একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ (Monocotyledonous and dicotyledonous plants)
Poaceae ও Malvaceae গোত্রের মধ্যে পার্থক্য (Difference between Poaceae and Malvaceae genera):
পার্থক্যের বিষয় |
গোত্র – Poaceae | গোত্র –Malvaceae |
১. স্বরূপ |
বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ। | বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত। |
২. মূল |
গুচ্ছমূল | প্রধান মূল। |
৩. কাণ্ড |
নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। | কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার। |
৪. পাতা |
লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাসবিশিষ্ট। |
মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত ও জালিকা শিরাবিন্যাসবিশিষ্ট। |
৫. পুষ্প | পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, ত্র্যংশক। |
বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক। |
৬. পুংস্তবক | পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ। |
পুংকেশর বহু, পরাগধানী এককোষ্ঠী ও বৃক্কাকার। |
৭. স্ত্রীস্তবক | গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট। |
গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট। |
৮. অমরাবিন্যাস | মূলীয়। |
অক্ষীয়। |
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য (Difference between monocotyledonous and dicotyledonous plants):
পার্থক্যের বিষয় |
একবীজপত্রী উদ্ভিদ/Lilihpsida | দ্বিবীজপত্রী উদ্ভিদ/Magnoliopsida |
১। প্রকৃতি |
অধিকাংশই বীরুৎ, অল্পসংখ্যক বৃক্ষজাতীয়। | বীরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয়। |
২. মূল |
সব ধরনের মূল অস্থানিক গুচ্ছ প্রকৃতির। | কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানিক প্রধান। |
৩। পাতার শিরাবিন্যাস |
প্রধানত সমান্তরাল | প্রধানত জালিকাকার। |
৪। পত্রমূল | পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক। |
পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক নয়। |
৫. পুষ্প | ট্রাইমেরাস প্রকৃতির। |
টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির। |
৬। বীজ | বীজে একটি বীজপত্র থাকে। |
বীজে দুটি বীজপত্র থাকে। |
৭। পরিবহন টিস্যু
(কান্ডের ক্ষেত্রে) |
বন্ধ প্রকৃতির, বিক্ষিপ্তভাবে সাজানো এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না (ক্যাম্বিয়াম অনুপস্থিত)। |
মুক্ত প্রকৃতির, বৃত্তাকারে সাজানো এবং গৌণ বৃদ্ধি ঘটে (ক্যাম্বিয়াম উপস্থিত)। |