10 Minute School
Log in

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ (Monocotyledonous and dicotyledonous plants)

Poaceae ও Malvaceae গোত্রের মধ্যে পার্থক্য (Difference between Poaceae and Malvaceae genera):

পার্থক্যের বিষয়

গোত্র – Poaceae গোত্র –Malvaceae

১. স্বরূপ

বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ। বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত।

২. মূল

গুচ্ছমূল প্রধান মূল।

৩. কাণ্ড

নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার।

৪. পাতা

লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাসবিশিষ্ট।

মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত ও জালিকা শিরাবিন্যাসবিশিষ্ট।

৫. পুষ্প পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, ত্র্যংশক।

বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক।

৬. পুংস্তবক পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ।

পুংকেশর বহু, পরাগধানী এককোষ্ঠী ও বৃক্কাকার।

৭. স্ত্রীস্তবক গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট।

গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট।

৮. অমরাবিন্যাস মূলীয়

অক্ষীয়

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য (Difference between monocotyledonous and dicotyledonous plants):

পার্থক্যের বিষয়

একবীজপত্রী উদ্ভিদ/Lilihpsida দ্বিবীজপত্রী উদ্ভিদ/Magnoliopsida

১। প্রকৃতি

অধিকাংশই বীরুৎ, অল্পসংখ্যক বৃক্ষজাতীয়। বীরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয়।

২. মূল

সব ধরনের মূল অস্থানিক গুচ্ছ প্রকৃতির। কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানিক প্রধান।

৩। পাতার শিরাবিন্যাস

প্রধানত সমান্তরাল প্রধানত জালিকাকার।
৪। পত্রমূল পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক।

পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক নয়।

৫. পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির।

টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির।

৬। বীজ বীজে একটি বীজপত্র থাকে।

বীজে দুটি বীজপত্র থাকে।

৭। পরিবহন টিস্যু

(কান্ডের ক্ষেত্রে)

বন্ধ প্রকৃতির, বিক্ষিপ্তভাবে সাজানো এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না (ক্যাম্বিয়াম অনুপস্থিত)।

মুক্ত প্রকৃতির, বৃত্তাকারে সাজানো এবং গৌণ বৃদ্ধি ঘটে (ক্যাম্বিয়াম উপস্থিত)।