10 Minute School
Log in

দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের প্রাথমিক অন্তর্গঠন (নমুনা : সূর্যমুখী) (Primary structure of dicotyledonous plant stems (sample: sunflower)

 

দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের প্রাথমিক অন্তর্গঠন

[একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের সাথে তুলনা করার জন্য ডায়াগ্রামেটিক চিত্রের মাধ্যমে উপস্থাপিত]

(i) বহিঃত্বক (Epidermis): বহিঃত্বকে কিউটিকল ও পরিবহন টিস্যু বহুকোষী কাণ্ডরোম আছে। 

(ii) অধঃত্বক (Subcutaneous): একাধিক সারি কোলেনকাইমা কোষে গঠিত।

(iii) সাধারণ কর্টেক্স (Common cortex): বহুসারি কোষ নিয়ে গঠিত।

(iv) অন্তঃত্বক (Subcutaneous): একসারি কোষ দিয়ে গঠিত। 

(v) পরিচক্র (Pericycle): একাধিক সারি কোষ দিয়ে গঠিত।

(vi) পরিবহন টিস্যুগুচ্ছ (Transport tissues): চক্রাকারে সজ্জিত। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও মুক্ত। মেটাজাইলেম পরিধির দিতে অবস্থিত।

(vi) মজ্জা ও মজ্জারশ্মি (Marrow and marrow rays): কেন্দ্রে মজ্জা অবস্থিত, দুই বান্ডলের মাঝখানে মজারশ্মি অবস্থিত।

শনাক্তকরণ (Identification)

(১) এটি কাণ্ড- কারণ ত্বকরোম বহুকোষী, ভাস্কুলার বান্ডল সংযুক্ত। 

(২) এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ড-কারণ ভাস্কুলার বান্ডল মুক্ত ও সমপাশ্বীয়।

জাইলেম ও ফ্লোয়েম- এর মধ্যে পার্থক্য (The difference between xylem and phloem)

জাইলেম ফ্লোয়েম
১। জাইলেম প্রধানত মৃত টিস্যু। ১। ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু।
২। জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। ২। ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান।
৩। জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা। ৩। ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার।
৪। জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে। ৪। ফ্লোয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে।
৫। পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ। ৫। খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ।
৬। জাইলেমের মাধ্যমে উর্ধ্বমুখী সংবহন হয়। ৬। ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়।