10 Minute School
Log in

ভৌত রাশি এবং এর পরিমাপ

  • জগতে জড় বস্তু নিয়ে যে জগৎ গঠিত তাই ভৌত জগৎ। ভৌত জগৎ মূলত চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো ) স্থান, ) কাল, ) ভর এবং ) শক্তি
  • বিশ্বে জীব সম্পদ ছাড়া সকল কিছুই ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত। ধারণা করা হয় এই বিশাল ভৌত বিজ্ঞানের ব্যাপকতার মাত্র % মানুষ জানতে পেরেছে। আধুনিক জীবনযাপন ভৌত বিজ্ঞানেরই অবদান।

ভৌত রাশি

ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে ভৌত রাশি (Physical Quantity) বলা হয়। যেমনদৈর্ঘ্যকে পরিমাপ করা যায়, তাই দৈর্ঘ্য একটি ভৌত রাশি। ভৌত রাশিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা১. মৌলিক রাশি;২. লব্ধ বা যৌগিক রাশি 

  • মৌলিক রাশি: যে সকল রাশি স্বাধীন অর্থাৎ যেকল রাশি পরিমাপ করতে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি ৭টি যথা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ। 
  • লব্ধ বা যৌগিক রাশি: মৌলিক রাশি থেকে প্রাপ্ত রাশিগুলোকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। এসব রাশি পরিমাপে মৌলিক রাশিগুলোর সাহায্য প্রয়োজন। উদাহরণত্বরণ, বেগ ইত্যাদি। 
  • বেগ পরিমাপে সময় দৈর্ঘ্যের উপর নির্ভর করতে হয়। তাই এটি একটি যৌগিক রাশি।
  • সকল ভৌত রাশির একক তিনটি একক দ্বারা প্রকাশ করা হয়। যথা : ) মৌলিক একক, ) লব্ধ বা যৌগিক একক এবং ) ব্যবহারিক একক।
  • দৈর্ঘ্যের একক মিটার, মিলিমিটার, সেন্টিমিটার ইত্যাদি আকারে প্রকাশ করা যায়।
  • সেন্টিমিটারগ্রামসেকেন্ড (C. G. S.) পদ্ধতি: এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে। এই পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম সময়ের একক সেকেন্ড। 
  • মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (M. K. S.) পদ্ধতি:  পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড। 
  • ফুট-পাউন্ড-সেকেন্ড (F. P. S.) পদ্ধতি:  পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড সময়ের একক সেকেন্ড।
  • ১৯৬০সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিকে এস আই (S. I) পদ্ধতি বা International Systems of Units বলা হয়। পূর্বের মিটারকিলোগ্রামসেকেন্ড (M.K. S.) পদ্ধতির সাথে আরো কয়েকটি রাশি একক যোগ করে এই পদ্ধতি তৈরি করা হয়। 
  • 1m = 3.28 ft, , 1N = 7.233 lb.ft/s²
  • F.P.S পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 32.2 ft/s²

রাশি ও একক

রাশি F. P. S. C. G. S. M. K. S.
  (ব্রিটিশ পদ্ধতি) (মেট্রিক পদ্ধতি) (এস. আই. পদ্ধতি)
দৈর্ঘ্য ফুট সেন্টিমিটার মিটার
ভর পাউন্ড গ্রাম কিলোগ্রাম
সময় সেকেন্ড সেকেন্ড সেকেন্ড
বল পাউন্ডাল ডাইন নিউটন
ভরবেগ পাউন্ডফুট/সেকেন্ড গ্রামসে. মি./সে কিলোগ্রামমিটার/সেকেন্ড
দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক ফুটপাউন্ডাল ডাইনসে.মি. নিউটনমিটার বা জুল
জড়তার ভ্রামক পাউন্ডফুট গ্রাম সে. মি. কি.গ্রামিটার
বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রাশির একক
রাশি F. P. S. C. G. S. M. K. S.
  (ব্রিটিশ পদ্ধতি) (মেট্রিক পদ্ধতি) (এস. আই. পদ্ধতি)
কাজ ফুটপাউন্ডাল আর্গ (1erg=10-7J) জুল
ক্ষমতা ফুটপাউন্ডাল/সে. আর্গ/সে. ওয়াট
শক্তি ফুটপাউন্ডাল আর্গ জুল
মহাকর্ষীয় ধ্রুবক পাউন্ডালফুট /পাউন্ড ডাইনসে.মি./গ্রাম নিউটনমিটার /কি.গ্রাম
মহাকর্ষীয় প্রাবল্য পাউন্ডাল/পাউন্ড ডাইন/গ্রাম নিউটন/কিলোগ্রাম
মহাকর্ষীয় বিভব ফুটপাউন্ডাল/পাউন্ড আর্গ/গ্রাম জুল/কিলোগ্রাম
অভিকর্ষজ ত্বরণ ফুট/সে. সে.মি./সে. মিটার/সে.
পৃষ্ঠটান পাউন্ডাল/ফুট ডাইন/সে.মি. নিউটন/মিটার

