10 Minute School
Log in

সকল বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক (Question Bank of all Universities)

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবে একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। 

আর এইজন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে সকল বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সলভ স্টাডি ম্যাটেরিয়াল। এই স্টাডি ম্যাটেরিয়ালের নোট ও গাইডের মাধ্যমে প্রশ্নব্যাংকের কোন কোন টপিকগুলোর প্রতি বিশেষ জোর দিতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোন এমসিকিউগুলো একবার পড়লেই হবে তা জানতে পারবে।

এই স্টাডি ম্যাটেরিয়ালে প্রতিটি নোট ও গাইড এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পরীক্ষায় ভালো করার সঠিক দিকনির্দেশনা পায়। নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে এখনই স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়া শুরু করে দাও এবং সম্পূর্ণ করো তোমার প্রস্তুতি!