10 Minute School
Log in

বৃত্তের স্পর্শক ও অভিলম্ব (Tangent and Normal of a circle)

বৃত্তের স্পর্শক কাকে বলে? (Tangent of a circle):

মনে করি, PQPQ সরলরেখা একটি বৃত্তকে P,QP,Q বিন্দুতে ছেদ করেছে। যদি PQPQ সরলরেখাটিকে PP বিন্দুতে স্থির রেখে BB বিন্দুকে বৃত্তের পরিধি বরাবর এমনভাবে ঘুরাই যেন QQ বিন্দু ক্রমশ PP বিন্দুর নিকটবর্তী হয়ে সবশেষে PP বিন্দুতে সমাপতিত হয়ে স্থির হয় তবে সর্বশেষ সরলরেখাটি PP বিন্দুতে বৃত্তটির স্পর্শক হবে।

স্পর্শক কাকে বলে

কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইটি সমাপতিত বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তটির ঐ বিন্দুকে স্পর্শক বলে। চিত্রে PTPT স্পর্শক। 

যে বিন্দুতে স্পর্শকটি বক্ররেখাটির সাথে মিলিত হয় তাকে স্পর্শ বিন্দু (Point of Contact) বলে। চিত্রে PP হল স্পর্শবিন্দু।

বৃত্তের স্পর্শকের বৈশিষ্ট্য (Properties of a Tangent of a circle):

বৃত্তের স্পর্শকের কয়েকটি বৈশিষ্ট্য আছে যার এ অধ্যায়ে প্রায়োগিক গুরুত্ব আছে। যেমন –

  • বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। 
  • বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুর সংযোজক রেখা স্পর্শকের উপর লম্ব হয়।
  • বৃত্তের স্পর্শক বৃত্তটিকে স্পর্শবিন্দু ভিন্ন অপর কোনো বিন্দুতে ছেদ করে না। 

বৃত্তের অভিলম্ব (Normal of a circle):

বৃত্তের কোনো স্পর্শকের স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্বরেখাকে অভিলম্ব বলে। চিত্রে POPO অভিলম্ব। কোন বৃত্তের অভিলম্ব এর কেন্দ্র বিন্দু দিয়ে যায়।

বৃত্তের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ (Equation of Tangent and normal to a circle):

x2+y2+2gx+2fy+c=0x^2+y^2+2gx+2fy+c=0 বৃত্তের উপরিস্থিত P(x1,y1)P(x_1,y_1) বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, xx1+yy1+g(x+x1)+f(y+y1)+c=0xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0

x2+y2+2gx+2fy+c=0......(1)x^2+y^2+2gx+2fy+c=0......(1) বৃত্তটির কেন্দ্র O(g, f)O(-g, -f) এবং ব্যাসার্ধ =g2+f2c\sqrt{g^2+f^2-c}

P(x1,y1)P(x_1,y_1) বিন্দুটি (1) বৃত্তের উপর অবস্থিত বলে,

x12+y12+2gx1+2fy1+c=0......(2) x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c=0......(2) 

ধরি স্পর্শকটির উপর যেকোনো একটি বিন্দু Q(x, y)Q(x, y)

OPOP এর ঢাল =y1+fx1+g\frac{y_1+f}{x_1+g} এবং PQPQ এর ঢাল =yy1xx1\frac{y-y_1}{x-x_1}

P(x1,y1)P(x_1,y_1) বিন্দুতে (1) বৃত্তটির স্পর্শক PQPQ বলে, OPPQOP\perp PQ

y1+fx1+g×yy1xx1=1yy1y12+fyfy1=(xx1x12+gxgx1)yy1y12+fyfy1=xx1+x12gx+gx1xx1+yy1+gx+gx1+fy+fy1+c=x12+y12+2gx1+2fy1+cxx1+yy1+gx+gx1+fy+fy1+c=0[(2)হতে]\therefore \frac{y_1+f}{x_1+g}\times \frac{y-y_1}{x-x_1}=-1\\ \Rightarrow yy_1-y_1^2+fy-fy_1=-(xx_1-x_1^2+gx-gx_1)\\ \Rightarrow yy_1-y_1^2+fy-fy_1=-xx_1+x_1^2-gx+gx_1\\ \Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=x_1^2+y_1^2+2gx_1+2fy_1+c\\ \therefore xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0 [(2) হতে]

এ সমীকরণকে লেখা যায়, xx1+yy1+gx+2gx+x12+2fy+y12+c=0xx_1+yy_1+gx+2g\frac{x+x_1}{2}+2f\frac{y+y_1}{2}+c=0

