পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ (Development of Physics)
ভৌত রাশি এবং পরিমাপ (Physical Quantities and Measurements)
পদার্থবিজ্ঞান (Physics)
বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এ দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তা বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। বর্তমান সভ্যতার নানাভাবে বিজ্ঞানের এই প্রাচীনতম ও মৌলিক শাখা অর্থাৎ পদার্থবিজ্ঞান অবদান রেখেছে এবং রাখবে। পদার্থবিজ্ঞানকে ভিত্তি করে সভ্যতার অগ্রযাত্রার জন্য বিজ্ঞানীদের ল্যাবরেটরীতে করতে হয়েছে নানা ধরনের গবেষণা গবেষণা করতে গিয়ে প্রয়োজন পড়েছে নানা রাশির সূচক পরিমাপ, পরিমাপ করার জন্য কিভাবে একক গুলো গড়ে উঠেছে, সেগুলো কিভাবে পরিমাণ করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে এর অধ্যায় আলোচনা করব।
এই অধ্যায়ের শেষে আমরা শিখব:
- পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ও পরিসর।
- পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য।
- ভৌত রাশি এবং পরিমাপ।
- পরিমাপের যন্ত্রপাতি সম্বন্ধে
- পরিমাপের যথার্থতা, নির্ভুলতা বজায় রাখার কৌশল।
পদার্থবিজ্ঞানের পরিসর (Scope of Physics)
পদার্থবিজ্ঞানের অবদানের কথা শুরু করলে আর শেষ হবে না। সামান্য ক্লোরিন টুথপেস্ট থেকে শুরু করে যুদ্ধের তাণ্ডবলীলা তে ব্যবহৃত যুদ্ধাস্ত্র উদ্ভাবনে পদার্থবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে গড়ে উঠেছে নানা প্রযুক্তি। বিজ্ঞানের অন্যান্য শাখা ও পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে Astrophysics (জ্যোতিপদার্থবিদ্যা), Chemical Physics (রসায়ন পদার্থবিজ্ঞান), Bio Physics (জৈব পদার্থ বিজ্ঞান), Geophysics (ভূপ্রকৃতিবিদ্যা) ইত্যাদি।
পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞান কে দুটি ভাগে ভাগ করা যায়। যথা:
- সনাতন পদার্থ বিজ্ঞান (Classical Physics): বলবিজ্ঞান (Mechanics), শব্দবিজ্ঞান (Lexicology), বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান (Electromagnetism) এবং আলোকবিজ্ঞান এর আলোচিত বিষয় সমূহ।
- আধুনিক পদার্থবিজ্ঞান (Modern Physics): কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল পদার্থবিজ্ঞান ইত্যাদি আলোচ্য বিষয়।
পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ (Development of Physics)
পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ ইতিহাসকে তিনটি পর্বে বিভক্ত করা যায়। যথা:
- আদিপর্ব
- উত্থানপর্ব
- আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
আদি পর্ব (গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান)
Early episodes (contributions of Greek, Indian, Chinese and Muslim civilizations)
প্রাচীনকালে জ্যোতিবিদ্যা, আলোকবিদ্যা, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতির সম্বন্বয়ে পদার্থবিজ্ঞান এর যাত্রা শুরু হয়। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ইতিহাস উন্মোচন করলেন আদিপর্বে যেসব বিজ্ঞানীদের নাম পাওয়া যায় তাদের অবদান নিম্নরূপ:
ছবি | নাম | জন্মস্থান | আবিষ্কার / কার্যবিবরন/অবদান |
থেলিস (Thales খ্রি:পূ: ৬২৪-৫৬৯ ) | গ্রিস |
| |
পিথাগোরাস (Pythagorus খ্রি:পূ: ৫২৭-৮৯৭) | গ্রিস |
| |
ডেমোক্রিটাস (Democritus খ্রি:পূ: ৪৬০-৩৭০) | গ্রিস |
|
অ্যারিস্টোটল (Aristotle খ্রি:পূ: ৩১০-২০০) | গ্রিস |
| |
অ্যারিস্টার্কাস (Aristrachus খ্রি:পূ: ৩১০-২৩০) | গ্রিস |
| |
আর্কিমিডিস (Archimedes খ্রি:পূ: ২৮৭-২১২ ) | গ্রিস |
| |
ইরাতোস্থিনিস (Enatosthenes খ্রি:পূ: ২৭৬-১৯৮) | গ্রিস |
|
এরপর কয়েক শতাব্দি কাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। এ সময় পশ্চিম ইউরোপীয় সভ্যতা গ্রহণ করেছিল বাইজানটাইন (পূর্ব রোমান সাম্রাজ্য ও মুসলিম সভ্যতার) জ্ঞানের ধারা। এসময় আরবের বিজ্ঞানীরা যে অবদান রাখেন তা নিম্নরূপ এ আলোচনা করা হলো:
