১৭ তম বিসিএস প্রশ্নব্যাংক ও ব্যাখ্যাসহ সমাধান (17th BCS Preli Question Bank)
17th BCS Preli BCS MCQ | |||
1. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’-এর আবিষ্কারক- | |||
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ | ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় | হরপ্রসাদ শাস্ত্রী | ডক্টর সুকুমার সেন |
Explanation : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক। | |||
2. হিন্দী ‘পদুমাবৎ’-এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা- | |||
দৌলত উজীর বাহরাম খান | সৈয়দ সুলতান | আব্দুল করিম সাহিত্য বিশারদ | আলাওল |
Explanation : পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয় | |||
3. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়- | |||
১৮৪১ সালে | ১৮৪২ সালে | ১৮৫০ সালে | ১৮৪৩ সালে |
Explanation : তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর | |||
4. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য- | |||
অব্যয় ও শব্দাংশে | নতুন শব্দ গঠনে | উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে | ভিন্ন অর্থ প্রকাশে |
Explanation : যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ। অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন কাঁদ • অন কদিন এখানে অন প্রত্যয়। | |||
5. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- | |||
স্বরবৃত্ত | পয়ার | মাত্রাবৃত্ত | অক্ষরবৃত্ত |
Explanation : যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয় শ্বাসঘাত পরে পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। | |||
6. আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া- | |||
মুকুন্দরাম চক্রবর্তী | ভারতচন্দ্র রায় | মদনমোহন তর্কালংকার | কামিনী রায় |
Explanation : “রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২- ১৭৬০ অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাবোর সর্বশেষ শক্তিমান কবি।” | |||
7. পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে- | |||
টেবিল | চেয়ার | বালতি | শরবত |
Explanation : “পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-বালতি।[ পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে।বালতিতে রেখে বোমা বানালেন। শব্দঃ গির্জা, চাবি ওদাম আলমারি, আনারস, পেঁপে পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা জানালা, পেরেক ইস্ত্রি ইস্পাত পিস্তল, বালতি, টুপি সাবান, বোতাম, পাউরুটি, মিস্ত্রি পেরেক ইংরেজ নিলাম ও বেহালা ইত্যাদি।]” | |||
8. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস- | |||
দ্বন্দ্ব | বহুব্রীহি | কর্মধারয় | তৎপুরুষ |
Explanation : “যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না, সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস বলে। প্রধানত বহুব্রীহি সমাস সাত প্রকার ১/ সমানাধিকরণ বহুব্রীহি দশানন–দশ আনন যার ২/ ব্যাধিকরণ বহুব্রীহি পাপমতি পাপে মতি ধার ৩) মধ্যপদোলোপি বহুব্রীহি বিড়ালাক্ষী বিড়ালের অক্ষির মতো অক্ষি যার ৪/ আলোপ বহুব্রীহি মুখেভাত মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। ৫/ ব্যাতিহার বহুরীহি লাঠালাঠি-নাঠিতে লাঠিতে লড়াই। ৬/ না বছরাহি নির্বাক নেই বাক যার।” | |||
9. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- | |||
সংস্কৃত | পালি | প্রাকৃত | অভ্রংশ |
Explanation : সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী। | |||
10. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- | |||
দুই ভাগে | তিন ভাগে | চার ভাগে | পাঁচ ভাগে |
Explanation : “বাংলা ভাষার যে শব্দসম্ভারের সমাবেশ ঘটেছে সেগুলোকে পণ্ডিতরা নিম্নলিখিত পাঁচ ভাগে ভাগ করেছেন। নিচে তা তুলে ধরা হলো। তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ–চন্দ্র, সূর্য নক্ষত্র, ভবন ধর্ম পাত্র মনুষ্য ইত্যাদি। তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ হাত, চাঁদ, আজ চামার। অর্ধতৎসম শব্দ: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধতৎসম শব্দ। তৎসম মানে। সংস্কৃত। আর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ—জোছনা ছেরাদ্দ গিন্নী, বোষ্টম কুচ্ছিত ইত্যাদি। দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। উদাহরণ-কুলা, গঞ্জ, চোঙ্গা, চৌপর, ডাব ডাগর ঢেঁকি ইত্যাদি। বিদেশি শব্দ : রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ।” | |||
11. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা— | |||
এস ওয়াজেদ আলী | এয়াকুব আলী চৌধুরী | মোঃ লুৎফর রহমান | মোঃ ওয়াজেদ আলী |
