10 Minute School
Log in

এককের পদ্ধতি (System of Units) – বিস্তারিত

তিনটি প্রাথমিক একক কে প্রকাশ করার জন্য তিনটি পদ্ধতি আছে। এছাড়া পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার প্রয়োজন উপযোগী অতিরিক্ত এক বা একাধিক প্রমাণ রাশি ও তার একক যুক্ত করে পরিমাপের আরও দুটি পদ্ধতি প্রচলিত আছে। এককের পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হলো।

(১) সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি (Centimeter-Gram-Second System or Metric system or French system) :

এ পদ্ধতিকে সংক্ষেপে সি. জি, এস. (C. G. S) বা সেমি. গ্রাম সেকেন্ড পদ্ধতি বলা হয়।

এখানে,
সি. অক্ষরটি বুঝাচ্ছে সেন্টিমিটার – দৈর্ঘ্যের একক
জি. অক্ষরটি বুঝাচ্ছে গ্রাম – ভরের একক
এস. অক্ষরটি বুঝাচ্ছে সেকেণ্ড – সময়ের একক

অর্থাৎ এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি (Decimal system) বলে।

(২) মিটার-কিলােগ্রাম-সেকেন্ড পদ্ধতি (Metre-Kilogramme-Second system) :

এই পদ্ধতিকে সংক্ষেপে এম. কে. এস. (M, K. S.) পদ্ধতি বলা হয়। এখানে,

এম. অক্ষরটি বুঝাচ্ছে মিটার দৈর্ঘ্যের একক

কে.  অক্ষরটি বুঝাচ্ছে কিলোগ্রাম ভরের একক

এস. অক্ষরটি বুঝাচ্ছে সেকেন্ড সময়ের একক

অর্থাৎ, এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড।

 

 

(৩) আন্তর্জাতিক পদ্ধতির একক বা এস. আই. একক (International System of Units or S. I. Units) :

বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পদ্ধতির এককের প্রচলন আছে। কোথাও এফ. পি. এস. পদ্ধতি, কোথাও সি. জি, এস, পদ্ধতি, আবার কোথাও এম. কে. এস. পদ্ধতি। পরিমাপের এই বৈষম্যের জন্য বাস্তব ক্ষেত্রে বেশ অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরিমাপের উপরোক্ত তিনটি পদ্ধতি ছাড়াও 1960 সালে পরিমাপের একটি নতুন পদ্ধতি প্রচলন করেন। এটাই আন্তর্জাতিক পদ্ধতির একক বা এস. আই. একক (S.I .Units) পূর্বের এম. কে. এস. পদ্ধতির সাথে আরও কয়েকটি প্রমাণ রাশি ও উহার একক যোগ করে এই পদ্ধতি তৈরি করা হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন মৌলিক রাশি এবং তাদের একক ও প্রতীক নিচের তালিকায় উল্লেখ করা হলো। এই পদ্ধতিতে সর্বমোট নয়টি রাশি আছে।

আন্তর্জাতিক পদ্ধতিতে এই নয়টি মূল এককের সাহায্যে বস্তু জগতের পরিমাপ বিষয়ক সর্বপ্রকার একক পাওয়া যায়। 

একক | International System of Units or S. I. Units Example 1

আন্তর্জাতিক পদ্ধতিতে লব্ধ একক ও তাদের প্রতীকসমূহ

(৪) M.K.S.A. পদ্ধতি  (Meter-Kilogram-Second-Ampere System)

পরিমাপের পূর্বোক্ত পদ্ধতি ছাড়াও বলবিদ্যা, তড়িৎ ও চুম্বকের সমষ্টিগত প্রয়োজনে আর একটি নতুন পদ্ধতি ব্যবহৃত হয়। এর নাম মিটার-কিলোগ্রাম-সেকেন্ড-অ্যাম্পিয়ার পদ্ধতি । সংক্ষেপে একে M.K.S.A. System বা এম. কে. এস. এ পদ্ধতি বলা হয়। এটা একটি সুসংগত পদ্ধতি। এটি চারটি প্রমাণ একক নিয়ে গঠিত, যথা-

System of units
M.K.S.A. পদ্ধতি

মৌলিক এককসমূহ, এগুলোর গুণিতক ও উপগুণিতক

আমরা জানি মৌলিক একক তিনটি; যথা-
(ক) দৈর্ঘ্যের একক,
(খ) ভরের একক এবং
(গ) সময়ের একক।

(ক) দৈর্ঘ্যের একক :

সি. জি. এস. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। 9০ ভাগ প্লাটিনাম ও 10 ভাগ ইরিডিয়ামের সংকর নির্মিত দণ্ডের উপর দুইটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে আন্তর্জাতিক মিটার (International Proto-type Meter) বলে। আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার রক্ষণশালায় দণ্ডটি বিশেষভাবে রক্ষিত আছে। তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের প্রভাব যাতে এর উপর না পড়ে, সেজন্য দণ্ডটিকে 0°C তাপমাত্রায় রাখা হয়। এই দূরত্বের এক শ’ ভাগের এক ভাগকে এক সেন্টিমিটার বলে।

image 92
 সি. জি, এস, এবং এম, কে, এস, ও আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এককের তালিকা

কয়েকটি উপসর্গের (Prefixes) অর্থ :

image 93
এককের উপগুণিতক
System of units
এককের গুণিতক
image 95
এককের বৃহৎ গুণিতকসমূহ

এই অধ্যায়ের অন্যান্য টপিক

মৌলিক বা প্রাথমিক ও লব্ধ একক (Fundamental and derived units) পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ এবং গুরুত্ব
পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান ও জ্ঞানের জগৎ স্ক্রু গজ
মৌলিক ও লব্ধ এককের মাত্রা ও মাত্রা সমীকরণ বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অবদান
কয়েকটি প্রাকৃতিক রাশি সম্পর্ক, মাত্রা ও এস.আই. একক : নিউটন
পরিমাপে ভুল বা ত্রুটি মাইকেল ফ্যারাডে (Michael Faraday, 1791-1867)

 


পড়ালেখা নতুন উদ্যমে শুরু করতে টেন মিনিট স্কুল নতুনরূপে নিয়ে এসেছে ‘অনলাইন ব্যাচ ২০২৪’:


৬ষ্ঠ-৯ম শ্রেণির ‘পোস্টার প্রেজেন্টেশনের দারুন সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে এখনই ভিজিট করুন এই ফ্রি কোর্সটিতেঃ 


ইংরেজিতে নিজেকে দক্ষ করে তুলতে আজই ভিজিট ১০ মিনিট স্কুলের এই কোর্সগুলোঃ


এছাড়াও ১০মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলো দেখতে ভিজিট করোঃ www.10minuteschool.com