10 Minute School
Log in

বিশ্বের বিভিন্ন যুদ্ধ ও বিপ্লব | Wars and Revolutions in The World

প্রথম বিশ্বযুদ্ধ (World War I)

  • প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ১৯১৪ সালের ২৮ জুলাই থেকে ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত।
  • প্রথম বিশ্বযুদ্ধে দুইটি পক্ষ ছিল- কেন্দ্রীয় শক্তি, মিত্রশক্তি।
  • কেন্দ্রীয় শক্তির দেশসমূহ- উসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া-হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া।
  • মিত্রশক্তির দেশসমূহ- সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
  • মিত্রশক্তি বিজয় লাভ করে।
  • ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাইয়ে জার্মানির সাথে মিত্রশক্তির ‘ভার্সাই চুক্তি’ হয়।   

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II)

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে পক্ষ ছিলো দুইটি- অক্ষ শক্তি, মিত্র শক্তি। 
  • অক্ষ শক্তির প্রধানতম দেশগুলো- জার্মানি, ইতালি, জাপান। মিত্র শক্তির প্রধানতম দেশগুলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স
  • যুদ্ধের ফলাফল- মিত্রবাহিনী জয়লাভ করে। 
  • জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের ৮ মে। এই দিনটিকে V-E (Victory in Europe) Day বলে।
  • ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর টোকিও বে-তে যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই দিনটিকে বলা হয় V-J (Victory over Japan) Day।   

আরব-ইসরায়েল যুদ্ধ

সংগঠিত যুদ্ধ যুদ্ধের পক্ষ সমূহ ফলাফল
প্রথম যুদ্ধ (১৯৪৮) ইসরাইল-আরব (ফিলিস্তিন, মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, সৌদি আরব, লেবানন, ইয়েমেন)  
  • যুদ্ধে ইসরায়েলের জয় হয়, ফলে ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন হয়।
  • ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়।
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয়।
দ্বিতীয় যুদ্ধ (১৯৫৬) ইসরাইল-মিশর
  • ইসরাইল কর্তৃক সিনাই দখল (মার্চ ১৯৫৭ পর্যন্ত)
  • সিনাইয়ে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন
তৃতীয় যুদ্ধ (১৯৬৭) ইসরাইল-আরব (মিশর, সিরিয়া, জর্ডান ও ইরাক)
  • মিশরের দখলে থাকা গাজা উপত্যকা দখল করে ইসরায়েল।
  • সিনাই উপদ্বীপ দখল।
  • সিরিয়ার থেকে গোনাল মালভূমি দখল।
  • জর্ডানের থেকে পশ্চিম তীর দখল
চতুর্থ যুদ্ধ (১৯৭৩) ইসরাইল-সিরিয়া, মিশর
  • ইসরায়েল বাহিনীর জয় ও আরব বাহিনীর সিনাই ও গোলান জয়ের ব্যর্থ প্রচেষ্টা।
  • মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল অস্ত্র প্রয়োগ করে।

পাক-ভারত যুদ্ধ

১) পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত যুদ্ধ হয়েছে চারবার। (১৯৪৭, ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯)

২) ১৯৬৫ সালের যুদ্ধের অবসান ঘটে তাসখন্দ চুক্তির মাধ্যমে। 

কোরিয়া যুদ্ধ (১৯৫০-১৯৫৩) 

১) ১৯৪৮ সালে ৩৮ ডিগ্রি অক্ষরেখায় দুই কোরিয়া বিভক্ত হয়।

২) ১৯৫০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করলে কোরিয়া যুদ্ধ সংগঠিত হয়।

৩) যুদ্ধের অবসান হয় ১৯৫৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায়। 

ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৬-১৯৭৫)

১) ১৯৫৪ সালে ১৭ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

২) ১৯৫৬ সালে মার্কিন সহায়তায় দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের সাথে এ যুদ্ধে জড়িয়ে পড়ে।

৩) ১৯৭৩ সালে জানুয়ারিতে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করা হলেও ৩০ এপ্রিল দক্ষিণ ভিয়েতনামের পতনের মাধ্যমে এ যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হয়। পরবর্তিতে দুই অংশ মিলিত হয়ে বর্তমান একক ভিয়েতনাম প্রতিষ্ঠিত হয়। 

 

