Echinodermata (একাইনোডার্মাটা) কণ্টকত্বক প্রাণী
Phylum-8 : Echinodermata (একাইনোডার্মাটা ) কণ্টকত্বক প্রাণী
১. পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম(pentaradial symmetry), অখন্ডায়িত, তারকাকার গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ কন্টকময় স্পাইন (spine) ও পেডিসিলারি (pedicellariae) নামক বহিঃকঙ্কাল যুক্ত।
৩. দেহ মৌখিক (oral) ও বিমৌখিক (aboral) পাঁচটি অ্যাম্বুলাস (ambulacral grooves) খাদ উপস্থিত।
৪. দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র (water vascular system) রয়েছে । এর সংশ্লিষ্ট নালিকা পদ বাতিল ফিট (tube feet) এদের চলন অঙ্গ । এ তন্ত্রটি চলন ছাড়াও ছাড়াও শ্বসন, খাদ্য আহরণেও সাহায্য করে সাহায্য করে।
৫. রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত তবে হিমাল (haemal) ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে।
৬. রেচনতন্ত্র নেই।
৭. ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয়।
৮. একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক, জীবনচক্রে মুক্ত সাতারু লার্ভা আছে।
৯. সকল সদস্যই সামুদ্রিক।
Echinodermata পর্বটি ৬টি শ্রেণীতে বিভক্ত
Class 1 : Crinoidea (যেমন- সমুদ্র পদ্ম)
Class 2 : Concentricycloida (যেমন- সাগর ডেইজি)
Class 3 : Asteroida (যেমন- সমুদ্র তারা)
Class 4 : Ophiuroidea (যেমন- সর্প তারা)
Class 5 : Echinoidea (যেমন- সাগর আর্চিন)
Class 6 : Holothuroidea (যেমন- সমুদ্র শসা)