এসএসসি বাংলা ১ম পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬ | SSC All Board Questions 2016: Bangla 1st Paper
এসএসসি পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এলো বলে। কিন্তু তোমার কি এই শেষ মুহূর্তে এসে এত করে পাঠ্যবই পড়ার পরেও কিছু মনে থাকছে না? বুঝতে পারছো না যে কীভাবে শেষ দিকের পড়াগুলো গুছিয়ে আনতে হবে?
শেষ মুহূর্তে এসে যেগুলো আগেই পড়া হয়েছে তা আবার পড়ে ভালোভাবে আয়ত্ব করে ফেলো। কারণ একটু একটু করে পাঁচটা প্রশ্ন লেখার চেয়ে সম্পূর্ণভাবে চারটা প্রশ্ন লেখাও অনেক ভালো। এই সময়ে মাথা ঠাণ্ডা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়াশোনা করলে খুব কম সময়েই বইয়ের বেশিরভাগ অংশ তোমার আয়ত্ত্বে থাকা সম্ভব।
ধরো, বাংলা প্রথম পত্রের ‘মমতাদি’ গল্পটা তুমি খুব ভালো করে পড়েছো। কিন্তু তার উপর করা সৃজনশীল প্রশ্ন তুমি ঠিক ধরতে পারছো না। এটা মূলত অনুশীলনের ঘাটতির কারণে হয়েছে। আর এজন্যই বোর্ড প্রশ্ন দেখে সমাধান করতে বলা হয়। বিগত সালের প্রশ্নগুলো দেখে তুমিও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বুঝে নিতে পারো। সেজন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি বাংলা ১ম পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Question Solution 2016: Bangla 1st Paper“ ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে প্রতিটি গদ্য-পদ্য থেকে আসা সৃজনশীল প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে।
এসএসসি বাংলা ১ম পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান 20১৬একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর লিখতে হয়। গদ্যের উত্তরগুলো আমরা মোটামুটি সাজিয়ে লিখতে পারলেও পদ্য ও প্রবন্ধে খানিকটা হিমশিম খেয়ে যাই। কিন্তু এই ফাইলটাতে সব চমৎকারভাবে গোছানো আছে। তোমরা জানো যে বাংলা ১ম পত্রের উপেক্ষিত শক্তির উদ্বোধন, কপোতাক্ষ নদ, বই পড়া, কাকতাড়ুয়া, মমতাদি, জীবন সঙ্গীত, একাত্তরের দিনগুলি, নিমগাছ, মানুষ, শিক্ষা ও মনুষ্যত্ব, অভাগীর স্বর্গ, পহেলা বৈশাখ, আম আঁটির ভেঁপু, সাহসী জননী বাংলা, মানুষ মুহাম্মদ (স.), আমার পরিচয়, বহিপীর, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে৷ আমাদের এই ফাইলে তুমি বাংলা ১ম পত্র থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!
SSC বোর্ড পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এনরোল করো টেন মিনিট স্কুলের SSC বোর্ড পরীক্ষা প্রস্তুতি কোর্সসমূহে!