10 Minute School
Log in

প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা (Importance of Animal Classification)

তাত্ত্বিক প্রয়োজনীয়তা ( Theoretical Importance of Animal Classification)

  1. প্রাণীগোষ্ঠী সম্পর্কে জানা যায়। 
  2. কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণীজগতের অনেক সদস্য সম্পর্কে জানা ও শেখা যায়। 
  3. প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক বা জাতিজনির বিভিন্ন তথ্য পাওয়া যায়। 
  4. প্রাণিকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে প্রাণীর শ্রেণীবিন্যাস সাহায্য করে। 
  5. নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। 

ফলিত প্রয়োজনীয়তা ( Applied Importance of Animal Classification)

  1. জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। 
  2. শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই করা যায়। 
  3. বন্যপ্রাণী সংরক্ষণে সাহায্য করে। 
  4. ভূতাত্ত্বিক ঘটনাবলির নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাস এর সাহায্য প্রয়োজন।
  5. কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতীয় পশু পাখি উদ্ভাবন সহজতর হয়।