DU & Medical

Reality Check Exam

DU কিংবা মেডিকেল - স্বপ্নযাত্রার শুরুটা হোক এখানেই

ফ্রি রেজিস্ট্রেশন করো

পরীক্ষায় অংশগ্রহণ করবে যেভাবে:

রেজিস্ট্রেশন করো

প্রয়োজনীয় সব তথ্য দিয়ে “DU & Medical Reality Check Exam” এ সিট বুকিং সম্পন্ন করো।

পরীক্ষা দাও

রেজিস্ট্রেশন করে Reality Check Exam-এ অংশগ্রহণ করো

শিক্ষাবৃত্তি জিতে নাও

প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিজয়ী হিসেবে জিতে নাও বিভিন্ন পুরস্কার।

DU & Medical Reality Check Exam পরীক্ষায় যা থাকছে

ভর্তি পরীক্ষার সিলেবাসভিত্তিক অনলাইন এক্সাম।

DU ও মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজের যোগ্যতা যাচাই এর সুযোগ।

পরীক্ষায় টপ করে জিতে নাও শিক্ষাবৃত্তিসহ আকর্ষণীয় পুরস্কার।

লিডারবোর্ডে দেখে নাও সারা দেশে তোমার অবস্থান।

Loading...
Loading...
Loading...

সচরাচর জিজ্ঞাসা

পরীক্ষাটি কাদের জন্য?
HSC 24 ব্যাচের এডমিশন পরীক্ষার্থীদের জন্য
পরীক্ষাটি কি ফ্রি?
DU & Medi Reality Check পরীক্ষাটি সম্পূর্ণ ফ্রি
পরীক্ষার সিলেবাস কী?
HSC ২০২৪ এর সিলেবাসের উপর পরীক্ষা হবে।
পরীক্ষা কোথায় নেওয়া হবে?
পরীক্ষা হবে টেন মিনিট স্কুল অ্যাপ/ওয়েবসাইটে।
পরীক্ষাটি কেন দিবো?
দেশের যেকোনো জায়গায় বসে, ঠিক ঢাবির এডমিশনের আদলে A,B,C ইউনিট এর একটা ফ্রি এক্সাম দাও আর লিডারবোর্ড দেখে সারা দেশের মাঝে নিজের অবস্থান বুঝে নাও। এরপর, অবস্থা বুঝে প্ল্যান সাজিয়ে প্রস্তুতি শুরু করে দাও।
একাউন্ট কীভাবে খুলব?
ওয়েবসাইটের উপরে অথবা অ্যাপে লগ-ইন অপশনে গিয়ে আপনার ক্লাস সিলেক্ট করে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিলে আপনাকে মেসেজের মাধ্যমে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করানোর মাধ্যমে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
পাসওয়ার্ড ভুলে গিয়েছি/ পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করব?
পাসওয়ার্ড ভুলে গিয়েছি/ পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করব? -পাসওয়ার্ড ভুলে গেলে, লগ-ইন করার সময় নিচে ""Forget Password/পাসওয়ার্ড ভুলে গিয়েছি"" নামের অপশনটিতে ক্লিক করুন। -আপনার ফোন নম্বর বা ইমেইলে পাওয়া OTP পাবেন, সেটি লিখে 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন। -এবার আপনি পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড নিতে পারবেন। পাসওয়ার্ড রিসেট করার পরে চাইলে আপনি প্রোফাইল সেকশন থেকে 'পাসওয়ার্ড পরিবর্তন করুন' অপশন থেকে পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

Call for any information regarding Exam

8 am to 11 pm

16910

এসএমএস

10MSHelp to 26969

2015 - 2025 Copyright © 10 Minute School. All rights reserved.