- এডোবি ফটোশপে Height এবং Weight পরিমাপের default একক কোনটি?
- ফটোশপে সম্পাদনের প্রায় প্রতিটি পর্যায় কোনটির মাধ্যমে করতে হয়?
- পর্দার ছবির সঙ্গে সংশ্লিষ্ট লেয়ারে ওই ছবির ক্ষুদ্র সংস্করণ প্রদর্শিত হয় কোন আইকনে?
যে লেয়ারের ছবি নিয়ে কাজ করা হয় সেই লেয়ারটিকে কী বলে?
- RGB মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে?
একটি অবজেক্ট এর প্রান্ত বা বর্ডার কে কী বলা হয়?
- এডোবি ফটোশপ প্রোগ্রামে কাজ করার জন্য কমবেশি কয়টি টুল রয়েছে?
- সিলেকশন টুল এর মধ্যে মার্কি টুল দিয়ে-
(i) ড্রাগ করা যায়
(ii) চতুষ্কোণ ও বৃত্তাকার সিলেকশন করা যায়
(iii) অবজেক্ট তৈরির কাজ করা যায়
নিচের কোনটি সঠিক? টুলবক্সের টুলগুলোর নিচের সোয়াচে কয়েকটি আইকন রয়েছে। এ আইকনগুলোর সাহায্যে-
(i) অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রঙ প্রয়োগ করা হয়
(ii) রঙ বাতিল করে দেওয়া হয়
(iii) ক্রপ করার কাজ সম্পন্ন করা হয়
কালার আইকনটি ক্লিক করলে কী হবে?