বিভিন্ন একক 

 চাপের একক  প্যাসকেল বা  নিউটন/বর্গমিটার (Pa)
ক্ষমতার একক  ওয়াট (W)
কম্পাঙ্কের একক  হার্জ (Hertz বা Hz)
চৌম্বক ফ্লাক্স এর একক  ওয়েবার (Wb)
তাপের একক  জুল (J)
ওজনের একক  নিউটন (N)
তাপমাত্রার একক  কেলভিন (K)
তড়িৎ প্রবাহের একক  অ্যাম্পিয়ার (A)
রোধের একক  ওহম (Ω)
লেন্সের ক্ষমতা  ডায়াপ্টার (D)
আলোক ফ্লাক্সের একক  লুমেন (lm)
 দীপন তীব্রতার একক  লাক্স
কৌণিক ত্বরণের একক  রেডিয়ান/সে.²
কৌণিক বেগের একক  রেডিয়ান/সে.
দীপন ক্ষমতার একক  ক্যান্ডেলা
তড়িৎ পরিবাহিতার একক  সিমেন্স
আপেক্ষিক রোধের একক  ওহম-মিটার
তেজস্ক্রিয়তার একক  বেকেরেল (Be)
চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক  Weber/m²  বা Tesla
কৌণিক ভরবেগের একক  কি.গ্রা.-মিটার²/সে.

বিভিন্ন এককের সম্পর্ক

 1 Poundal 13825.50 Dyne (ডাইন) (প্রায়)
1 Newton (নিউটন 105 Dyne
1 Newton (নিউটন 7.23301 Poundal (পাউন্ডাল)
1 Mega-dyne  106 Dyne = 10 Newton
1 Ib–wt (পাউন্ডওজন) 32 Poundal
1 gm-wt (গ্রামওজন 0.0098 Newton
1 kg – wt  9.8 Newton
1 Joule  107 erg (আর্গ) = 0.738 ft-Ib
1 e.v 1.6 X 10-19 Joule
  কিলোমিটার (km)  10³ মিটার (m)
সেন্টিমিটার (cm)  10⁻² মিটার (m) 
মিলিমিটার (mm)  10⁻³ মিটার (m)
মেট্রিক টন (t) 10³ কিলোগ্রাম (kg)
গ্রাম (g)  10⁻³ কিলোগ্রাম (kg) 
মিলিগ্রাম (mg)  10⁻⁶  কিলোগ্রাম (kg) 
মাইক্রো অ্যাম্পিয়ার (μA)  10⁻⁶ অ্যাম্পিয়ার (A)
ন্যানো সেকেন্ড  10⁻⁹ সেকেন্ড
পিকো ফ্যারাডে 10⁻¹² ফ্যারাডে
ফেমটো মিটার  10⁻¹⁵ মিটার
  • °সে. তাপমাত্রায়, কিলোগ্রাম পানির আয়তন = ১০০০ ঘন সে.মি.(1000cc) = লিটার
  • মাইল = .৬০৯ কিলোমিটার
  • কিলোমিটার = .৬২১ মাইল
  • ক্যারেট (karat) হলো একটি এককের নাম যে এককের সাহায্যে মূল্যবান পাথর ধাতুসামগ্রী পরিমাপ করা হয়; ক্যারেট = . গ্রাম
  • পানির গভীরতা মাপের একক হল ফ্যাদম (fathom); ফ্যাদম = ফুট
  • নটিক্যাল মাইলে সমুদ্রপথ পরিমাপ করা হয়; নটিক্যাল মাইল = ১৮৫৩.১৮ মিটার
  • হর্স পাওয়ার শক্তি পরিমাপের একক; পেট্রোল বা বাষ্প ইঞ্জিনের শক্তি পরিমাপ করতে হর্স পাওয়ার ব্যবহার করা হয়। হর্স পাওয়ার = ৫৫০ পাউন্ড/সেকেন্ড = ৭৪৬ ওয়াট
  • টন = ১০ কুইন্টাল
  • কুইন্টাল = ১০০ কেজি
  • নটিক্যাল মাইল = .১৫১ মাইল
  • কিলোমিটার= .৬২১ মাইল
  • মাইল =.৬১ কিলোমিটার
  • সেন্টিমিটার =০.৩৯৩৭ ইঞ্চি 
  • মিটার =৩৯.৩৭ ইঞ্চি 
  • এক কিলোমিটার = ১০০০মিটার = ৩৯৩৭০ ইঞ্চি
  • মাইল =১৭৬০ গজ
  • ফ্যাদম = ফুট (সমুদ্রের পানির গভীরতা মাপের একক হলো ফ্যাদম)
  • ফুট =১২ ইঞ্চি
  • ইঞ্চি =.৫৪ সে.মি.
  • বর্গ ইঞ্চি  = .৪৫ বর্গ সে.মি.

