Nematoda/Nemathelminthes (নেমাটোডা/নেমাথেলমিনথেস)
Phylum-4: Nematoda/Nemathelminthes (নেমাটোডা/নেমাথেলমিনথেস)
[ গ্রিক, nematos = thread, সুতা + eidos = form, আকৃতি + helminth = worm, কৃমি]
পর্ব Nematoda-র বৈশিষ্ট্য
১. দেহ নলাকার, দ্বিপার্শীয় প্রতিসম, উভয় প্রান্তই ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া; আণুবীক্ষণিক থেকে এক মিটার পর্যন্ত লম্বা।
২. প্রাণীরা স্যুডোসিলোমেট (অপ্রকৃত সিলোমযুক্ত) ও অখন্ডকায়িত (unsegmented)।
৩. দেহ নমনীয়; ইলাস্টিন (elastin) নির্মিত অকোষীয়, পুরু প্রতিরোধক্ষম কিউটিকল (cuticle)- দিয়ে আবৃত।
৪. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীকে ‘নলের ভিতর নল’ (‘tube within a tube’) ধরনের গঠনের মতো দেখায়।
৫. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত।
৬. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
৭. অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরুপতা (sexual dimorphism) দেখা যায়।
৮. স্থলচর বা জলচর, মুক্তজীবী বা পরজীবী প্রাণী।
[যৌন দ্বিরূপতা : একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিকভাবে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। ]
নেমাটোডার শ্রেণিবিভাগ( Classification of Nemotoda)
Class-1 : Secernentea (যেমন- গোলাকৃমি)
Class-2 : Adenophorea (যেমন- চাবুক কৃমি)