ছবি | নাম | জন্মস্থান | আবিষ্কার / কার্যবিবরন / অবদান |
জাবির ইবনে হাইয়ান (Jabir ibn Hayyan খ্রিস্টাব্দ: ৭২১-৮১৩) | ইরান |
| |
ইবনে সিনা (Ali al-Husayn ibn Sina খ্রিস্টাব্দ: ৯৮০-১০৩৭) | ইরান |
| |
আবু আব্দুল্লাহ ইবনে আল খোয়ারিজমি (Abu Abdullah Ibn Al-Khwazriz খ্রিস্টাব্দ: ৭৮৩-৮৫০) | ইরান |
| |
ইবনে আল হাইয়াম (Ibn-Al-Haitham খ্রিস্টাব্দ: ৯৬৫-১০৩৯) | ইরান |
| |
ইবনে ইউনুস ( খ্রিস্টাব্দ: ৯৫০-১০০৯) | মিশর |
| |
আল মাসুদী (Al-Masudi খ্রিস্টাব্দ: ৮৯৬-৯৫৬) | ইরাক |
|
তাছাড়া বিজ্ঞানের অগ্রযাত্রায় বিখ্যাত কবি ওমর খৈয়াম (Omar Khaiyam, ১০১৯-১১৩৫), আল-বাত্তানী (Al Battani, ৮৫৮-৯২৯), আল-ফরাজী (Al Fargzi, মৃত্যু-৭৭) প্রভৃতি জ্যোতিবিদ, গণিতবিদ ও র্বিজ্ঞানীদের ভূমিকা ছিল।
তোমরা শুনে অবাক হবে যে গ্রিক ধারার জ্ঞানচর্চা ধারাকে বাঁচিয়ে রাখার জন্য অবদান রেখেছেন অনেক ভারতীয় চীনা বিজ্ঞানীরাও। নিম্নে তাদের অবদান উল্লেখ করা হলো:
ছবি | নাম | জন্মস্থান | আবিষ্কার / কার্যবিবরন / অবদান |
সেন কুয়ো (Shen Kuo, ১০৩১-১০৯৫) | চীন |
| |
আর্য ভট্ট (Arya Bhatt, ৪৭৬-৫৫০) | ভারত |
| |
বরাহ মিহির (Varahainihira,৫০৫-৫৮৭) | ভারত |
| |
ভাস্করাচার্য (Bhaskaracharya, খ্রিস্টাব্দ: ৭৮৩-৮৫০) | ভারত |
|
তাছাড়া ভারতীয় জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত বিজ্ঞানী কণাদের বিশেষ ভূমিকা ছিল।
এখানেই থেমে থাকেনি বিজ্ঞানের শুভযাত্রা। এরপর শুরু হয় প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান। মধ্যযুগের ত্রয়োদশ শতকের সবচেয়ে বড় পন্ডিত ছিলেন অ্যালবার্টাস ম্যাগনাস (Albertas Magnus, 193-1280) যার বৈজ্ঞানিক মানসিকতা ছিল লক্ষ্য করার মতো। বিজ্ঞানের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন রজার বেকন (Roger Bacon, 1220-1292) যিনি ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। পনের শতকের শেষ দিকে চিত্র শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo Da Vinci, 1452-1219) যার বলবিদ্যা সম্পর্কে জ্ঞান ছিল, তিনি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজ মডেল তৈরি করেন।
বিজ্ঞানের উত্থানপর্ব (The rise of science)
ইউরোপের রেনেসাঁ যুগ অর্থাৎ ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে একটি বিস্ময়কর বিপ্লবের শুরু হয়। মনে রাখার সুবিধার্থে ছক আকারে তাদের অবদান বিশ্লেষণ করা হলো:
ছবি | নাম | জন্মস্থান | আবিষ্কার / কার্যবিবরণ / অবদান |
ডা: গিলবার্ট (Gilbert, ১৫৪০-১৬০৩) | ইউরোপ |
| |
স্নেল (Snell, ১৫৯১-১৬২৬) | ইউরোপ |
| |
হাইগেন (Huygen, ১৬২৬-১৬৯৫) | ইউরোপ |
| |
রবার্ট হুক (Robert Hooke, ১৬৩৫-১৭০৩) | ইউরোপ |
| |
রবার্ট বয়েল (Robert Boyle, ১৬২৭-১৬৯১) | ইউরোপ |
| |
ভন গুয়েরিক (Von Gueriche) | ইউরোপ |
| |
রোমার (Romer, ১৬৪৪-১৭১০) | ইউরোপ |
| |
কোপারনিকাস (Nicolaus Copernicus, ১৪৭৩-১৫৪৩) | ইউরোপ |
| |
কেপলার (Johannes Kepler, ১৫৭১-১৬৩০) | ইউরোপ |
| |
গ্যালিলিও (Galileo Galilei, ১৫৬৪-১৬৪২) | ইউরোপ |
| |
নিউটন (Isaac Newton, ১৬৪৩-১৭২৭) | ইউরোপ |
|
কাউন্ট রামফোর্ড (Sir Benjamin Thomson Count Ramford, ১৭৫৩-১৮১৪) | ইউরোপ |
| |
লর্ড কেলভিন (1st Baron kelvin, ১৮২৪-১৯০৭) | ইউরোপ |
| |
কুলম্ব (Charles-Augustin de Coulomb, ১৭৩৬-১৮০৬) | ইউরোপ |
| |
ভোল্টা (Alessandro Volta, ১৭৪৫-১৮২৭) | ইউরোপ |
| |
অরস্টেড (Hans Christian Oersted, ১৭৭৭-১৮৫১ | ইউরোপ |
| |
ফ্যারাডে ও হেনরি (Michael Farady, ১৭৯১-১৮৬৭) (Henry Cavendish, ১৭৩১-১৮১০) | ইউরোপ |
| |
| |||
ম্যাক্সওয়েল (James Clerk Maxwell, ১৮০১-১৮৭৯) | ইউরোপ |
|
তবে ম্যাক্সওয়েলের আবিষ্কার সময়োপযোগী ছিল। কারণ 1801 সালে ইয়ৎ পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন।
