আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের জন্য মোবাইল দিয়ে ছবি তুলে থাকি ও ভিডিও করে থাকি। কিন্তু এতে ভালো দক্ষতা এবং বিভিন্ন টেকনিক ও স্ট্র্যাটেজি সঠিকভাবে ব্যবহারের অভাবে আমাদের সেসব ছবি ও ভিডিও তেমন ভালো হয় না। এরকম মোবাইল ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের জন্যই আমাদের এই কোর্সটি।
প্রফেশনালভাবে ছবি তোলার টিপস অ্যান্ড ট্রিক্সসহ মোবাইল ফটোগ্রাফির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এবং মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং এর দারুণ সব টেকনিক শিখতে এনরোল করুন আমাদের এই ‘Mobile Photography and Videography’ কোর্সটিতে।