তাড়ন বেগ (Drift Velocity)
তাড়ন বেগ (Drift velocity) :
মুক্ত ইলেকট্রনসমূহ (Free Electrons) ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলে তাকে মুক্ত ইলেকট্রনের তাড়ন বেগ (Drift Velocity) বলে। অনেক সময় এই বেগকে তাড়ন দ্রুতি (drift speed)-ও বলা হয়।
“বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে ইলেকট্রনের তাড়ন বেগ (Drift Velocity) বলে।
বিদ্যুৎ প্রবাহ ও তাড়ন বেগের সম্পর্ক (Relation between current and drift velocity)
ধরা যাক AB একটি ধাতব পরিবাহী যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।
মনে করি, ইলেকট্রনের তাড়ন বেগ =v
একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা=n
পরিবাহীর প্রথচ্ছেদের ক্ষেত্রফল=A
প্রতিটি মুক্ত ইলেকট্রনের চার্জ =e
পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ =I
এখন, d t সময়ে ইলেকট্রন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, l=v t
সুতরাং, d t সময়ে পরিবাহীর কোনো প্রথচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত মুক্ত ইলেকট্রনের (Free Electron) সংখ্যা N=n V=n A l=n A v d t
V হলো d t সময়ে পরিবাহীর অতিক্রান্ত দূরত্ব l অংশের আয়তন
\therefore d t সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ d q=e N=e n A v d t
আমরা জানি, বিদ্যুৎ প্রবাহ, I=\frac{d q}{d t}=\frac{e n A v d t}{d t}=n A v e …. …. … (3.6)
v=\frac{\mathrm{I}}{n A e} …. …. … 3.6(a)
সমীকরণ (3.6) হলো বিদ্যুৎ প্রবাহ এবং তাড়ন বেগ (Drift Velocity) সম্পর্কীয় রাশিমালা।
প্রবাহ ঘনত্ব ও তাড়ন বেগের সম্পর্ক (Relation between current density and drift velocity)
কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফল দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব (Current Density) বলে। একে \vec{\jmath} দ্বারা প্রকাশ করা হয়। \vec{\jmath} একটি ভেক্টর রাশি। \vec{\jmath} এর দিক হবে বিদ্যুৎ প্রাবল্যের দিক বরাবর। অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রে একটি ধনাত্মক চার্জের সঞ্চালন পথই এর দিক।
ব্যাখ্যা (Explnation):
চিত্র-এ RS একটি সুষম প্রথচ্ছেদের পরিবাহী। \mathrm{A} হলো এর প্রথচ্ছেদের ক্ষেত্রফল। মনে করি পরিবাহীর মধ্য দিয়ে প্রস্থচ্ছেদের অভিলম্ব বরাবর বিদ্যুৎ প্রবাহ \mathrm{I}। সুতরাং সংজ্ঞানুসারে প্রবাহ ঘনত্ব \mathrm{j}-এর মান হবে,
j=\frac{I}{A}
বা, I=jA
এস. আই. (SI) এককে \mathrm{j}-এর একক \mathrm{Am}^{-2}
সমীকরণ 3.6(a) অনুসারে
v=\frac{I}{n e A}=\frac{jA}{n e A}==\frac{j}{n e} …. …. … (3.9)
সমীকরণ (3.9) তাড়ন বেগ (Drift Velocity) ও প্রবাহ ঘনত্বের (Current Density) মধ্যে সম্পর্ক নির্দেশ করে।