Munzereen Shahid

    Munzereen Shahid

    MSc (English), University of Oxford (UK);
    BA, MA (English), University of Dhaka;
    IELTS: 8.5

    12 Courses
    355357 Students
    ইন্সট্রাক্টর

    Munzereen Shahid

    মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০% স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন ইংরেজি শিক্ষার ওপর। তার IELTS Score 8.5। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের একজন শিক্ষক। 

    তার প্রথম অনলাইন কোর্স 'ঘরে বসে Spoken English' সাড়া ফেলেছে দেশব্যাপী। এই কোর্সে বাস্তব পরিস্থিতি ও অভিজ্ঞতাভিত্তিক উদাহরণ দিয়ে সহজেই ইংরেজি বলার কৌশল শেখানো হয়েছে। এছাড়াও ৫-১২ বছর বয়সী বাচ্চাদের জন্যে রয়েছে তার ছোটোদের ইংরেজি শেখার কোর্স 'Spoken English for Kids', যেটি বাচ্চাদের সাথে প্রাসঙ্গিক পরিস্থিতির উদাহরণসমৃদ্ধ ক্লাস, নতুন শব্দ শেখার রঙিন ফ্ল্যাশ কার্ড, কুইজ ইত্যাদি দিয়ে সাজানো। তাছাড়া 'IELTS' নিয়ে তার কোর্সটির মাধ্যমে অনলাইনে প্রস্তুতি নেওয়া যাবে Academic ও General Training - দুই ধরনের IELTS এরই। আর এই কোর্সের সেরা সংযোজন অনলাইন মক টেস্ট। তার 'সবার জন্য Vocabularyনামের আরো একটি কোর্সে তিনি শিখিয়েছেন মুখস্থ ছাড়া রোজ কীভাবে অসংখ্য নতুন শব্দ শিখতে ও মনে রাখতে হয়। 

    তার লেখা দুটি ইংরেজি শেখার বই 'ঘরে বসে Spoken English' ও 'সবার জন্য Vocabulary' দু'টো বই- ই অনলাইন এবং অফলাইনে পাঠকপ্রিয়তা পেয়েছে। 

    এছাড়াও মুনজেরিন শহীদ টেন মিনিট স্কুলের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।