10 Minute School
Log in

বিশ্বের ভৌগলিক বিষয়াবলি | Geographical Issues of the World

সেভেন সামিট

মাউন্ট এভারেস্ট (এশিয়া) 
  • নেপালে সগরমাথা ও তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত।
  • শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।
  • সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার।
মাউন্ট এলব্রুস (ইউরোপ)
  • ককেশাস পর্বতমালায় তথা রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত।
  • শৃঙ্গটির উচ্চতা ৫,৬৪২ মিটার।
মাউন্ট কিলিমাঞ্জারো (আফ্রিকা)
  • পর্বতশৃঙ্গটি অবস্থিত তাঞ্জানিয়া ও কেনিয়ার সীমান্তে।
  • মাউন্ট কিলিমাঞ্জারোতে রয়েছে মৃত আগ্নেয়গিরি।
  • শৃঙ্গটির উচ্চতা ৫,৮৯৫ মিটার।
ম্যাককিনলি (উত্তর আমেরিকা) 
  • দেনালি (Denali) পর্বত নামেও পরিচিত।
  • এটির অবস্থান মধ্য আলাস্কায়।
  • শৃঙ্গটির উচ্চতা ৬,১৯৪ মিটার।
মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া (দক্ষিণ আমেরিকা)
  • এটির অবস্থান দক্ষিণ আমেরিকার (আর্জেন্টিনা) আন্দিজ পর্বতমালায়।
  • শৃঙ্গটির উচ্চতা  ৬,৯৬২ মিটার।
পুনাক জায়া (ওশেনিয়া) 
  • এই শৃঙ্গটির অবস্থান নিউগিনিতে।
  • শৃঙ্গটির উচ্চতা ৪,৮৮৪ মিটার।
ভিনসন ম্যাসিফ (এন্টার্কটিকা) 
  • এই পর্বতকে স্তুপ পর্বত বলা হয়ে থাকে।
  • পর্বতটি এলসওয়ার্থ ল্যান্ডের পর্বতমালার একটি অংশবিশেষ।
  • এর উচ্চতা ৪,৮৯২ মিটার।

মহাদেশভিত্তিক দীর্ঘতম নদী

ইয়াংসিকিয়াং (এশিয়া) 
  • এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। এর অবস্থান চীনে। 
নীলনদ (আফ্রিকা)
  • বিশ্বের দীর্ঘতম নদী। এর উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ। 
ভলগা (ইউরোপ) 
  • মধ্য রাশিয়া দিয়ে প্রবাহিত এই নদীটি রাশিয়ার মস্কোসহ ১১টি শহর দিয়ে প্রবাহিত হয়েছে।
মিসিসিপি- মিসৌরি (উত্তর আমেরিকা) 
  • নামকরণ করা হয়েছে অজিবওয়ে শব্দ মিসি-জিবি হতে যার অর্থ “মহা নদী“।
  • মিসিসিপি নদীটি মিসৌরি নদীতে পতিত হয়েছে।
আমাজন (দক্ষিণ আমেরিকা দ্বিতীয় দীর্ঘতম নদী।
মারে ডার্লিং
  • দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়াতে এর অবস্থান। 

বিশ্বের বিখ্যাত কিছু হ্রদ

ডেড সি
  • এই হ্রদটি মূলত ইসরায়েল ও জর্ডানের মধ্যে বিরোধপূর্ণ একটি হ্রদ। 
বৈকাল হ্রদ
  • রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। 
মানস সরোবর
  • এই হ্রদ থেকেই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।
  • বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর একটি অত্যন্ত পবিত্র হ্রদ হিসেবে গণ্য হয়।
কাস্পিয়ান সাগর
  • সাগর হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি হ্রদ এবং পৃথিবীর বৃহত্তম হ্রদ। 
মালাওয়ি হ্রদ
  • দক্ষিণ-পূর্ব আফ্রিকার একটি হ্রদ। এটি গ্রেট রিফট উপত্যকায় অবস্থিত।
ভিক্টোরিয়া হ্রদ
  • আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ
  • এই হ্রদ থেকেই নীল নদের উৎপত্তি হয়েছে