যুদ্ধের নাম যুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য
ক্রুসেড বা ধর্মযুদ্ধ
  • মূলত ক্রিস্টান ধর্মীয় সম্বলিত শক্তি মুসলিম শক্তির বিরুদ্ধে যুদ্ধকে ক্রুসেড বলা হয়।
  • যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল জেরুজালেম ও কন্সটান্টিনোপলের অধিকার নেয়া।
  • এই যুদ্ধ চলমান ছিল ১০৯৬ – ১২৯২ সাল পর্যন্ত।
  • প্রথমে বাইজেন্টাইন সম্রাট এই যুদ্ধ ঘোষণা করেছিলেন আনাতোলিয়াতে মুসলমান সেলজুক সম্রাজ্যের বিস্তার রোধ করার জন্য।
শতবর্ষী যুদ্ধ
  • শতবর্ষী যুদ্ধ বিদ্যমান ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
  • শতবর্ষী যুদ্ধের স্থায়িত্বকাল ১৩৩৭-১৪৫৩ সাল।
  • ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করলে এই যুদ্ধ শুরু হয়।
  • ফরাসি বীর কন্যা জোয়ান অব আর্ক ইংল্যান্ডকে পরাজিত করার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটান।
উপসাগরীয় যুদ্ধ
  • উপসাগরীয় যুদ্ধের সূচনা ২ আগস্ট, ১৯৯০ সালে এবং আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারি।
  • ১৯৯০ সালে ইরাক কুয়েত দখল করলে এর প্রতিবাদস্বরূপ বিভিন্ন দেশ ইরাকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়।
  • ইরাকের বিরুদ্ধে বহুজাতিক বাহিনীর নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশসহ ৩৫টি দেশ এই বহুজাতিক বাহিনী গঠন করেছিল।
  • কুয়েত দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযানের নাম ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’
  • এই যুদ্ধকে উপসাগরীয় যুদ্ধ বাদেও কুয়েত যুদ্ধ কিংবা পারস্য উপসাগরীয় যুদ্ধ নামেও অভিহিত করা হয়।
ইরাক-ইরান যুদ্ধ
  • ইরাক-ইরানের যুদ্ধের স্থায়িত্বকাল ছিলো ১৯৮০-১৯৮৮ সাল।
  • বিরোধপূর্ণ জলাধার শাত-ইল-আরবের মোহনা ইরাকের নিয়ন্ত্রণে নিতে এবং ইরাকে শিয়া জঙ্গী গোষ্ঠীকে ইরানের মদদ দেয়ার অভিযোগে ইরাক ইরানকে আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়।
  • বিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ যুদ্ধ এটি।
  • জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটে।
  • বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে ইরান-ইরাক যুদ্ধের শেষের দিকে ১৯৮৮ সালে UNIIMOG (United Nations Iran–Iraq Military Observer Group) মিশনে অংশগ্রহণ করে।

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব

ফরাসি বিপ্লব

  • ফরাসি বিপ্লবের ব্যাপ্তিকাল ১৭৮৯-১৭৯৯ সাল।
  • ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে এই বিপ্লবের শুরু।
  • এই বিপ্লবের মাধ্যমে পূর্বের রাজতন্ত্রের প্রথা ভেঙ্গে প্রজাতান্ত্রিক আদর্শ উজ্জীবিত হয়। ক্যাথলিক চার্চের গোঁড়ামি ভেঙ্গে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হয়।
  • ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল “স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব”। উক্তিটি রুশোর।
  • এই বিপ্লবের মাধ্যমে সূচনা ঘটে অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগের। 
  • ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ানকে।  

রুশ বিপ্লব

  • রুশ বিপ্লব ১৯১৭ সালে সংগঠিত দুইটি বিপ্লবের মিলিত নাম।
  • ১৯১৭ এর ফেব্রুয়ারির বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জার শাসনের অবসান ঘটে। শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। 
  • ১৯১৭ সালে অক্টোবরের বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে বলশেভিক সরকার গঠিত হয়। এর পরের কয়েক বছর বলশেভিকদের সাথে বলশেভিক বিরোধীদের গৃহযুদ্ধ চলে।
  • যুদ্ধে জয়ী হয়ে বলশেভিকরা ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন গঠন করে।
  • রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন। তার মরদেহ মমি করে রেড স্কয়ারে সংরক্ষণ করা রয়েছে।  

ইরানের ইসলামিক বিপ্লব

  • এই বিপ্লব সংগঠিত হয় ১৯৭৯ সালে।
  • এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
  • বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
  • শেষ রাজা ছিলেন শাহ পাহলভী
  • ইরানের বিপ্লবের অন্যতম পুরোধা ব্যক্তি আয়াতোল্লাহ রুহুলুল্লাহ খোমেনি। তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।

আরব বসন্ত

  • ২০১০ এর ১৮ ডিসেম্বর তিউনিসিয়ায় মোহাম্মদ বোয়াজিজি নামে এক ফল বিক্রেতার পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির মাধ্যমে বিদ্রোহ শুরু হয়।
  • গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায়, এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
  • ২০১১ এর ১৪ জানুয়ারি তিউনিসিয়ার শাসক জেন এল আবেদিন বেন আলির পতন ঘটে।
  • ২০১১ এর ১১ ফেব্রুয়ারি মিশরের ৩০ বছরের শাসক হোসনি মুবারকের পতন ঘটে।
  • ২০১১ এর ২০ অক্টোবর লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি নিহত হন এবং ৪২ বছরের শাসনের অবসান হয়।
  • এই আন্দোলন ও অভ্যুত্থানগুলোকে পশ্চিমের সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে অভিহিত করেছে।

বিশ্বের দ্বন্দ্বপূর্ণ এলাকা/ সীমান্ত  

  • গোলান মালভূমি-এই অঞ্চলটি নিয়ে দ্বন্দ্ব সিরিয়া ও ইসরায়েলের মধ্যে। 
  • লাদাখ সীমান্ত– ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্বপূর্ণ একটি সীমান্ত। 
  • গাজা উপত্যকা– গাজা উপত্যকা নিয়ে বিরোধ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। 
  • নাগোর্নো কারাবাখ– এই অঞ্চল নিয়ে বিরোধ মুসলিম আজারবাইজান এবং ক্রিস্টান আর্মেনিয়ার মধ্যে। 

আরো কিছু বিরোধপূর্ণ অঞ্চল 

অঞ্চল/ সীমানা বিরোধী পক্ষ
কালাপানি ভারত-নেপাল
শাত-ইল-আরব ইরান-ইরাক
সেনকাকু চীন- জাপান
কুরিল দ্বীপপুঞ্জ জাপান- রাশিয়া