10 Minute School
Log in

Platyhelminthes (প্লাটিহেলমিনথেস)

Phylum-3 : Platyhelminthes (প্লাটিহেলমিনথেস)

[ গ্রিক platys = flat, চ্যাপ্টা + helminth = worm, কৃমি]

পর্ব Platyhelminthes -র বৈশিষ্ট্য 

১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ-অঙ্কীয় ভাবে চাপা।

২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস (cliated epidermis) অথবা cuticle এ আবৃত।

৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমে (সিলোমবিহীন)।

platyhelminthes

৪. একমাত্র পরিপাক নালি ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই।

৫. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parenchyma) নামক যোজক টিস্যু বা মেসেনকাইম (mesenchyme) – এ পূর্ণ থাকে। 

৬. অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক (sucker) বা হুক (hook) অথবা উভয়ই উপস্থিত। 

৭. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত; রেচনতন্ত্র শাখা-প্রশাখা যুক্ত রেচননালি ও শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত।

platyhelminthes-flame-cell

৮. অধিকাংশ পরজীবী। অনেক সদস্য সরাসরি দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে। কিছুসংখ্যক মুক্তজীবী। 

৯. এ পর্বের প্রাণীরা উভলিঙ্গ ; নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের। 

১০. চ্যাপ্টা কৃমির জীবনচক্রে অনেক ধরনের লার্ভা (larva) দশা থাকে।

Platyhelminthes পর্বকে ৪টি শ্রেণীতে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে :  

Class-1 : Turbellaria (যেমন- প্ল্যানেরিয়া)

Class-2 : Trematoda (যেমন- যকৃত কৃমি)

Class-3 : Monogenea(যেমন- স্যলমন কৃমি)

Class-4 : Cestoda (যেমন-ফিতাকৃমি)