বিশ্বের বিখ্যাত কিছু জলপ্রপাত

নায়াগ্রা জলপ্রপাত
  • মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্স্‌শু জলপ্রপাত বা কানাডা জলপ্রপাত, আমেরিকান জলপ্রপাত এবং ব্রাইডাল ভিল জলপ্রপাত।
  • নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
লিভিংস্টোন জলপ্রপাত
  • লিভিংস্টোন জলপ্রপাতের অবস্থান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। 
ভিক্টোরিয়া জলপ্রপাত এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এ জলপ্রপাতের পুনরায় নামকরণ করেছে মোজি-ওয়া-তুনিয়া।
গুয়ারিয়া জলপ্রপাত
  • পানি পতনের দিক দিয়ে গুয়ারিয়া জলপ্রপাত বিশ্বের বৃহত্তম জলপ্রপাত। 
অ্যাঞ্জেল জলপ্রপাত
  • ভেনিজুয়েলাতে অবস্থিত এই জলপ্রপাতটি বিশ্বের উচ্চতম জলপ্রপাত। 
ইগুয়াসু জলপ্রপাত
  • এই জলপ্রপাতের অবস্থান ব্রাজিল ও আর্জেন্টিনাতে। তবে বেশির ভাগ অংশ পড়েছে আর্জেন্টিনাতে।
  • এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে একটি নিদর্শন।
বোয়ামা জলপ্রপাত
  • বোয়ামা জলপ্রপাতের পূর্ব নাম স্ট্যানলি জলপ্রপাত।
  • এই জলপ্রপাত সাতটি জলপ্রপাতের মিলিত রূপ।

বিশ্বের কিছু অন্তরীপ

উত্তমাশা অন্তরীপ এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ। ইংরেজিতে বলে Cape of Good hope. 
চেলিউস্কিন অন্তরীপ রাশিয়ার উত্তর সাইবেরিয়ার একটি অন্তরীপ। 
কন্যাকুমারী অন্তরীপ  ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত একটি অন্তরীপ। 
সেন্ট ভিনসেন্ট অন্তরীপ অন্তরীপটি আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত এবং এটি পর্তুগালের দক্ষিণে অবস্থিত। 

বিশ্বের কিছু গিরিপথ

  • আলপিনা গিরিপথ- বিশ্বের গিরিপথ বিশ্বের উচ্চতম গিরিপথ
  • সেন্ট বার্নার্ড গিরিপথ
  • বোলান গিরিপথ
  • খাইবার গিরিপথ
  • শিপকা গিরিপথ

বিশ্বের কয়েকটি মরুভূমি  

  • সাহারা মরুভূমি- বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
  • ভিক্টোরিয়া মরুভূমি- এই মরুভূমিতে বছরে ১৫-২০ বার বজ্রঝড় সংঘটিত হয়।
  • গোবি মরুভূমি- এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি।

বিশ্বের কয়েকটি আগ্নেয়গিরি

ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইউরোপের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি যাতে বিগত কয়েক শতাব্দীর মধ্যে অগ্ন্যুৎপাত হয়েছে। 
টোবা আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির জ্বালামুখ সর্ববৃহৎ। 
তাল আগ্নেয়গিরি
  • তাল আগ্নেয়গিরি ফিলিপাইনের একটি সক্রিয় আগ্নেয়গিরি।
  • এটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি।
ফুজিয়ামা আগ্নেয়গিরি এটি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। অর্থাৎ পরবর্তীতে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যূৎপাত হওয়ার সম্ভাবনা আছে। 
মাওনা লোয়া আগ্নেয়গিরি বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। 

বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীপ

গ্রিনল্যান্ড

  • গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
  • গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকাতে হলেও এর মালিকানা ডেনমার্কের।
  • গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক। 

জাভা

  • ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। 
  • জাভাতে ১০০টির বেশি আগ্নেয়গিরি পর্বত রয়েছে, এদের মধ্যে ১৩টি জীবিত। 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  • ভারতের কেন্দ্রীয় শাসনাধীন একটি দ্বীপপুঞ্জ। 

সেন্ট হেলেনা

  • ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হওয়ার পর এই দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল।

কর্সিকা

  • দ্বীপটি স্মৃতিবিজড়িত হয়ে আছে নেপোলিয়ান বোনাপার্টের জন্মস্থান হিসেবে। 

বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ

কুরিল দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ জাপান ও রাশিয়ার মধ্যে। 
স্প্রাটলি দ্বীপপুঞ্জ দ্বীপটি নিয়ে বিরোধ চীন ও ভিয়েতনামের মধ্যে। 
শাখালিন দ্বীপপুঞ্জ দ্বীপটি নিয়ে বিরোধ রাশিয়া ও জাপানের মধ্যে। 
সেনকাকু দ্বীপপুঞ্জ জাপানের কাছে এই দ্বীপ সেনকাকু নামে পরিচিত, চীনের কাছে  দিয়াওউ এবং তাইওয়ানের কাছে তিয়াওউতাই নামে পরিচিত। 
পার্ল হারবার
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি দ্বীপ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমণ করলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে।
  • এই দ্বীপে মার্কিন নৌ ও বিমান ঘাঁটি রয়েছে।