মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য (Notable Differences Between Vertebrates)
বিষয় | মৎস্য (Fish) | উভচর(Amphibian) | সরীসৃপ (Reptiles) | পাখি (Bird) | স্তন্যপায়ী (Mammals) |
১.ত্বক | ভেজা, গ্রন্থিময় ও সাধারণত ডার্মাল আঁইশযুক্ত। | ভেজা, গ্রন্থিময়ও নগ্ন। | শুষ্ক ও এপিডার্মাল আঁশ দিয়ে আবৃত। | শুষ্ক পালক দিয়ে আবৃত। | শুষ্ক, গ্রন্থিময় ও লোম দিয়ে আবৃত। |
২. চলন অঙ্গ | পাখনা । | দুজোড়া পদ। | দুজোড়া পদ। | একজোড়া ডানা, এক জোড়া পদ। | দুজোড়া পদ। |
৩. শ্বসন অঙ্গ | ফুলকা। | ফুসফুস। | ফুসফুস। | ফুসফুস। | ফুসফুস। |
৪. হৃদপিণ্ড | দ্বিপ্রকোষ্ঠী। | তিন প্রকোষ্ঠী । | অসম্পূর্ণ অবিভক্ত চার প্রকোষ্ঠী। | সম্পূর্ণরূপে ৪ প্রকোষ্ঠী। | সম্পূর্ণরূপে ৪ প্রকোষ্ঠী। |
৫. রক্ত | শীতল। | শীতল। | শীতল। | উষ্ণ। | উষ্ণ। |
৬. করোটিক স্নায়ু | ১০ জোড়া। | ১০ জোড়া। | ১২ জোড়া। | ১২ জোড়া। | ১২ জোড়া। |
৭. অক্ষিপল্লব | থাকে না। | তিনটি। | তিনটি। | তিনটি । | দুটি। |
৮.অবসারণী | অনুপস্থিত। | উপস্থিত। | উপস্থিত। | উপস্থিত। | অনুপস্থিত। |
৯. নিষেক | বহিঃনিষেক। | বহিঃনিষেক। | অন্তঃনিষেক। | অন্তঃনিষেক। | অন্তঃনিষেক। |
১০. প্রসব | অনিষিক্ত ডিম। | অনিষিক্ত ডিম | নিষিক্ত ডিম ও বাচ্চা। | নিষিক্ত ডিম। | বাচ্চা (হংসচঞ্চুতে নিষিক্ত ডিম)। |