Explanation : “মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯-১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান হিসেবে সমধিক পরিচিত। নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন।” | |||
12. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম- | |||
তালিম হোসেন | ফররুখ আহমদ | গোলাম মোস্তফা | আবুল হোসেন |
Explanation : ফররুখ আহমদ (জন্ম: জুন ১০, ১৯১৮ মৃত্যু: অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে। | |||
13. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ- | |||
ষড় + ঋতু | ষট + ঋতু | ষট + ঋতু | ষট্ + ঋতু |
Explanation : “বর্গের প্রথম বর্ণ (ক, চট, তৎপ)। স্বরবর্ণ = বর্গের তৃতীয় বর্ণ (গ. জ. ড/৬,দব) যেমন ষড়ঋতু = ষট্ ঋতা” | |||
14. ‘বীরবল’ নিমোক্ত একজন লেখকের ছদ্মনাম | |||
প্রমথ চৌধুরী | ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায় | সুধীন্দ্রনাথ দত্ত | নবীনচন্দ্র সেন |
Explanation : ‘বীরবল’ নিমোক্ত প্রমথ চৌধুরী ছদ্মনাম | |||
15. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে | |||
আরবি ভাষা থেকে | ফরাসি ভাষা থেকে | হিন্দি ভাষা থেকে | উর্দু ভাষা থেকে |
Explanation : “‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে । আরবি মনে রাখার কৌশল: আম লা খায়েস গর একদম বাজে।” | |||
16. কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পংক্তিটি নিচের একজনের লেখা- | |||
লালন শাহ | সিরাজ সাঁই | মদন বাউল | পাগলা কানাই |
Explanation : কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পংক্তিটি লালন শাহের লেখা। লালন (জন্ম: ১৭৭২ খ্রি মৃত্যু: ১৭ অক্টোবর ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। | |||
17. অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো- | |||
সমক্ষ | পরোক্ষ | প্রত্যক্ষ | নিরপেক্ষ |
Explanation : অক্ষির সমীপে >> সমক্ষ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ অক্ষির অগোচরে >> পরোক্ষ, চক্ষুর সম্মুখে সংঘটিত -> চাক্ষুষ। | |||
18. হজরত মুহাম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর | |||
মিশ্র | জটিল | যৌগিক | সরল |
Explanation : সরল বাক্য যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাকা বলে। যেমন- পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য পুকুরে সমাপিকা ক্রিয়া ফোটে) মা শিশুকে ভালোবাসে। | |||
19. ‘মধুর চেয়েও আছে মধুর /সে আমার এই দেশের মাটি/ আমার দেশের পথের ধুলা/ খাঁটি সনার চেয়ে খাঁটি’ -কবিতার এ অংশ বিশেষের রচয়িতা- | |||
রবীন্দ্রনাথ ঠাকুর | মোহাম্মদ মনিরুজ্জামান | সত্যেন্দ্রনাথ দত্ত | নির্মলেন্দু গুণ |
Explanation : সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ – মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। | |||
20. The sentence with correct punctuations- | |||
Maria, my student, is on leave today | Maria my student, is on leave today | Maria my student is on leave today | Maria my student is, on leave today |
Explanation : “কোনো কিছুর ব্যাপারে বাড়তি তথ্য প্রদান করার জন্য দুটি কমা এর মাঝে তথ্যটি দেয়া হয়। সুতরাং প্রথম অপশনটি সঠিক” | |||
21. The antonym for ‘inimical’— | |||
Hostile | Friendly | Indifferent | Agnry |
Explanation : Inimical অর্থ ক্ষতিকারক সুতরাং এর antonym Friendly | |||
22. The synonym for ‘efface’- | |||
Improve | Exhaust | Rub out | Cut out |
Explanation : Efface বলতে মুছে ফেলা বোঝায়। সুতরাং Rub out সঠিক synonym | |||
23. The best passive form of the sentence : ‘We don’t like idle people’- | |||
We are not liked by idle people | Idle people are not like us | Idle people are not liked by us | Idle people are not of your liking |
Explanation : Idle people are not liked by us, voice change এর নিয়ম অনুযায়ী সঠিক | |||
24. The correct sentence of the following – | |||
The Nile is longest river in Africa | The Nile is longest river in the Africa | Nile is longest river in Africa | The Nile is the longest river in Africa |
Explanation : “Superlative degree তে adjective এর আগে the বসে” | |||
25. Browning was the composer of any of the following poems- | |||
Two Voices | The Scholar Gipsy | Andreadel Sarto | Oneone |
Explanation : Andrea Del Sarto, Robert Browning এর ১৮৫৫ সালে প্রকাশিত একটি কবিতা | |||
26. The right word to fit in the gap of the following sentence- ‘Give her a telephone number to ring– she gets lost’- | |||
Whether | In case | Unless | Perhaps |
Explanation : in case বলতে বোঝায় ‘যদি এমন হয়’ | |||
27. The synonym of ‘Franchise’– | |||
Privilege | Utility | French | Frankness |
Explanation : Franchise বলতে বিশেষ সুবিধা বোঝায়। Privilege এর সমার্থক শব্দ | |||
28. The opposite word of ‘sluggish’– | |||
Animated | Dull | Heavy | Slow |
Explanation : Sluggish বলতে স্থির বা ধীর বোঝায়। Animated অর্থ প্রানবন্ত | |||
29. The correct spelling is– | |||
Humourous | Humourious | Humorous | Humorious |
Explanation : সঠিক বানান Humorous | |||
30. Equivocation’ means– | |||
A true statement | Equal opportunity to get a job | Free expression of opinions | Two contrary things in the same statement |
Explanation : “Equivocation অর্থ বিদ্বেষ। একই বাক্যে দুটি বিপরীত কথা থাকাকে equivocation বলে” | |||
31. When a person says “he’s all in” it means- | |||
He is very tired | He has arrived | He has finished packing | He has got everything |
Explanation : All in ব্যাবহার করা হয় ক্লান্ত বোঝাতে | |||
32. ‘Bill of fare’ is- | |||
A chart of bus fare | A price list | A valuable document | A list of dishes at a restaurant |
Explanation : “Bill of fare বলতে রেস্টুরেন্টে মেনু বা খাবারের তালিকা বোঝায়।” | |||
33. A ‘bull market’ means, that share prices are | |||
Falling | Rising | Moving | Static |
Explanation : “Bull Market বলতে শেয়ারবাজার এ শেয়ার এর দাম বাড়াকে বোঝায়।” | |||
34. ‘Blue chips’ are- | |||
Securities issued by the government | Industrial shares considered to be a safe investment | Industrial shares considered to be a risky investment | Flat plastic counters used as money tokens |
Explanation : Blue chip বলতে এমন শেয়ারকে বোঝায় যেগুলো লাভ নিশ্চিত করে। | |||
35. ‘Razzmatazz’ means- | |||
A musical instrument | A well planned programme | A noisy activity | A musical drama |
Explanation : Razzmatazz চাঞ্চল্যকর ও খুব শোরগোল করা কোনো কাজ কে বোঝায় | |||
36. ‘Blockbuster’ means- | |||
A large solid piece of stone | A device to cut off a person’s head as a punishment | Something that makes movement difficult | A powerful explosive to demolish buildings |
Explanation : “Blockbuster বলতে কোনো দালান ভাঙার জন্য বিস্ফোরককে বোঝায়।” | |||
37. Any one of the following pairs are literary collaborators- | |||
Eliot and Pound | Yeats and Eliot | Pope and Dryden | Shelley and Keats |
Explanation : “P.B Shelley এবং John keats দুজনেই Romantic কবি ছিলেন এবং একসাথে কাজ করেছেন” | |||
38. The correct sentence of the followings – | |||
A new cabinet has been sworn in in Dhaka | A new cabinet has been sworn in Dhaka | A new cabinet has been sworn by in Dhaka | A new cabinet has sworn in Dhaka |
Explanation : Swear in বলতে কোনো দাপ্তরিক কাজের শপথ নেওয়া বোঝায়। | |||
39. ‘To read between the lines’ means- | |||
To read carefully | To read only some lines | To read quickly to save time | To read carefully to find out any hidden meaning |
Explanation : “Reading between the lines বলতে লুকোনো অর্থ খুজে বের করার চেষ্টা করা বোঝায়।” | |||
40. The last word of the proverb, ‘Handsome is that handsome’ – | |||
Works | thinks | says | does |
Explanation : Handsome is what handsome does প্রবাদটি বোঝায় কর্মেই মানুষের আসল রুপ | |||
41. (\frac{125}{27})^{-2/3} –এর সহজ প্রকাশ- | |||
1/25 | 5/20 | 9/25 | 3/20 |
Explanation : (\frac{125}{27})^{-2/3} = (\frac{5^3}{3^3})^{-2/3} = (\frac{5}{3}) ^ {-2*3/3} = (\frac{5}{3})^{-2} = (\frac{3^2}{5^2}) = \frac{9}{25} | |||
42. দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ 5N এবং 4N, তাদের লম্ব পরিমাণ কত? | |||
3N | √11n | √41n | 1N |
Explanation : “দুটি শক্তি P ও Q হলে, এদের লব্ধি = \sqrt{ P^2 + Q^2 + 2PQ cosA } [এখানে A = মধ্যবর্তী কোণ] | |||
43. নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? | |||
৭১ | ৪১ | ৩১ | ৩৯ |
Explanation : “নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩, ৫, ৬ এর ল.সা.গু থেকে ১ বেশি ৩, ৫, ৬ এর ল.সা. গু = ৩০ সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ +১ = ৩১” | |||
44. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চাইতে কতগুণ বড় হবে? | |||
৩ গুণ | ৪ গুণ | ৫ গুণ | ৮ গুণ। |
Explanation : “ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট বড় টুকরার দৈর্ঘ্য ৩ক ফুট সংযুক্ত টুকরার দৈর্ঘ্য = (৩ক+ক) ফুট= ৪ক ফুট= ৪ * ছোট টুকরার দৈর্ঘ্য অতএব, ৪ গুন বড় হবে” | |||
45. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে— | |||
বৃহস্পতিবার | শুক্রবার | রবিবার | শনিবার |
Explanation : যে সালের দিন এর কথা বলা হয়েছে সে সালে যদি লীপ ইয়ার হয় তাহলে প্রশ্নে উল্লিখিত দিনের পরের দিন হবে আর যদি লীপ ইয়ার না হয় তাহলে প্রশ্নে উল্লিখিত দিনটিই হবে। | |||
46. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? | |||
১০ গজ | ১২ গজ | ১৪ গজ | ৭ গজ |
Explanation : “ত্রিভুজের ক্ষেত্রফল = \frac{ভুমি * উচ্চতা}{২} বা, ৮৪ = \frac{ভূমি * ১২}{২} বা, ৮৪ * ২ = ভূমি * ১২ বা, ১৬৮ = ভুমি * ১২ বা, ভূমি = \frac{১৬৮}{১২} সুতরাং ভূমি = ১৪” | |||
47. x-[x–{ x-(x+1)}] –এর মান কত? | |||
x+1 | 1 | -1 | x-1 |
Explanation : “প্রদত্ত রাশি= x-[x- {x- (x+1)}] = x – [ x -{x – x – 1}] = x – [x + 1] = x – x – 1 = -1” | |||
48. AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? | |||
∠AOD = ∠ BOC | ∠ AOD = ∠ BOD | ∠ BOC = ∠ AOC | ∠AOD > ∠ BOC |
Explanation : “দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে অতএব, ∠AOD = ∠BOC এবং ∠AOC = ∠BOD অতএব সঠিক উত্তর ∠AOD = ∠BOC” | |||
49. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? | |||
৮ | ১০ | ১১ | ১২ |
Explanation : “প্রতি ৩০ মিনিট পর পর একটি করে ট্রেন দেখতে পারবে। যেহেতু প্রতিটা ট্রেনই সমান গতিতে চলাচল করছে। অর্থাৎ ৫ ঘন্টায় ১০টি ট্রেন দেখতে পাবে। “ | |||
50. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ___ , ৩, ১, …. | |||
৬ | ৯ | ১২ | ১৫ |
Explanation : “এখানে, \frac{৮১}{৩} = ২৭, \frac{২৭}{৩} = ৯, \frac{৯}{৩} = ৩, \frac{৩}{৩} = ১ অতএব, লুপ্ত সংখ্যটি ৯” | |||
51. দুটি সংখ্যার গ.সা.গু., বিয়ােগফল এবং ল.সা.গু. যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত? | |||
১০৮, ১৪৪ | ১১২, ১৪৮ | ১৪৪, ২০৮ | ১৪৪, ২০৪ |
Explanation : “ধরি, সংখ্যা দুটি ১২x ও ১২y অতএব, ১২x – ১২y =৬০ বা, x-y = ৫ এবং, ১২xy = ২৪৪৮ বা, xy = ২০৪ অতএব, (x+y)^২ = (x-y)^২ + ৪xy =(৫)^২+৪ * ২০৪ =২৫+৮১৬ =৮৪১ অতএব, (x+y)=২৯ অতএব, x=১৭ এবং y=১২ অতএব, সংখ্যা দুটি ১৪৪ ও ২০৪” | |||
52. f(x)= x^2+1/x+1 এর অনুরূপ কোনটি? | |||
f(1)= 1 | f(0)= 1 | f(-1)= 3 | f(1)= 3 |
Explanation : f(1)=(1)2+1.1+1=1+1+1=3 | |||
53. x + y = 0 এবং 2x –y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? | |||
( 1/3 ), ( 1/3 ) | (1, 1) | ( -3, 3) | (-1, 1) |
Explanation : “দেয়া আছে, x + y = 0 বা, y = -x ………(i) এবং 2x –y + 3 = 0 বা, y = 2x + 3 …… (ii)(i) ও (ii) হতে পাই,2x + 3 = -x বা, x = -1x এর মান (i) এ বসাই, y = -1আবার x এর মান (ii) এ বসাই, y = -2+3 = 1অতএব, ছেদবিন্দু, (-1, +1) (-1, -1) “ | |||
54. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনার পরিমাণ ও তামার পরিমাণ = ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? | |||
৬ গ্রাম | ৫ গ্রাম | ৪ গ্রাম | ৮ গ্রাম |
Explanation : “সোনাঃতামা = ৩ঃ১ মোট মিশ্রণ =(৩+১)=৪ গ্রাম মিশ্রনে সোনার পরিমান =\frac{১৬*৩}{৪}=১২ গ্রাম মিশ্রনে তামার পরিমাণ = \frac{১৬*১}{৪}=৪গ্রাম নতুন অনুপাত, সোনাঃতামা=৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ গ্রাম তামায় সোনা (৪*৪)= ১৬ গ্রাম অতএব, অতিরিক্ত সোনা মেশাতে হবে=(১৬-১২)=৪ গ্রাম” | |||
55. যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p > 0, তবে p-এর মান কত? | |||
√48 | 0 | √6 | √24 |
Explanation : “মূলদুটি সমান হলে b^2 - 4ac = 0 হবে অর্থাৎ p^2- 4*1*6 = 0 হবে বা, p = \sqrt {24} “ | |||
56. ‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে বোঝায়- | |||
কনসেনট্রেটেড, সালফিউরিক এসিড | কনসেনট্রেটেড নাইট্রিক এসিড | কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ | কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ |
Explanation : ‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে বোঝায়- কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ | |||
57. বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- | |||
১ মিটার | ১০ মিটার | ১৫ মিটার | ৩০ মিটার |
Explanation : বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- ১০ মিটার | |||
58. টুথপেস্টের প্রধান উপাদান- | |||
জেলী ও মশলা | ভোজ্য তেল ও সোডা | সাবান ও পাউডার | ফ্লোরাইড ও ক্লোরোফিল |
Explanation : টুথপেস্টের প্রধান উপাদান- সাবান ও পাউডার | |||
59. পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়- | |||
সান্দ্রতা | স্থিতিস্থাপকতা | প্লবতা | পৃষ্ঠটান |
Explanation : পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়- পৃষ্ঠটান | |||
60. মুক্তা হলো ঝিনুকের- | |||
খোলসের টুকরা | চোখের মণি | প্রদাহের ফল | জমাট হরমোন |
Explanation : মুক্তা হলো ঝিনুকের- প্রদাহের ফল | |||
61. Natural protein এর কোড নাম– | |||
Protein-P53 | Protein-P51 | Protein-P49 | Protein-P55 |
Explanation : Natural protein এর কোড নাম Protein-P49 | |||
62. ‘ল্যাপটপ’ হলো এক ধরনের- | |||
পর্বতারোহণ সামগ্রী | ছোট কুকুর | বাদ্যযন্ত্র | ছোট কম্পিউটার |
Explanation : ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-ছোট কম্পিউটার | |||
63. বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূতাত্ত্বিক যুগের। ভূমিরূপ হচ্ছে- | |||
প্লাইস্টোসিন যুগের | টারশিয়ারি যুগের | মায়োসিন যুগের | ডেবোনিয়ান যুগের |
Explanation : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারী যুগের হিমালয় পর্ব উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছি। এ পাহাড়গুলো বেলে পাথর ও কর্দম দ্বারা গঠিত। | |||
64. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- | |||
তেঁতুলিয়া | পঞ্চগড় | বাংলাবান্ধা | নকশালবাড়ি |
Explanation : “হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেতুলিয়া। পঞ্চগড় জেলার এই উপজেলায় ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর।” | |||
65. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে- | |||
একটি খেলার মাঠ | একটি প্লাবন ভূমির নাম | বঙ্গোপসাগরের একটি খাদের নাম | ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম |
Explanation : বাংলাদেশের দক্ষিণে যেখানে সুন্দরবন শেষ,সেখান থেকেই শুরু সমুদ্র যাত্রা। এ যাত্রায় আরো ১৮৫ কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মিলে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য- যার নাম সোয়াচ অব নো গ্রাউন্ড। এর অর্থ যার কোনো তল নেই। | |||
66. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম- | |||
রাজা ত্রিদিব রায় | রাজা ত্রিভুবন চাকমা | জুম্মা খান | জান বখস খাঁ |
Explanation : “ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম—– জান বক্স খাঁ ইংরেজরা ক্ষমতায় আসার পর চাকমাদের উপর করের পরিমাণ বাড়িয়ে দেয় এই অবস্থায় ১৭৭৬ সালে চাকমা রাজা শের দৌলত এবং তার সেনাপতি রামুর নেতৃত্বে প্রথমবার বিদ্রোহ হয় এবং ১৭৮২ এবং ১৭৮৪ সালে সেনাপতি রামুর পুত্র জান বক্স খাঁ আর ও দুইবার বিদ্রোহ করেন।” | |||
67. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? | |||
দ্বিতীয় | তৃতীয় | পঞ্চম | ষষ্ঠ |
Explanation : “নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ বিশেষ অধিবেশন গৃহীত হয়। প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে। প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তার মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। ষষ্ঠ বিশেষ অধিবেশন প্রস্তাব পাস করেন নয়া আন্তর্জাতিক অর্থনীতির ব্যাবস্থা।” | |||
68. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম – | |||
তাজিকিস্তান | কাজাকিস্তান | উজবেকিস্তান | কিরগিজস্তান |
Explanation : কাজাখস্তানের সর্বাধিক প্রচলিত ধর্ম ইসলাম। ২০০৯ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী দেশটির প্রায় ৭০২ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। | |||
69. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? | |||
হারারে, ১৯৮৯ সালে | বেলগ্রেড, ১৯৬১ সালে | কায়রো, ১৯৭০ সালে | হাভানা, ১৯৭৩ সালে |
Explanation : জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non-Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয়। | |||
70. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম- | |||
ইতালির মিলান শহর, মালদিনীয়নি | জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা | স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল | ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাঁসে |
Explanation : “১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম — স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল। ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, শহরটির নাম স্পেনের মাদ্রিদ আর রেস্তোরাঁ এর নাম কাসা বোতিল।” | |||
71. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের- | |||
৩১ জানুয়ারি | ৩০ মার্চ | ৩০ এপ্রিল | ৩১ মে |
Explanation : “বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ৩১ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াওদিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অধূমপায়ী ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।” | |||
72. মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র- | |||
যুক্তরাজ্য | ফ্রান্স | জাপান | জার্মানি |
Explanation : স্ট্যাচু অফ লিবার্টি (ফরাসি: La liberté éclairant le monde), একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। | |||
73. নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়- | |||
নামিবিয়া | সুইজারল্যান্ড | কিউবা | পানামা |
Explanation : যদিও বিশ্বের 196 টি দেশের অধিকাংশই বিশ্বব্যাপী উষ্ণায়ন, বাণিজ্য নীতি এবং মানবাধিকার এবং মানবিক বিষয়সমূহের মতো বিশ্বব্যাপী বিষয়গুলি মোকাবেলা করার জন্য যুক্ত হয়েছে, জাতিসংঘের সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনটি দেশ জাতিসংঘের সদস্য নয়: কসোভো, প্যালেস্টাইন ও ভ্যাটিকান সিটি। | |||
74. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক— | |||
বেজেন পাওয়েল | ব্যরন পিয়ারে দ্যা কুবার্তা | প্যারেজ দ্যা কুয়েলার | জুয়ান এন্টনিও সামারাঞ্চ |
Explanation : ১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরত্যাঁ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করেন। | |||
75. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? | |||
ব্রিটেন | ফ্রান্স | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
Explanation : “স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে। ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।” | |||
76. আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর প্রথম তেল অবরোধ করে- | |||
১৯৭০ সালে | ১৯৭৩ সালে | ১৯৭৪ সালে | ১৯৭৮ সালে |
Explanation : ১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে। | |||
77. পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম- | |||
La Martini | La Zola | San Antonio | San Hose |
Explanation : রাশিয়ান ইহুদি বংশোদ্ভূত জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৯১৪ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাইরাসবিদ। ১৯৫৫ সালের ১২ এপ্রিল তিনি পোলিও’র টিকা আবিষ্কার করেন। তিনি যুক্তরাষ্ট্রের লা জোলা (La Jolla) শহরে ১৯৯৫ সালের ২৩ জুন ৮০ বছর বয়সে মারা যান। | |||
78. বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রণ বদল করা হয়- | |||
৫ মে, ১৯৯৪ | ৬ এপ্রিল, ১৯৯৪ | ৫ মে, ১৯৯৫ | ৭ মে ১৯৯৫ |
Explanation : বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় ৫ মে ১৯৯৫। | |||
79. বেনেলাক্স (Benelux) বলতে যে দেশগুলোকে বোঝায়- | |||
সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড | চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি | বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ | ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স |
Explanation : ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বেনেলাক্স (BENELUX) একটি অর্থনৈতিক জোট। এর সদস্য তিনটি। এগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। সদস্য দেশগুলোর নামের অংশ বিশেষের সমন্বয়ে বেনেলাক্স নামকরণ করা হয়। | |||
80. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- | |||
গোয়ালন্দ | বাহাদুরাবাদ | ভৈরববাজার | নারায়ণগঞ্জ |
Explanation : “বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে গোয়ালন্দ। বাংলাদেশে যমুনা নদীর (ব্রহ্মপুত্রের বৃহত্তম শাখানদী) সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখানদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। | |||
81. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়- | |||
সদরঘাটে | চাঁদনীঘাটে | পোস্তগোলায় | শ্যামবাজারে |
Explanation : ঢাকায় প্রথম ১৮৭৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীন শাসিত শাসক খাজা আব্দুল গণির মাধ্যমে খাবার পানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। এজন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাদনিঘাটের একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল। | |||
82. ঢাকায় বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত- | |||
চকবাজার | সদরঘাট | লালবাগ | ইসলামপুর |
Explanation : বড় কাটরা ঢাকায় চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪৪ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দে দিওয়ান (প্রধান রাজস্ব কর্মকর্তা) মীর আবুল কাসিম দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। তিনি মীর-ই-ইমারত নামে পরিচিত ছিলেন। | |||
83. ‘করনার স্টোন অব্ পিস’-এ স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে- | |||
ম্যাকাও | হাইতি | ওকিনাওয়া | ভিয়েতনাম |
Explanation : “করনার স্টোন অব পিস’ –এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে —– ওকিনাওয়া। ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ। এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে। প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান। কেবল ১৯৪৫ এর ওকিনাওয়ার যুদ্ধেই এক চতুর্থাংশের মৃত্যু হয়। মৃতদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে শান্তির প্রস্তরফলক। এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ওকিনাওয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখেছে।” | |||
84. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম- | |||
রাজ কাঁকড়া | গণ্ডার | পিপীলিকাভুক ম্যানিস | স্নো লোরিস |
Explanation : উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল | |||
85. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল– | |||
৪ এপ্রিল, ১৯৪৯ | ৩ জানুয়ারি, ১৯৫৪ | ২৬ মে, ১৯৫৫ | ১ ফেব্রুয়ারি, ১৯৫৬ |
Explanation : উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treaty Organisation বা NATO; ফরাসি: Organisation du traité de l’Atlantique Nord বা OTAN) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। … ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। | |||
86. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ– | |||
ইরান | মালয়েশিয়া | থাইল্যান্ড | ফিলিপাইন |
Explanation : “ইরান নামে পরিচিত, হল পশ্চিম এশিয়ার একটি দেশ। ওপেক ভুক্ত অ- আরব এশিয়ও দেশ ইরান। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত।” | |||
87. Persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য— | |||
রাজনীতিবিদ | ক্রীড়াবিদ | থাইল্যান্ড | কূটনীতিবিদ |
Explanation : “Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কূটনীবিদ। পার্সোনা নন গ্রাটা (Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্ছিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি। কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্ছিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে প্রত্যাহারযোগ্য বলে বিবেচিত হবে।” | |||
88. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution’ গৃহীত হয়েছিল— | |||
সুয়েজ যুদ্ধ | কোরীয় যুদ্ধ | পাক-ভারত যুদ্ধ ১৯৬৫ | ফকল্যান্ড যুদ্ধ |
Explanation : “যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution’ গৃহীত হয়েছিল কোরীয়া যুদ্ধ। কোরীয় যুদ্ধ (২৫ জুন ১৯৫০ ২৭ জুলাই ১৯৫৩) জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজান্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া মধ্যকার ১৯৫০-এর দশকের প্রথম দিকে শুরু হওয়া তিন বছরের অধিক সময় ব্যাপী সংঘটিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হওয়া প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ নিয়ে বিজয়ী মিত্রশক্তির মধ্যকার একটি চুক্তিকে কেন্দ্র করে কোরীয়দের মধ্যে রাজনৈতিক বিভাজন এই যুদ্ধের প্রাথমিক কারণ ধরা হয়। ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত জাপানী সাম্রাজ্য কোরীয় উপদ্বীপ শাসন করে।” | |||
89. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা- | |||
৪৮ | ৫০ | ৫৩ | ৫৫ |
Explanation : কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। | |||
90. দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- | |||
মালেতে | দিল্লিতে | কলম্বোতে | কাঠমন্ডুতে |
Explanation : “দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদ।” | |||
91. রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজী হয়েছে তার নাম- | |||
Budennovsk | Keldavisk | Dasanova | Gariev |
Explanation : “রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম—Budennovsk চেচেন রুশ সংঘর্ষ হল রাশিয়ার (পূর্বে সোভিয়েত) সরকার এবং বিভিন্ন চেচেন বাহিনীগুলির মধ্যে শতাব্দীব্যাপী চলা দীর্ঘ বিরোধ, যা প্রায়শই সশস্ত্র হত। যদিও আনুষ্ঠানিকভাবে এই অশান্তির শুরু ১৭৮৫ সাল থেকে কিন্তু যুদ্ধের শুরু আরও অনেক আগেই হয়েছিল।” | |||
92. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম- | |||
ভারত | রাশিয়া | ভুটান | নেপাল |
Explanation : “বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশি দেশ ভুটান ও ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিভিন্ন তথ্য ও দাপ্তরিক প্রমাণক হতে জানা যায়, ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১০০-১১ ৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশ সম্পর্কে ক টনৈতিক স্বীকৃতি। “বেলা এগারোটার সময় অল ইন্ডিয়া রেডিও মারফত ঘোষণা করা হয় যে, ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।” | |||
93. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত- | |||
নোয়াখালির ছাগলনাইয়া | চট্টগ্রামের বাঁশখালি | খুলনার মংলা | পটুয়াখালির কুয়াকাটা |
Explanation : “কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত – পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কন্যা”” হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্ৰ সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।” | |||
94. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম- | |||
সাওতাল | মাওরি | মুরং | গারো |
Explanation : মাওরি বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম | |||
95. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম- | |||
পরিবিবি | ইরান দুখ্ত | জাহানারা | মরিয়ম |
Explanation : শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ছিল ইরান দুখত রহমত বানু। | |||
96. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন | |||
হুমায়ুন আজাদ | আহমদ রফিক | ওয়াকিল আহমদ | আবদুল মতিন খান |
Explanation : “ওয়াকিল আহমেদ প্রাপ্ত সম্মাননা • আবদুর রব চৌধুরী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় – (১৯৮০) ইতিহাস পরিষদ পদক, বাংলাদেশ ইতিহাস পরিষদ, ঢাকা – (১৯৮৬) মনিরুদ্দীন পদক, কলকাতা বিশ্ববিদ্যালয় – (১৯৬০) • বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার – (১৯৯৪) মুহম্মদ ইব্রাহিম স্মারক স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (১৯৯৪) আচার্য দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক, কলকাতা (২০০২) • একুশে পদক (২০০৪)” | |||
97. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল- | |||
ইউরোপের হল্যান্ড থেকে | দক্ষিণ আমেরিকার পেরু চিলি থেকে | আফ্রিকার মিশর থেকে | এশিয়ার থাইল্যান্ড থেকে |
Explanation : “বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল – ইউরোপের হল্যান্ড থেকে। আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় (tuber) এক প্রকারের সবজি, যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম। আন্দেস পার্বত্যাঞ্চলের আশেপাশের এলাকা আলুর বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। ৪০০ বছরেরও কিছু বেশি পূর্বে ষোড়শ শতাব্দীর প্রথমদিকে স্পেনীয়রা যখন আন্দেস পর্বত এলাকায় পৌঁছয়, তখনই তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে, তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল।” | |||
98. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা- | |||
মারিস্যা ভ্যালি | খাগড়া ভ্যালি | জাবরী ভ্যালী | ভেঙ্গি ভ্যালী |
Explanation : “কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা — ভেঙ্গী ভ্যালি। উপত্যকা দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল হতে পারে বা অসমতল হতে পারে, ঢালু প্রশস্ত ভূমিক্ষেত্র। এর ভেতর দিয়ে নদী প্রবাহিত হতে পারে বা না-ও পারে। পর্বতের শীর্ষ থেকে যখন বরফ গলা পানি বা বৃষ্টির পানির স্রোত যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসে, তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে, হাজার হাজার বছর ধরে উপত্যকার সৃষ্টি হয়। ভেঙ্গি ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত একটি উপত্যকা।” | |||
99. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়- | |||
সিলেটের মালনীছড়ায় | সিলেটের তামাবিলে | পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে | সিলেটের জাফলং-এ |
Explanation : ১৮৪৩ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রথম চা তৈরি এবং পান করা হয়। বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে। … পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের তৃতীয় চা অঞ্চল এবং সবথেকে চাহিদাপূর্ণ চা এখানে উৎপন্ন হয়। | |||
100. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম— | |||
নভেরা আহমেদ | হামিদুজ্জামান খান | আব্দুল্লাহ খালেদ | সুলতানুল ইসলাম |
Explanation : হামিদুজ্জামান খান ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক কমিটি থেকে তাঁর একটি ভাস্কর্য স্থায়ীভাবে স্থাপনের জন্য আমন্ত্রণ পান। ভাস্কর্যটির নাম স্টেপস্ (সিড়ি)। এটি কপার দিয়ে তৈরি, উচ্চতা ১৩ ফুট। সিউল অলিম্পিক পার্কের ভাস্কর্য উদ্যানে একশ পঞ্চাশটি দেশের ভাস্কর্যের পাশাপাশি এটি বাংলাদেশের অংশগ্রহণ হিসেবে স্থান পায়। |