Platyhelminthes (প্লাটিহেলমিনথেস)
Phylum-3 : Platyhelminthes (প্লাটিহেলমিনথেস)
[ গ্রিক platys = flat, চ্যাপ্টা + helminth = worm, কৃমি]
পর্ব Platyhelminthes -র বৈশিষ্ট্য
১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ-অঙ্কীয় ভাবে চাপা।
২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস (cliated epidermis) অথবা cuticle এ আবৃত।
৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট (সিলোমবিহীন)।
৪. একমাত্র পরিপাক নালি ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই।
৫. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parenchyma) নামক যোজক টিস্যু বা মেসেনকাইম (mesenchyme) – এ পূর্ণ থাকে।
৬. অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক (sucker) বা হুক (hook) অথবা উভয়ই উপস্থিত।
৭. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত; রেচনতন্ত্র শাখা-প্রশাখা যুক্ত রেচননালি ও শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত।
৮. অধিকাংশ পরজীবী। অনেক সদস্য সরাসরি দেহতলের সাহায্যে পুষ্টি গ্রহণ করে। কিছুসংখ্যক মুক্তজীবী।
৯. এ পর্বের প্রাণীরা উভলিঙ্গ ; নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের।
১০. চ্যাপ্টা কৃমির জীবনচক্রে অনেক ধরনের লার্ভা (larva) দশা থাকে।
Platyhelminthes পর্বকে ৪টি শ্রেণীতে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে :
Class-1 : Turbellaria (যেমন- প্ল্যানেরিয়া)
Class-2 : Trematoda (যেমন- যকৃত কৃমি)
Class-3 : Monogenea(যেমন- স্যলমন কৃমি)
Class-4 : Cestoda (যেমন-ফিতাকৃমি)