Ayman Sadiq

    Ayman Sadiq

    Founder & CEO, 10 Minute School
    Forbes 30 Under 30;
    Queen's Young Leader;
    Bestselling Author
    17 Courses
    831761 Students
    ইন্সট্রাক্টর

    Ayman Sadiq

    ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, সবার কাছে পরিচিত নাম আয়মান সাদিক। তিনি একজন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা। অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। অনলাইনে যে পড়ালেখা এবং পাঠদান করা যায় এই ধারণাটিই আয়মান সাদিক তার প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করেছেন।


    আয়মান সাদিক উচ্চমাধ্যমিকে পাশ করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালইয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আয়মান শিক্ষকতা শুরু করেন। ছাত্রছাত্রীদের গণিত এবং ইংরেজি পড়াতেন। ভিন্নধর্মী পড়ানোর ধরনের জন্য খুব কম সময়েই ছাত্রছাত্রীদের মাঝে আয়মান সাদিক বেশ জনপ্রিয় হয়ে উঠেন। ২০১৪ সালে তিনি ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে টেন মিনিট স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ১ কোটির ও বেশি!


    আয়মান সাদিক বর্তমানে টেন মিনিট স্কুলের সিইও হিসেবে কর্মরত আছেন। তবে আয়মান সাদিক কেবল টেন মিনিট স্কুল পরিচালনাই করেন না, তিনি এখানে শিক্ষক হিসেবেও ভূমিকা পালন করছেন। প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, ফেসবুক মার্কেটিং, সিভি ও ইমেইল রাইটিং, ইংরেজি গ্রামার এবং কমিউনিকেশনের উপর দারুণ সব স্কিল ডেভেলপমেন্টের কোর্স আছে তাঁর। ফেসবুক ব্যবহার করে সহজেই অনলাইনে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে বা ফেসবুক মার্কেটিং-এ এক্সপার্ট হতে সাহায্য করবে  Facebook Marketing কোর্সটি! প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং-এ আত্মবিশ্বাস তৈরি করতে ও জনসাধারণের সামনে কথা বলার দক্ষতাকে আরও উন্নত করতে সব ধরনের কৌশল, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে Presentation & Public Speaking Course-টিতে। Email Writing কোর্সটির মাধ্যমে ইমেইল রাইটিং এর বিভিন্ন ফরম্যাট শিখার পাশাপাশি, ইমেইল লেখার সময় সাধারণ ভুলগুলো এড়ানোর উপায় সম্পর্কে জানতে পারবেন। স্বপ্নের ক্যারিয়ারের পথে প্রথম ধাপ অতিক্রম করতে সঠিকভাবে সিভি রাইটিং এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয়া শিখতে পারবেন CV Writing & Interview কোর্সটি থেকে!


    English Grammar Fundamentals কোর্স থেকে Prepositions, modifiers, parallelism, redundancy সহ গুরুত্বপূর্ণ গ্রামার রুলস আয়ত্ত্ব করতে পারবেন। আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করবে Communication Hacks কোর্সটি। কর্পোরেট লাইফের শিষ্টাচার শিখতে এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনের সবধরণের গাইডলাইন পাবেন Corporate Etiquette কোর্সটিতে। Student Hacks কোর্সটির মাধ্যমে ছাত্র অবস্থায় পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, জীবনে ভালো কিছু করার উপায় ও লক্ষ্য অর্জনের জন্য সঠিক দিকনির্দেশনা পাবেন। Money Management কোর্সে আয়মান সাদিক শিখিয়েছেন কীভাবে অর্থ সঞ্চয় করতে হয়, বাজেট তৈরি করতে হয়, দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য ব্যবহারিক টিপস, কোথায় কীভাবে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে হয় তার সব ধরণের টিপস অ্যান্ড ট্রিক্স। আয়মান সাদিকের তৈরি কোর্সগুলো আপনাকে সাহায্য করবে প্রতিযোগিতার এই যুগে সঠিক স্কিল অর্জন করে এগিয়ে থাকতে।


    শুধু শিক্ষক নয়, আয়মান সাদিক একজন বেস্ট সেলার লেখক- ও বটে! আয়মান সাদিক এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'স্টুডেন্ট হ্যাকস', 'ভাল্লাগে না’, 'নেভার স্টপ লার্নিং', ’কমিউনিকেশনস হ্যাকস’, ‘লোকে কী বলবে?’ ইত্যাদি।


    বাংলাদেশের শিক্ষাখাতে অবদানের জন্য আয়মান সাদিক ২০১৮ সালে Forbes 30 under 30 এর সম্মাননা অর্জন করেন তিনি। এছাড়াও, একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি 'কুইন্স ইয়াং লিডার এওয়ার্ড', 'ইয়ুথ এওয়ার্ড', 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন পুরস্কার' ইত্যাদি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।


    আয়মানের সাদিকের স্বপ্ন শিক্ষাকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও একজন ছাত্র যেন দেশের সেরা শিক্ষকদের কাছে পড়াশোনার সুযোগ পায়, এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি।

    ফ্রি কোর্সসমূহ 📙