10 Minute School
Log in

এসএসসি পদার্থবিজ্ঞান সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৮ (SSC All Board Question Solution 2018: Physics)

এসএসসিতে পদার্থবিজ্ঞানে ভালো করার জন্য প্রতিটি অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। ফিজিক্সে বেশিরভাগ গাণিতিক সমস্যা থাকে। প্রতিটি অধ্যায়ের সূত্রসমূহ, সূত্রের প্রয়োগ, একক, মাত্রা ইত্যাদি ভালোভাবে পড়তে হবে। পদার্থবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নই আসে সূত্র ভিত্তিক। অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যেগুলোতে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে হয়। 

সূত্র প্রয়োগ এর দক্ষতা থাকতে হবে যাতে সূত্রভিত্তিক প্রশ্ন চট করে দিয়ে দিতে পারো। সাধারণত শেষ সময়ে পুরো পড়া নতুন করে পড়ার সুযোগ হয় না। এই সময়ে মাথা ঠাণ্ডা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়াশোনা করলে খুব কম সময়েই সিলেবাসের বেশিরভাগ অংশ তোমার আয়ত্ত্বে থাকা সম্ভব। তাই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে যাওয়া যায়। একদম শেষে এসে শুধু প্রশ্নগুলো দেখতে থাকবে, আর তথ্যগুলোতে চোখ বুলাবে। 

কোনটা কোন ধরনের রাশি, সূত্রের মাঝে সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক সম্পর্ক, গতি বের করা বেশ গুরুত্বপূর্ণ। দ্রুত গাণিতিক সমস্যা সমাধানে বারবার অনুশীলন করতে হবে। ফটোগ্রাফিক মেমরি কাজে লাগাবে, যাতে দেখলেই হয়ে যায়। অন্য সময়ের মত কষ্ট করে যেন পড়তে না হয়। 

কিন্তু বিগত সালের বোর্ড প্রশ্নগুলো কীভাবে জোগাড় করবে তা নিয়ে চিন্তা করছো?

তোমাদের জন্যই  টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি পদার্থবিজ্ঞান সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৮” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Question Solution 2018: Physics” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে পদার্থবিজ্ঞানের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

SSC All Board Question Solution 2018 Physics

 

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব,  তরঙ্গ ও শব্দ, আলোর প্রতিফলন ও প্রতিসরণ, স্থির ও চল বিদ্যুৎ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস থেকে আসা প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এইসব অধ্যায় থেকে প্রতিবছরই একটা করে প্রশ্ন এসে থাকে। এই ফাইলে এসব প্রশ্নের সলিউশন চমৎকারভাবে রঙিন ছবিসহ গোছানো আছে। ছবি দিয়ে বোঝার কারণে তুমি পড়ার সময় খুব সহজে এগুলো ভিজ্যুয়ালাইজ করতে পারবে। 

এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। আমাদের এই ফাইলে তুমি Physics থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!