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা (Introduction to Modern Physics) :
উনবিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছুই প্রমাণ করা যাচ্ছে না । তারপর 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিস্কার করেন যা ব্যবহার করে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল।
এরপর ভারতের প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন, যারা স্বীকৃতিস্বরূপ এক শ্রেণির মৌলিক কণিকার নাম বোসন রাখা হয়। 1900 থেকে 1930 সালের এই সময়টিতে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন।
1887 সালে মাইকেলসন ও মোরলি দেখান আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান।
1931 সালে ডিরাক প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা দেন।
1895 সালে রন্টজেন X-Ray আবিষ্কার করেন।
1896 সালে বেকেরেল দেখান পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়।
1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
সাম্প্রতিক পদার্থবিজ্ঞান (Recent Physics) :
ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে তৈরিকৃত এক্সেলেরেটর দিয়ে অনেক বেশি শক্তি এক্সেলেরেট করা সম্ভব হয় যা দিয়ে নতুন নতুন কণা আবিষ্কার করা হয়, এই কণাগুলো তাত্ত্বিক Standard Model দিয়ে সুবিন্যস্ত করা সম্ভব। কয়েকটি কণা দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হলেও ভর ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না যার জন্য হিগস বোসন নামে কণিকার ভবিষ্যদ্বাণী করা হয় যা 2013 সালে পরীক্ষাগারে সনাক্ত করা সম্ভব হয়।
1924 সালে হাবল দেখিয়েছিলেন সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যায়। এর মাধ্যমে বোঝা যায় যে, বিশ্বব্রহ্মাণ্ড প্রসারণশীল যা 14 বিলিয়ন বছর আগের “বিগ ব্যাং” নামক বিস্ফোরণ থেকে সৃষ্ট।
পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য (Objectives of Physics) :
বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উদঘাটন করাই হচ্ছে পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য, যাকে তিনটি মূল ভাগে ভাগ করা যায়:
- প্রকৃতির রহস্য উদঘাটন
- প্রকৃতির নিয়মগুলো জানা
- প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ
প্রগতি রহস্য উদঘাটন (Discovering the mystery of progress) :
প্রাচীনকালে চীনে এক টুকরো লোডস্টোন অন্য এক টুকরোকে অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ থেকে চুম্বকত্ব, গ্রিসে আম্বর নামক পদার্থকে পশম দিয়ে ঘষার পর লোডস্টোন দুটিকে আকর্ষণ থেকে বিদ্যুৎ চুম্বকীয় বল (Electromagnetism), দুর্বল নিউক্লিয় বল (Electro weak force), এভাবে একের পর এক রহস্যের উন্মোচন করেছেন পদার্থবিদরা।
প্রকৃতির নিয়ম গুলো জানা (Knowing the laws of nature) :
মাধ্যাকর্ষণ বলের অস্তিত্ব থেকে নিউটন তার মহাকর্ষ সূত্র ব্যাখ্যা দেন যা দিয়ে যেমন একটি পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করা যায়, তেমনি সূর্যকে ঘিরে পৃথিবীর প্রদক্ষিণকেও ব্যাখ্যা করা যায়। পদার্থবিজ্ঞানের বিস্ময়কর সাফল্যের পেছনে তাত্ত্বিক গবেষণার পাশাপাশি রয়েছে পরীক্ষা-নিরীক্ষা যার মাধ্যমে প্রকৃতির নিয়মগুলো জানা যায় এবং এটাই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য।
প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ (Developing technology using the laws of nature) :
- 1938 সালে অটোহান এবং স্ট্রেসম্যান দেখান নিউক্লিয়াসকে ভাঙলে যতটুকু ভর কমে তা শক্তি হিসেবে বের হয়, যেই সূত্র দিয়ে ‘নিউক্লিয়ার বোমা’ এর মতো মরণাস্ত্র ও মানুষের উপকারে ‘নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র‘ (Nuclear Power) তৈরি করা হয়।
- অর্ধপরিবাহীর সাথে বহির্জাত মৌল মিশিয়ে তৈরিকৃত ট্রানজিস্টর ও ডায়োড দিয়ে যা বর্তমান সভ্যতার ইলেকট্রনিক্সে অনেক বড় অবদান রেখেছে।