দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের প্রাথমিক অন্তর্গঠন (নমুনা : সূর্যমুখী) (Primary structure of dicotyledonous plant stems (sample: sunflower)
[একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের সাথে তুলনা করার জন্য ডায়াগ্রামেটিক চিত্রের মাধ্যমে উপস্থাপিত]
(i) বহিঃত্বক (Epidermis): বহিঃত্বকে কিউটিকল ও পরিবহন টিস্যু বহুকোষী কাণ্ডরোম আছে।
(ii) অধঃত্বক (Subcutaneous): একাধিক সারি কোলেনকাইমা কোষে গঠিত।
(iii) সাধারণ কর্টেক্স (Common cortex): বহুসারি কোষ নিয়ে গঠিত।
(iv) অন্তঃত্বক (Subcutaneous): একসারি কোষ দিয়ে গঠিত।
(v) পরিচক্র (Pericycle): একাধিক সারি কোষ দিয়ে গঠিত।
(vi) পরিবহন টিস্যুগুচ্ছ (Transport tissues): চক্রাকারে সজ্জিত। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও মুক্ত। মেটাজাইলেম পরিধির দিতে অবস্থিত।
(vi) মজ্জা ও মজ্জারশ্মি (Marrow and marrow rays): কেন্দ্রে মজ্জা অবস্থিত, দুই বান্ডলের মাঝখানে মজারশ্মি অবস্থিত।
শনাক্তকরণ (Identification)
(১) এটি কাণ্ড- কারণ ত্বকরোম বহুকোষী, ভাস্কুলার বান্ডল সংযুক্ত।
(২) এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ড-কারণ ভাস্কুলার বান্ডল মুক্ত ও সমপাশ্বীয়।
জাইলেম ও ফ্লোয়েম- এর মধ্যে পার্থক্য (The difference between xylem and phloem)
জাইলেম | ফ্লোয়েম |
১। জাইলেম প্রধানত মৃত টিস্যু। | ১। ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু। |
২। জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। | ২। ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। |
৩। জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা। | ৩। ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার। |
৪। জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে। | ৪। ফ্লোয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে। |
৫। পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ। | ৫। খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ। |
৬। জাইলেমের মাধ্যমে উর্ধ্বমুখী সংবহন হয়। | ৬। ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়। |