগিল।
পাখির সঙ্গে-উল্লিখিত সকলে কেন এসেছিল?
- ‘পাখি হঁ করিল না, হুঁ করিল না’-কেন?
উদ্ধৃতাংশটিতে অন্তর্নিহিত শিক্ষা কী?
i. পাখি পুঁথিগত বিদ্যা লাভ করতে পারে না
ii. পাখি তার স্বভাবগত আচরণ করে
iii. নিন্দুকেরা কেবলই নিন্দা করে
নিচের কোনটি সঠিক?