10 Minute School
Log in

বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি (Puberty or Adolescence) 

বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি (Puberty or Adolescence) 

জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের (secondary sexual characteristics) উদ্ভবসহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ কৈশোর এবং সাবালকত্ব প্রাপ্তির অন্তবর্তীকালীন সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল (puberty is the time between childhood and adulthood)। আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়ঃসন্ধিকালের বয়স ১৩-১৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১১-১৩ বছর বলে বিবেচনা করা হয়। 

 

বয়ঃসন্ধিতে হরমোনের ভূমিকা (Role of hormone in puberty)

ছেলেদের ক্ষেত্রে হরমোনের প্রভাব (Hormonal effects in boys)

১. পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার বৃদ্ধিকে উদ্দীপ্ত করে এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। 

২. পিটুইটারি গ্রন্থি ক্ষরিত লুটিনাইজিং হরমোন (LH) শুক্রাশয়ের লেডিগ কোষ (leydig cells) থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। 

৩. শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন মুখ্য ও গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়, শুক্রাণু সৃষ্টি করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

৪. অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষরিত সেক্স কর্টিকয়েড হরমোন (SCH) পুরুষ জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।

মেয়েদের ক্ষেত্রে হরমোনের প্রভাব (Hormonal effects in girls)

১. পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) ডিম্বাশয়ের ফলিকলের পরিপকৃতা আনে এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।

২. পিটুইটারি গ্রন্থি ক্ষরিত লুটিনাইজিং হরমোন (LH) ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। 

৩. ডিম্বাশয়ের ইস্ট্রোজেন হরমোন মুখ্য ও গৌণ জনননাঙ্গের বিকাশ ঘটায়, ডিম্বাণু সৃষ্টি করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

৪. ডিম্বাশয়ের প্রোজেস্টেরন হরমোন জরায়ুর প্রাচীরকে ভ্রণ সংলগ্ন হওয়ার উপযোগী করে।

৫. অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষরিত সেক্স কর্টিকয়েড হরমোন স্ত্রীজননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়।

 

ছেলে ও মেয়ের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন (Adolescent changes in boys and girls)

নিচের ছকের মাধ্যমে ছেলে ও মেয়ের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো উল্লেখ করা হলো। 

ছেলে ও মেয়ের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন
আলোচ্য বৈশিষ্ট্য ছেলে মেয়ে
দৈহিক পরিবর্তন
১. লোম  ১. মুখ, বগল, শ্রোণিদেশে লোম  ১. বগল ও শ্রেণিদেশে লোম
২. পেশি ২. বলিষ্ঠ ও সুগঠিত হয় ২. তেমন নয়
৩. মেদ ৩. মুখ ও পেটে সঞ্চিত হয় ৩. কোমর ও নিতম্বে সঞ্চিত হয়
৪. স্তন            ৪. প্রায় স্বাভাবিক থাকে ৪. প্রচুর মেদ সঞ্চিত হয়ে সুডৌল ও উন্নত করা
৫. কণ্ঠস্বর  ৫. গাঢ়, ভারী ও গম্ভীর হয়ে উঠে ৫. মেয়েলী স্বর প্রকাশ পায়
শারীরবৃত্তিক পরিবর্তন
১. হৃৎপিন্ডের গতি ও রক্তচাপ  ১. বৃদ্ধি পায় ১. বৃদ্ধি পায়
২. শ্বাসপ্রশ্বাস ২. গভীর হয় ২. গভীর হয়
৩. মৌল বিপাকীয় হার ৩. বৃদ্ধি পায় ৩. হাস পায়
৪. লোহিত রক্তকণিকা ৪. অনেক বৃদ্ধি পায় ৪. কিছু পরিমাণ হ্রাস পায়
৫. জননাঙ্গের হরমোন ৫. উৎপন্ন ও ক্ষরিত হতে থাকে ৫. উৎপন্ন ও ক্ষরিত হতে থাকে
৬. জননকোষ ৬. শুক্রাণুসহ বীর্য উৎপন্ন ও স্খলিত হয়। ৬. রজঃচক্র আরম্ভ হয়
৭. আনুষঙ্গিক জনন অঙ্গ ৭. সুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠে ৭.সুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠে।
মানসিক পরিবর্তন
১. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ১ মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় ১. ছেলেদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়
২. ভাব ২. বিচিত্র খেয়াল ও ভাব মনে জেগে উঠে ২. নারীসুলভ মানসিকতার প্রকাশ ঘটে