10 Minute School
Log in

টেক জায়ান্টস ও রোবটিক্স

টেক জায়ান্টস (Tech Giants)

বিশ্বে তথ্য প্রযুক্তির শীর্ষস্থানীয় ও প্রভাবশালী সংস্থাগুলোকে কে বলা হয় টেক জায়ান্টস। বর্তমান সময়ের প্রধানতম কিছু টেক জায়ান্টস (Tech Giants) হলো –

অ্যাপল

  • বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
  • কনজ্যুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভেলপ ও বিক্রি করে।
  • প্রতিষ্ঠাকাল: এপ্রিল ১৯৭৬।
  • প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন।

মাইক্রোসফট

  • বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি
  • সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটন
  • সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন উৎপাদন সমর্থন ও বিক্রি করে।
  • প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল ১৯৭৫।
  • প্রতিষ্ঠাতা: বিল গেটস ও পল অ্যালেন।

গুগল

  • ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
  • প্রতিষ্ঠাকাল: ১৯৯৮।
  • প্রতিষ্ঠাতা: ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
  • সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে।

ওরাকল কর্পোরেশন

  • বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
  • প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
  • প্রতিষ্ঠাতা: ল্যারি এলিসন, বব মিনার এবং এড ওয়াটেস।

ফেসবুক

  • বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট।
  • প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি ২০০৪।
  • প্রতিষ্ঠাতা: মার্ক জাকারবার্গ, এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিতস এবং ক্রিস হিউজেস।

আইবিএম

  • বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ও আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
  • সদর দপ্তর: আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • প্রতিষ্ঠাকাল: ১৯১১।
  • আবিষ্কারসমূহ: অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পিসি, ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড, রিলেশনাল ডেটাবেজ, এসকিউএল প্রোগ্রামিং ভাষা, ইউপিসি বারকোড এবং ডায়নামিক রেনডম এক্সেস মেমোরি। 

ইনস্টাগ্রাম

  • অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা।
  • মূল উদ্ভাবক: কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিন্জার।
  • উন্নয়নকারী: ফেসবুক।
  • প্রাথমিক সংস্করণ: ৬ অক্টোবর ২০১০।

ইন্টেল

  • আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ও বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
  • প্রতিষ্ঠাকালঃ ১৮ জুলাই ১৯৬৮
  • মাইক্রোপ্রসেসর এক্স৮৬ সিরিজ এর আবিষ্কারক
  • প্রসেসর, মাদারবোর্ড চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইন্টিগ্রেটেড সার্কিট, ফ্লাশ মেমোরি, গ্রাফিক্স কার্ড, সংযুক্ত প্রসেসর তৈরি করে। 

হুয়াওয়েই

  • চাইনিজ কোম্পানি।
  • আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে।
  • প্রতিষ্ঠাতা: Ren Zhengfei।

সিসকো

  • আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
  • প্রধান কার্যালয়: সান জোসি, ক্যালিফোর্নিয়া।
  • প্রতিষ্ঠাতা: লিওনার্ড বস্যাক।
  • প্রতিষ্ঠাকাল: ১৯৮৪ সাল।
  • নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের নকশা প্রস্তুতকরণ এবং বিক্রয় করে।

লিংকড ইন

  • মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট।
  • প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর ২০০২।
  • আনুষ্ঠানিকভাবে চালু হয় ৫ মে, ২০০৩ সালে।
  • পেশাজীবীরা বেশি ব্যবহার করে থাকেন।

টুইটার

  • সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
  • ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন যাকে বলা হয় টুইট।
  • প্রতিষ্ঠাকাল: ২০০৬।

রোবটিক্স (Robotics)

  • প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
  • রোবটিক্স এর জনক জর্জ ডেবল সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন।
  • রোবট এসেছে মূলত স্লাভিক শব্দ “রোবোটা” হতে যার অর্থ হলো শ্রমিক।
  • রোবটিক্স শব্দটি সর্বপ্রথম প্রিন্টে ব্যবহৃত হয় আইজাক আসিমভের ছোট সাইন্স ফিকশন গল্প “লায়ার” এ যা ১৯৪১ সালে প্রকাশিত হয়েছিল।

রোবটিক্সের ব্যবহার (Uses of Robotics)

  • ম্যানুফ্যাকচারিং
  • ভারী শিল্প কারখানায়
  • পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষার কাজে
  • মেইল ডেলিভারির কাজ
  • ঝুঁকিপূর্ণ কাজে (যেমন- বোমা ডিফিউজড করতে)
  • নিরাপত্তার কাজে পুলিশের সাহায্যকারী হিসেবে
  • চিকিৎসায়
  • সামরিক ক্ষেত্রে
  • মহাকাশ গবেষণা
  • ঘরোয়া কাজ