বি.দ্র.: যেকোনো দ্বিঘাত সমীকরণে (বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত ইত্যাদি) x2x^2 এর স্থলে xx1,y2xx_1, y^2 এর স্থলে yy1, xyy_1, x এর স্থলে x+x12\frac{x+x_1}{2} এবং yy এর স্থলে y+y12\frac{y+y_1}{2} বসালে, (x1,y1)(x_1,y_1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাওয়া যায়। 

অভিলম্ব (Normal of a circle):

কোনো বৃত্তের স্পর্শ বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব রেখাকে ঐ বৃত্তের অভিলম্ব বলা হয়।

মনে করি, x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তের উপর (x1,y1)(x_1,y_1) যে কোনো একটি বিন্দু।

(x1,y1)(x_1,y_1) বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ, xx1+yy1=r2......(1) xx_1+yy_1=r^2......(1) 

(x1,y1)(x_1,y_1) বিন্দুগামী (1)(1) সরলরেখার উপর লম্বরেখার সমীকরণ, xy1yx1=x1y1x1y1xy_1-yx_1=x_1y_1-x_1y_1

x1yy1x=0x_1y-y_1x=0 এটিই অভিলম্বের সমীকরণ। 

অনুরূপভাবে, (x1,y1)(x_1,y_1) বিন্দুতে x2+y2+2gx+2fy+c=0x^2+y^2+2gx+2fy+c=0 বৃত্তের অভিলম্বের সমীকরণ, (y1+f)x(x1+g)y+gy1fx1=0(y_1+f)x-(x_1+g)y+gy_1-fx_1=0

বি.দ্র.:

  • অভিলম্বের সূত্রটি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এর জন্যও প্রযোজ্য।
  • বৃত্তের অভিলম্ব কেন্দ্রগামী হয়।

y=mx+cy=mx+c রেখাটি x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত:

যেহেতু x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তে (x1,y1)(x_1,y_1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,

xx1+yy1=r2......(1) xx_1+yy_1=r^2......(1) 

সুতরাং y=mx+cy=mx+c

বা, mx+y=c......(2)-mx+y=c......(2)

রেখাটি বৃত্তের স্পর্শক হলে (1)(2) অভিন্ন।

x1m=y11=r2cx1=mr2c,y1=r2c\therefore \frac{x_1}{-m}=\frac{y_1}{1}=\frac{r^2}{c}\\ \Rightarrow x_1=-\frac{mr^2}{c},y_1=\frac{r^2}{c}

(x1,y1)\therefore (x_1,y_1) বিন্দুটি (2) নং রেখার উপর অবস্থিত। সুতরাং, (x1,y1)(x_1,y_1) সমীকরণ (2) কে সিদ্ধ করবে।

অতএব, y1=mx1+cr2c=m2r2c+c[x1,y1  এর  মান  বসিয়ে]r2=m2r2+c2[c  দিয়ে  গুণ  করে]c2=r2(1+m2)c=±r1+m2 y_1=mx_1+c\\ \Rightarrow \frac{r^2}{c}=-\frac{m^2r^2}{c}+c [x_1,y_1\; এর\; মান\; বসিয়ে]\\ \Rightarrow r^2=-m^2r^2+c^2 [c\; দিয়ে\; গুণ\; করে]\\ \Rightarrow c^2=r^2(1+m^2)\\ \therefore c= \pm r\sqrt{1+m^2} 

সুতরাং, y=mx+cy=mx+c রেখাটি x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত: c=±r1+m2c=\pm r\sqrt{1+m^2}

অনুসিদ্ধান্ত-১: mm এর সকল মানের জন্য y=mx±r1+m2y=mx\pm r\sqrt{1+m^2} রেখাটি x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তের স্পর্শক হবে। 

অনুসিদ্ধান্ত-২: y=mx+cy=mx+c রেখাটি x2+y2=r2x^2+y^2=r^2 বৃত্তকে স্পর্শ করলে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক (mr1+m2, r1+m2)\Big(\frac{-mr}{\sqrt{1+m_2}}, \frac{r}{\sqrt{1+m_2}} \Big)

প্রমাণ: 

x1=mr2c=mr2r1+m2=mr1+m2[c=±r1+m2]y1=r2c=r2r1+m2=r1+m2[c=±r1+m2]x_1=-\frac{mr_2}{c}=-\frac{mr^2}{r\sqrt{1+m^2}}=-\frac{mr}{\sqrt{1+m^2}} [\because c=\pm r\sqrt{1+m^2}]\\ y_1=\frac{r^2}{c}=\frac{r^2}{r\sqrt{1+m^2}}=\frac{r}{1+m^2} [\because c=\pm r\sqrt{1+m^2}]

 


এইচএসসি ও এডমিশন পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্সসমূহঃ


 

আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সসমূহঃ


 

০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট: www.10minuteschool.com