Home

    Class 5-12

    মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩

    মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩

    কোর্স ইন্সট্রাক্টর

    Munzereen Shahid

    MSc (English), University of Oxford (UK);
    BA, MA (English), University of Dhaka;
    IELTS: 8.5

    Dr. Toufiqul Sharif

    Shaheed Suhrawardy Medical College [ShSMC] (7+ Years Exp)

    Dr. Sohrab Hossain

    MMC

    Foysal Hossain

    International Medical College and Hospital [IMCH] (5+ Years Exp)

    Dr. MD. Mahbubul Hasan Pulok

    BCS (Health), ShSMC

    Touhidur Rahman Shakil

    Jessore Medical College [JMC] (5+ Years Exp)

    Mehdi Mohammed

    Shaheed Suhrawardy Medical College (3+ Years Exp)

    Dr. Md. Nayeem Uddin

    Mymensingh Medical College (10+ Years Exp)

    ক্লাস রুটিন

    download
    ডাউনলোড রুটিন
     

    কোর্স সম্পর্কে বিস্তারিত

    কোর্সটিতে শিক্ষার্থীরা পাবে:

  1. কোর্সটি হবে আমাদের Specially designed Priority Based Learning এর মাধ্যম। অর্থ্যাৎ যে অধ্যায় গুলো শর্ট সিলেবাসে ছিল এবং জরুরি বেশি, সেগুলো আগে পড়ানো হবে এবং বেশি সময় নিয়ে পড়ানো হবে। যা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবে।
  2. প্রতিটি অধ্যায়ের আগে ফুল ব্যাসিক এবং এরপর টাইপওয়াইস প্র্যক্টিস ও কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে।
  3. ২:৩০ ঘন্টা করে ৯০ টি লাইভ ক্লাস হবে এবং ৫ টি রিভিশন ক্লাস, ফলে সকল সাবজেক্টেই সমান গুরুত্ব দেয়া সম্ভব হবে। (বায়োলজি- ২৭টি, ফিজিক্স- ২০ টি, কেমিস্ট্রি- ১৮টি,, সাধারণ জ্ঞান-১০টি, ইংরেজি-১৫টি)।
  4. আমাদের ২২ ব্যাচের এডমিশনের সকল রেকর্ডেড ক্লাস।
  5. গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ও বিগত বছরের প্রশ্নের এনালাইসিসসহ আমাদের গোছানো লেকচার শীট , ক্লাসের এনোটেটেড লেকচার স্লাইড এবং লাইভে হয়ে যাওয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও , যা আমাদের অ্যাপ এবং ওয়েভসাইটে সুন্দরভাবে গোছানো থাকবে।
  6. আমাদের অভিজ্ঞ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে জুম সেশন , যেখানে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনবো এবং সেই অনুযায়ী সম্ভাব্য সমাধান দিবো ।
  7. নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট এর পূর্ণাঙ্গ ধারনা।
  8. সকল ক্লাসই হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, যেন ক্লাস করতে কোন প্রকার সমস্যা না হয়।
  9. কোর্সটি যাদের জন্য:

  10. HSC 23 এবং 22 ব্যাচের সেকেন্ড টাইমাদের জন্য আমাদের এই কোর্সটি একটি মেডিকেল ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স হতে যাচ্ছে।
  11. যারা কলেজে ক্লাস করতে পারে নি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশি হয়নি।
  12. বেসিক প্রিপারেশনেও ঘাটতি আছে যাদের।
  13. শর্ট সিলেবাসের অপর্যাপ্ত প্রস্ততির পাশাপাশি যাদের ফুল সিলেবাসের প্রস্তুতিতেও পরিপূর্ণ ঘাটতি রয়েছে
  14. সারা বছর বিজ্ঞানের বিষয়গুলো মনোযোগ দিতে গিয়ে যাদের সাধারণ জ্ঞান ও ইংরেজিতে ভালো প্রস্তুতি নেয়া হয় নি।
  15. কোর্স সম্পর্কে:

    মেডিকেল ভর্তি (Medical Admission 2023) পরীক্ষার এই জার্নিটা খুবই অল্প সময়ের। নতুন পরিবেশ, নতুন টিচার, অসংখ্য স্টুডেন্ট, ট্রাফিক জ্যাম, এইচএসসি পরীক্ষার প্রতি কম গুরুত্ব সব মিলিয়ে সবকিছু বুঝে উঠতেই পরীক্ষা চলে আসে। সুতরাং স্বল্প এই সময়ে মেডিকেল ভর্তি (Medical Admission 2023) পরীক্ষার ফুল সিলেবাসের ভাল প্রস্তুতি নেয়া একটা স্টুডেন্ট এর কাছে শুধু কঠিনই হয় না, রীতিমত চ্যালেঞ্জিং হয়ে যায়। তোমাদের এই জার্নিটাকে সহজ করতে ও সুপরিকল্পিতভাবে সুষম প্রস্তুতি নিশ্চিত করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে মেডিকেল এডমিশ কোর্স ২০২৩।


    এই কোর্সে থাকছে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেলসহ দেশসেরা বিভিন্ন মেডিকেল অধ্যয়নরত বা দায়িত্বরত এবং অনলাইনে সুপরিচিত অভিজ্ঞ টিচার প্যানেল, ৫ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান) উপর ৯০ টি লাইভ ক্লাস। যে ক্লাসগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে। আরো থাকছে প্রতিটি অধ্যায়ের গোছানো লেকচার স্লাইড এবং লেকচার শিট। নিজের প্রস্তুতিকে যাচাই করতে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে অধ্যায়ভিত্তিক ডেইলি MCQ পরীক্ষা, উইকলি পরীক্ষা, মান্থলি পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা, সাব্জেক্ট ফাইনাল পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে পূর্ণাঙ্গ মডেল টেস্ট । এছাড়াও পরীক্ষার প্রস্তুতি তোমাদের আত্মবিশ্বাস আরো বাড়াতে জুমে র‍্যাপিড ফায়ার রাউন্ড। আশা করি পূর্ণাঙ্গ এই কোর্সটি তোমার মেডিকেল ভর্তি (Medical Admission 2023) পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রাখবে।

    মেডিকেল এডমিশন কোর্স - ২০২৩

    কোর্সটি করছেন 154 জন

    বিষয় ৫ টি

    ৯০ টি টি লাইভ ক্লাস

    ৯০ টি লেকচার স্লাইড

    ৮০ টি লেকচার শিট

    ৯০ টি অধ্যায় ভিত্তিক MCQ এক্সাম

    ১২টি উইকলি এক্সাম

    ৮ টি পেপার ফাইনাল

    ৫ টি ফাইনাল মডেল টেস্ট