Home

    Class 5-12

    বুয়েট কোশ্চেন সলভ কোর্স

    বুয়েট কোশ্চেন সলভ কোর্স

    কোর্স ইন্সট্রাক্টর

    Javed Jimi

    BUET (14+ Years' exp)

    Md. Ashiqur Rahman

    DU (10+ years exp)

    Ejaz Ahmed Chowdhury

    BUET, DU(MBA) (8+ Years Exp)

    Sourav Saha

    BUET

    কোর্সটি করে যা শিখবেন

    • বিগত ১৫ বছরের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
    • রেকর্ডেড ক্লাসের মাধ্যমে বুয়েট প্রশ্নব্যাংক রিভিশন
    • বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন এনালাইসিস ও রিলেটেড তথ্য উপস্থাপন
    • সহজ ও শর্টকাট ট্রিকস এর মাধ্যমে বুয়েট প্রশ্ন সলভ
    • বুয়েট ভর্তি পরীক্ষা অনুরুপ মডেল টেস্ট

    ক্লাস রুটিন

    download
    ডাউনলোড রুটিন

    কোর্স সম্পর্কে বিস্তারিত

    বুয়েট কোশ্চেন সলভ কোর্সটি সম্পর্কে:

    বুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কনসেপ্ট এর সাথে সাথে টেকনিকেও হয়ে উঠতে হয় দক্ষ। গত ২/৩ বছর বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথমে হয়েছে প্রিলি এরপর প্রিলিতে চান্সপ্রাপ্তদের নিয়ে হচ্ছে রিটেন ভর্তি পরীক্ষা। অন্যদিকে চুয়েট, কুয়েট, রুয়েটে বিভিন্ন সময়ে রিটেন বা এমসিকিউ এক্সাম নিলেও গত দুইবছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হিসেবে নেয়া হচ্ছে এমসিকিউ এক্সাম। যেহেতু প্রতি বছরই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার মডেল পরিবর্তিত হচ্ছে, এবং সাথে শর্ট সিলেবাস বনাম ফুল সিলেবাসের একটা ব্যাপার রয়েছে - এজন্য স্টুডেন্টদের গোছানো একটা প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরী। এই গোছানো প্রস্তুতিটা সবচেয়ে সহজভাবে এবং স্বল্পমূল্যে স্টুডেন্টদের কাছে পোঁছে দেয়ার জন্যই বুয়েট প্রশ্ন সলভ কোর্সটি ডিজাইন করা হয়েছে যা নিশ্চিত চান্স প্রাপ্তির নিয়ামক হিসেবে কাজ করবে।


    বুয়েট প্রশ্ন সলভ কোর্সে:

  1. বুয়েট ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন Analysis এর মাধ্যমে কোর্স ভিডিওগুলো তৈরি করা যেন একজন শিক্ষার্থীর জন্য অল্প সময়ে বুয়েটের প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয় এবং বুয়েট ভর্তি পরীক্ষার গোছানো প্রস্তুতি নিতে পারে
  2. যদিও অনেক শিক্ষার্থী নিজের মতো করে সবগুলো টপিক পড়েছে, কিন্তু কী ধরণের প্রশ্ন বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে এবং কীভাবে সেগুলোর সমাধান করতে হবে - তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অজ্ঞতা কাটিয়ে অভ্যস্ততা তৈরি করবে
  3. শিক্ষার্থীরা যেন বুয়েট ভর্তি পরীক্ষার সবগুলো প্রশ্ন বুঝে বুঝে ও শর্টকার্ট পদ্ধতিতে স্বল্প সময়ে উত্তর করতে পারে - সেটি নিশ্চিত করতেই এই কোর্সটি
  4. বুয়েট কোশ্চেন সলভ কোর্সটি কাদের জন্য:

  5. যারা ২০২৩ সালে বুয়েট ভর্তি পরীক্ষাসহ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে
  6. এমসিকিউ এর পাশাপাশি বুয়েট ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা লিখিত পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায়।
  7. যারা কলেজে ক্লাস পায়নি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশি পায়নি।
  8. লম্বা সময় কলেজ বন্ধ ছিলো, তাই বেসিক প্রস্তুতিতে ঘাটতি আছে যাদের।
  9. শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতে পরিপূর্ণ ঘাটতি রয়েছে।
  10. পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির সাথে যেসব শিক্ষার্থী পরিচিত না
  11. বুয়েট কোশ্চেন সলভ কোর্স

    কোর্সটি করছেন 61 জন

    বছরের প্রশ্ন সমাধান বিগত ১৫

    ৩ টি বিষয়

    ৫১ টি রেকর্ডেড ক্লাস

    ৩ টি বিষয়ভিত্তিক মডেল টেস্ট

    ২ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট