10 Minute School
Log in

কম্পিউটার নেটওয়ার্ক ও ক্লায়েন্ট

কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network):

একটি কম্পিউটারের হার্ডওয়ার বা সফটওয়্যার সমূহকে অন্য এক বা একাধিক কম্পিউটার ইন্টারনেট এর মাধ্যমে শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়ার সিস্টেমকেই কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) বলে।

কম্পিউটার নেটওয়ার্ক এর ধরন (Types of Computer Network)

কম্পিউটার নেটওয়ার্ক মূলত চার ধরনের হতে পারে-

Personal Area Network (PAN): ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়।

Local Area Network (LAN): একই বিল্ডিং এর মাঝে কয়েকটি কম্পিউটার নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়।

Metropolitan Area Network (MAN): অনেক বড় আঙ্গিকে একই শহরের মধ্যে কয়েকটি LAN এর সমন্বয়ে গঠিত। 

Wide Area Network (WAN): দূরবর্তী LAN সমূহকে নিয়ে যে নেটওয়ার্ক।

  • একটি নেটওয়ার্কে কম্পিউটার বিভিন্নভাবে সংযুক্ত থাকতে পারে। যেমন স্টার নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, মেশ নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, ট্রি নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক।

কম্পিউটারের তারবিহীন প্রযুক্তি (Wireless Computer Media):

  • ওয়াইম্যাক্স: এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদান প্রদান করা।
  • ওয়াইফাই: এটি একটি তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে ডেটা আদান প্রদান করে।
  • Bluetooth: এ প্রযুক্তিতে কম ক্ষমতা সম্পন্ন বেতার তরঙ্গ(Radio Wave) ব্যবহার করা হয়।

কম্পিউটার নেটওয়ার্কের কাজ (Use of Computer Network):

  • ইউজার ম্যানেজমেন্ট
  • রিসোর্স ম্যানেজমেন্ট

ওএসআই মডেল( OSI Model):

  • সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় ডাটার যেন কোনো সমস্যা না হয়, মানে ত্রুটিমুক্তভাবে পৌঁছাতে পারে সেজন্য কিছু রুল নির্ধারণ করা আছে যাকে বলা হয় প্রটোকল। এ প্রটোকলগুলোর সমন্বয়ে যে মডেলটি তৈরি করা হয়েছে এই মডেলটিকেই বলা হয় ওএসআই মডেল।
  • ওএসআই মডেল এর সাতটি লেয়ারের স্তরসমূহ হলো:

এপ্লিকেশন লেয়ার: ইউজার ইন্টারফেস প্রদান করে এবং ইন্টারনেট ডাটা প্রসেস করে।

প্রেজেন্টেশন লেয়ার: নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডাটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে।

সেশন লেয়ার: উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সেই সংযোগ কন্ট্রোল করে এবং প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা সেশন লেয়ারের কাজ।

ট্রান্সপোর্ট লেয়ার: সেশন লেয়ার এর কাছ থেকে পাওয়া ডাটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা হয় ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে।

নেটওয়ার্ক লেয়ার: এর কাজ হল অ্যাড্রেসিং ও প্যাকেট ডেলিভারি।

ডেটা লিংক লেয়ার: ফিজিক্যাল লেয়ার এর মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটাগ্রামকে ত্রুটিমুক্তভাবে প্রেরণ করা।  

ফিজিক্যাল লেয়ার: এ লেয়ার ঠিক করে কোন পদ্ধতিতে এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগনাল বা ডেটা বিট ফরমেট কী হবে ইত্যাদি।  

IEEE 802 স্ট্যান্ডার্ড:

IEEE 802 ফ্যামিলি এই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে থাকে।

Network Interface Card(NIC):

কম্পিউটারকে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে বলে Network Interface Card।

গেটওয়ে( Gateway):

নেটওয়ার্কিং এর একটি হার্ডওয়্যার ডিভাইস যা মূলত তথ্যের আদান-প্রদান নিয়ন্ত্রণ করে থাকে।

মডেম(Modem): 

এটা প্রেরিত অ্যানালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।

হটস্পট (Hotspot): 

এটি হলো নির্দিষ্ট এলাকাজুড়ে এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ইন্টারনেটে প্রবেশ করা যায় ওয়ারলেস লোকাল এরিয়ার মাধ্যমে।

ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট (Cloud Server Management) :

  • ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এবং ডেটা সংরক্ষণ এর জন্য একটি শক্তিশালী কম্পিউটার সার্ভার থাকে এবং অন্য সব কম্পিউটার বা ক্লায়েন্ট সার্ভারের সাথে যুক্ত থাকে।
  • এ নেটওয়ার্কে একটি কম্পিউটারে রিসোর্স থাকে আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে।
  • যে কম্পিউটারে রিসোর্স থাকে সেটা হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে তারা হচ্ছে ক্লায়েন্ট।
  • ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ককে এর সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য (  Features of Client Server Network):

  • দশজন থেকে শুরু করে হাজার ব্যবহারকারীর জন্য এটি করা যেতে পারে এবং ব্যবহারকারীদের দক্ষতা তেমন গুরুত্বপূর্ণ নয়।
  • এ ধরনের নেটওয়ার্কে সার্ভার থাকে এবং নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ যোগ্য।
  • সার্ভার কম্পিউটারের হার্ডওয়ার সাধারণত উন্নতমানের হয় এবং সার্ভার নিজেই ব্যাকআপ নিতে পারে।
  • নেটওয়ার্ক সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত দৃঢ় থাকে এবং নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়।
  • ব্যবহারকারীদের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করার প্রয়োজন নেই।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এর অসুবিধা ( Disadvantages of Client Server Network):

  • এটা তুলনামূলক জটিল প্রক্রিয়া তাই সার্ভারে Networking System Install করা এবং সেটি কম্পিউটারে Configure করা যথেষ্ট সময় ও শ্রম সাপেক্ষ।
  • রক্ষণাবেক্ষণের কাজে সবসময়ের জন্য একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রাখা প্রয়োজন।