- কম্পিউটার গ্রাফিক্স এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
- সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এখন কোন পদ্ধতি কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে?
- ফটোশপে দুটি ছবি নিয়ে কাজ করার জন্য কয়টি লেয়ার ব্যবহার করা হয়?
- ফটোশপে সম্পাদনের প্রায় প্রতিটি পর্যায়ে কোনটির মাধ্যমে কাজ করতে হয়?
- Crop শব্দের অর্থ কী?
- ব্যাকগ্রাউন্ড কোন রঙের হলে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হবে?
- ছবি সম্পাদনের জন্য সর্বাধিক জনপ্রিয় সফটওয়্যার কোনটি?
লেয়ার ব্যবহার করতে হয়-
(i) ফটোশপ করার আগে
(ii) অবজেক্ট তৈরির আগে
(iii) ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে
নিচের কোনটি সঠিক?
- ফটোশপ ফাইলের বর্ধিত নাম কী?
- সাব্বির দীর্ঘদিন ধরে গ্রাফিক্সের কাজ করে। এই দেশে অহরহ এডোবি ফটোশপ প্রোগ্রামটি ব্যবহার করা হয়ে থাকে। উক্ত প্রোগ্রামে রয়েছে-
(i) অসংখ্য অপশন প্যালেট, ডায়ালগ বক্স
(ii) ব্রাশের রং এবং ক্যানভাসের রং নিয়ন্ত্রণ এর আইকন
(iii) মাস্ক আইকন
নিচের কোনটি সঠিক?