২০২৬ সালে ৮ম শ্রেণির পুরো বছর যেভাবে পড়াশোনা করলে Best Result করা সম্ভব সেটা জেনে যাবে এই ফ্রি কোর্সে। এই Class 8 Super Free Course-এ আমরা প্রতিনিয়ত ক্লাস 8 এর ৬টি বিষয়ের ওপর ক্লাস, এক্সাম ও সাজেশন দিবো। এছাড়াও তোমাদের মূল পাঠ্যবইগুলোর অনুশীলনী ও ব্যাখ্যাসহ ফ্রি ক্লাস ও PDF পেয়ে যাবে। আমাদের অনলাইন ব্যাচের জন্য বানানো এক্সক্লুসিভ Masterbook এর PDF ও 24/7 Doubt Solve টেন-টেন এর ফিচারও ব্যবহার করে এটাও দেখতে পারবে এই কোর্সে! অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আগে তোমাদের জন্য সাজেশনও দিবো আমরা। তোমাদের সারাবছরের পড়াশোনা আর পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করবে এই ফ্রি কোর্স। কোর্সে নতুন কী কী আপলোড হচ্ছে সেটা জানতে এখনই ভর্তি হও Class 8 Super Free Course-এ, আর এখন থেকেই শুরু করো এ বছরের সেরা রেজাল্টের প্রস্তুতি।