Porifera (পরিফেরা) বা ছিদ্রাল প্রাণী
Phylam-1 : Porifera (পরিফেরা) বা ছিদ্রাল প্রাণী
[ ল্যাটিন, porus = pore, ছিদ্র + fer= to bear, বহনকারী ]
পর্ব Porifera-র বৈশিষ্ট্য
- দেহ অসংখ্য কোষ নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু (tissue) গঠন করে না অর্থাৎ এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী।
- দেহপ্রাচীর অস্টিয়া (ostia) নামক অসংখ্য ছিদ্রযুক্ত।
- দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিতন্ত্র (canal system) দেখা যায়। অস্ট্রিয়াপথে নালিকার মধ্য দিয়ে পানির স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু প্রবেশ করে
- স্পিকিউল (spicule) নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈব দেহের কাঠামো গঠন করে।
- অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট (choanocyte) নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে।
- নালিতন্ত্র দেহের ভিতর অবস্থিত স্পঞ্জশীল (spongoceol) নামে একটি প্রশস্ত গহবর মিলিত হয়, এবং শীর্ষ প্রান্তে অসক্যুলাম (osculum) নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়।
- পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল (sessile); অর্থাৎ কোন বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে।
- জীবনচক্রে সঞ্চরণশীল Amphiblastula অথবা লার্ভা parenchyma বিদ্যমান।
Porifera পর্বকে ৩টি (শ্রেণী)তে ভাগ করা হয়েছে :
Class-1 : calcarea (যেমন- মটকা স্পঞ্জ)
Class-2 : Hexactinellida (যেমন- দড়ি স্পঞ্জ)
Class-3 : Demospongiae (যেমন-মিঠা পানির স্পঞ্জ)