10 Minute School
Log in

মানবদেহে রক্ত সংবহন | Blood Circulation of Human Body

মানুষের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরণের (closed type)। মানুষের রক্ত সংবহনতন্ত্রে দ্বি-চক্রীয় সংবহন (double circulation) অর্থাৎ সিস্টেমিক (systemic) ও পালমোনারি (pulmonary) চক্র দেখা যায়। মানবদেহে চার প্রক্রিয়ায় রক্তসংবহন সংঘটিত হয়। 

যথা-

১.সিস্টেমিক, 

২.পালমোনারি, 

৩.পোর্টাল ও 

৪.করোনারি।

১. সিস্টেমিক সংবহন (Sytemic Circulation)

যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে।

হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে ২৫-৩০ সেকেন্ড। 

কাজ :

সিস্টেমিক সংবহনে রক্ত দেহকোষের চারপাশে অবস্থিত কৈশিক জালিকা অতিক্রমকালে কোষে O_{2} খাদ্যসারসহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে এবং একই সাথে কোষে সৃষ্ট \mathrm{CO}_{2} , রেচন পদার্থ ইত্যাদি কোষ থেকে অপসারিত হয়। 

বাম ভেন্ট্রিকল অ্যাওর্টা টিস্যু ও অঙ্গ মহাশিরা (ভেনাক্যাভা) ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল

২. পালমোনারি সংবহন (Pulmonary circulation) 

যে সংবহন রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। 

ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনি ফুসফুস   পালমোনারি শিরা বাম অ্যাট্রিয়াম →  বাম ভেন্ট্রিকল 

কাজ

এ সংবহনের মাধ্যমে \mathrm{CO}_{2}-সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে। সেখানে অ্যালভিওলাসে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটে ফলে  O_{2} -সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। 

মানবদেহে রক্ত সংবহন

৩.পোর্টাল সংবহন (Portal circulation ) 

মেরুদণ্ডী প্রাণিতে সাধারণত হেপাটিক (hepatic) এবং রেনাল (renal)– এ দুধরনের পোর্টাল সংবহন দেখা যায়। তবে রেনাল পোর্টাল সংবহন মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণিতে অনুপস্থিত।

হেপাটিক (যকৃত) পোর্টাল সংবহন (Hepatic Portal circulation )

পৌষ্টিক অঙ্গসমূহ হেপাটিক পোর্টাল শিরা যকৃত হেপাটিক শিরা ইনফিরিয়র ভেনাক্যাভা →  হৃৎপিণ্ড     

৪. করোনারি সংবহন (Coronary Circulation)

হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারি সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে। 

সিস্টেমিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে O_{2}-সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীরে \mathrm{CO}_{2}-সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। 

সিস্টেমিক ধমনি →  করোনারি ধমনি →  হৃৎপ্রাচীর →  করোনারি শিরা →  ডান অ্যাট্রিয়াম