10 Minute School
Log in

ICT

বিসিএস পরীক্ষায় কম্পিউটার ও আইসিটি থেকে ১৫টি প্রশ্ন থাকে, মান ১৫। নম্বর দেখতে কম হলেও, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ নম্বরও অনেক ভূমিকা পালন করে। তাই বুঝতেই পারছেন, বিসিএস পরীক্ষার জন্য আইসিটি অংশটি মোটেও হেলাফেলার বিষয় না। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি শুধু মুখস্থ করার বিষয় নয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে শুধু মুখস্থ করে তথ্যগুলো মাথায় রাখতে পারবেন না। তাই এই অংশে ভালো করতে হলে দরকার সুপরকল্পিত প্রস্তুতি।  

 

আইসিটিতে ভালো প্রস্তুতি নিতে বিগত পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো শনাক্ত করা জরুরি। বিশাল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলাদা করা মানে আপনার প্রস্তুতির পর্ব সহজ হয়ে যাওয়া। আরেকটি ব্যাপার, অপ্রয়োজনীয় প্রশ্ন পড়তে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন যেন বাদ না পড়ে যায়, সেদিকে নজর রাখাটাও জরুরি। পরিকল্পনা সঠিক হলে প্রস্তুতিও যথাযথ হবে। 

 

আর তাই সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে সাহায্য করতে, বিসিএসের আইসিটি অংশের সম্পূর্ণ সিলেবাস ঘরে বসে শেষ করতে, পাশাপাশি চাকরিযুদ্ধে এগিয়ে থাকতে টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছে বিসিএস স্টাডি ম্যাটেরিয়াল! 

 

স্টাডি ম্যাটেরিয়ালের নোট ও গাইড এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় ভালো করার সঠিক দিকনির্দেশনা পান। আইসিটির প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ যেমন কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটারের কাঠামোগত ও গুরুত্বপূর্ণ অংশ, বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অপারেটিং সিস্টেমস ইত্যাদি বিষয় ক্লিয়ার করতে আপনাকে সাহায্য করবে আমাদের নোট ও গাইডগুলো। 

 

আইসিটিতে আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চাইলে এখনই পড়াশুনা শুরু করুন টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এবং সম্পূর্ণ করুন আপনার প্রস্তুতি!