
Munzereen Shahid
MSc (English), University of Oxford (UK);
BA, MA (English), University of Dhaka;
IELTS: 8.5
Munzereen Shahid
সহজ সাবলীল ভাষায় অনলাইনে ইংরেজি শিক্ষাদানের জন্য জনপ্রিয় নাম মুনজেরিন শহীদ। প্রতিদিন ৩০ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী ইংরেজি শিখছে মুনজেরিন এর ক্লাসগুলো থেকে। মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। মুনজেরিন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০% স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন ইংরেজি শিক্ষার ওপর। তার IELTS Score 8.5।
বিশ্ববিদ্যালয় থাকাকালীন মুনজেরিন শহীদ লেখালেখির মাধ্যমে টেন মিনিট স্কুলের সাথে তার যাত্রা শুরু করেন, এবং বর্তমানে তিনি চিফ ইন্সট্রাকটর হিসেবে কর্মরত আছেন। ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে চাকরিজীবি, সবার কাছে মুনজেরিন এর কোর্স বেশ জনপ্রিয়। তার প্রথম অনলাইন কোর্স 'ঘরে বসে Spoken English' এর বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি। 'ঘরে বসে Spoken English' কোর্সে বাস্তব পরিস্থিতি ও অভিজ্ঞতা ভিত্তিক উদাহরণ দিয়ে সহজেই ইংরেজি বলার কৌশল শেখানো হয়েছে।
মুনজেরিন শহীদ-এর IELTS প্রস্তুতি বিষয়ক কোর্সটির মাধ্যমে ঘরে বসেই অনলাইনে প্রস্তুতি নেওয়া যাবে IELTS Academic ও IELTS General Training এর জন্য। IELTS Reading, Speaking, Listening ও Writing- এর জন্য পরিপূর্ণ গাইডলাইন রয়েছে এই কোর্সটিতে। এছাড়াও নতুন সংযোজন হয়েছে ‘IELTS Listening & Reading Mock Tests’ কোর্সটি, যেখানে রয়েছে IELTS Mock test এর মাধ্যমে স্কোর যাচাই ও অনুশীলন করার সুযোগ এবং IELTS পরীক্ষার নানা কৌশল আয়ত্ত করার গাইডলাইন। মুনজেরিন শহীদ-এর IELTS কোর্সগুলোর মাধ্যমে প্রস্তুতি নিয়ে অনেকে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করেছে।
এছাড়াও ৫-১২ বছর বয়সী বাচ্চাদের জন্যে রয়েছে মুনজেরিন শহীদের ছোটদের ইংরেজি শেখার কোর্স 'Spoken English for Kids'। বাচ্চাদের সাথে প্রাসঙ্গিক পরিস্থিতির উদাহরণসমৃদ্ধ ক্লাস, নতুন শব্দ শেখার রঙিন ফ্ল্যাশ কার্ড, কুইজ ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে 'Spoken English for Kids' কোর্সটি। প্রফেশনাল কাজে ইংরেজি কথা বলা, রিপোর্ট, মিটিং, প্রেজেন্টেশন, ইমেইল ইত্যাদি লেখার স্কিল গড়ে তুলতে রয়েছে মুনজেরিন শহীদ-এর 'English Communication for Professionals' কোর্স। তিনি 'সবার জন্য Vocabulary' নামের আরো একটি কোর্সে শিখিয়েছেন মুখস্থ ছাড়া রোজ কীভাবে অসংখ্য নতুন শব্দ শিখতে ও মনে রাখতে হয়।
শিক্ষকতার পাশাপাশি মুনজেরিন শহীদের রয়েছে বেশ কিছু ইংরেজি শেখার বই। 'ঘরে বসে Spoken English' ও 'সবার জন্য Vocabulary' দু'টো বই- ই অনলাইন এবং অফলাইনে পাঠকপ্রিয়তা পেয়েছে। মুনজেরিন-এর 'ঘরে বসে Spoken English' বইটি দেড় লাখের বেশি মানুষ সংগ্রহ করেছে এবং সেই সাথে ২০২১ সালে তিনি জিতে নেন- রকমারি বেস্ট সেলার এওয়ার্ড! সম্প্রতি মুনজেরিন শহীদ এর প্রকাশিত ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ বইটিও বেশ জনপ্রিয়তা লাভ করছে।
ইংরেজি শিক্ষাকে সবার জন্য সহজ করে তুলতে চান তিনি। স্টুডেন্ট লাইফ কিংবা প্রফেশনাল লাইফে কেউ যেন ইংরেজিতে কথা বলতে না জানার জন্য পিছিয়ে না থাকে সেটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মুনজেরিন শহীদ।