পরিমাপক যন্ত্র

 ক্যালরিমিটার  তাপ পরিমাপক যন্ত্র
রেইনগেজ  বৃষ্টি পরিমাপক যন্ত্র
অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র
ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র
সেক্সট্যান্ট সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের উচ্চতা এবং কৌণিক ব্যবধান পরিমাপক যন্ত্র
হাইগ্রোমিটার  বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র
হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র
 টেনসিওমিটার তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র
রিখ্টার স্কেল  ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র
অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র
ফনোগ্রাফ  শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র
পেরিস্কোপ পানির নিচে থেকে সাবমেরিন হতে সমুদ্রের উপরের জাহাজ পর্যবেক্ষণ করার যন্ত্র
 স্টেথোস্কোপ হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণকারী যন্ত্র
হাইড্রোফোন  পানির তলায় শব্দ নিরূপণকারী যন্ত্র
পাওয়ার থ্রেসার  ধান মাড়াইয়ের মেশিন
অডিওফোন  শ্রবণশক্তির উন্নতির যন্ত্র
রাডার রেডিওতরঙ্গের সাহায্যে গতিশীল উড্ডয়মান বস্তুর অবস্থান ও লক্ষ্য নির্ণয় এবং নিয়ন্ত্রণকারী যন্ত্র
রেডিয়েটর  ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র
গাইগারমুলার রেডিওঅ্যাকটিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র
 ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র  
ব্যারোমিটার বায়ুমণ্ডলের (আবহাওয়া) চাপ নির্ণায়ক যন্ত্র
 ওডোমিটার যানবাহনের দূরত্ব নির্ণায়ক যন্ত্র
এনিমোমিটার বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র
ট্যাকোমিটার বিমানের গতি নির্ণায়ক যন্ত্র
কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র
স্পিডোমিটার যানবাহনের গতি নির্ণায়ক যন্ত্র
 জাইরোকম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র
স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
পাইরোমিটার উচ্চ তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র
ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা/ঘনত্ব নির্ণায়ক যন্ত্র
ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র (ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বিংশ শতাব্দীর প্রারম্ভে এ যন্ত্রটি আবিষ্কার করেন)
অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

বিজ্ঞানের বিভিন্ন শাখা

 বিমান চালনা বিদ্যা এরোনটিক্স
ডাকটিকেট বিষয়ক বিদ্যা  ফিলাটেলি
ভূতত্ত্ব বিদ্যা  জিওলজি
শিলাতত্ত্ব বিদ্যা  পেট্রলজি
কীটপতঙ্গ বিদ্যা  এনটোমলজি
পাখিপালন বিদ্যা এভিকালচার
মৎসচাষ বিদ্যা  পিসিকালচার
 মৌমাছি পালন বিদ্যা  এপিকালচার
রেশম চাষ বিদ্যা  সেরিকালচার
নৃতত্ত্ব অ্যানথ্রোপোলজি
বিষ সম্পর্কিত বিদ্যা  টক্সিকোলজি
শৈবাল সংক্রান্ত বিদ্যা  ফাইকোলজি
ছত্রাক সংক্রান্ত বিদ্যা  মাইকোলজি
কৃমি সংক্রান্ত বিদ্যা  হেলমিনথোলজি
 পাখি সংক্রান্ত বিদ্যা  অর্নিথোলজি
ফলগাছ চাষাবাদ বিদ্যা  পমোলজি
উদ্যান পালন বিদ্যা  হর্টিকালচার
বিবর্তন বা অভিব্যক্তি বিদ্যা  ইভোলিউশন 
প্রাণিজগত ও পরিবেশ সম্পর্কিত বিদ্যা  ইকোলজি