সেইদিন এই মাঠ
কবি: জীবনানন্দ দাশ
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি-
এই নদী নক্ষত্রের তলে
সেদিনো দেখিবে স্বপ্ন-
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
আমি চলে যাব বলে
চালতাফুল কি আর ভিজিবেনা শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে?
লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
চারিদিকে শান্ত বাতি – ভিজে গন্ধ – মৃদু কলরব;
খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
পৃথিবীর এই সব গল্প বেঁচে র’বে চিরকাল;-
এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে।
ছোট্ট কুইজটি দিয়ে ফেলো এখনই!
কন্টেন্ট ক্রেডিট:
অহিদুজ্জামান স্যার
মতিঝিল মডেল হাই স্কুল
তোমার বন্ধুদের সাথেও স্মার্টবুকটি শেয়ার করে নাও