10 Minute School
Log in

মরিচা (Rust)

ধাতুর ক্ষয় রোধ করার উপায়গুলো উল্লেখ কর। 

(Mention the ways of preventing metallic corrosion)

  1. ধাতুর ক্ষয় একটি তড়িৎ রাসায়নিক অ্যানোডিক জারণ প্রক্রিয়া তাই ক্ষয় থেকে রোধ করতে   হলে ধাতুটিকে অ্যানোডরূপে ব্যবহার করা যাবে না। 
  2. কোন ধাতুর ওপর প্রায় সমমানের তড়িৎ বিভবের অপর ধাতু সংযোগ করে ধাতুকে   অ্যানোডিক জারণ হতে রক্ষা করা সম্ভব। তাই লোহার ওপর মরিচা পড়া রোধ করার জন্য এর উপর সক্রিয় ধাতু Zn এর প্রলেপ দেওয়া হয়। 
  3. একক ধাতুর পরিবর্তে সমসক্রিয় ধাতুর সংকর ধাতু ব্যবহার করে ক্ষয় থেকে রোধ করা যায়। যেমন- মরিচোরোধী ইস্পাতে আয়রনের সাথে ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম মিশ্রিত থাকে। 

প্রশ্ন: গৌণ কোষ বা সক্ষয়ী কোষ বা সেকেন্ডারী কোষ বলতে কী বুঝ? 

(What is secondary cell?)

উত্তরঃ

যে বিদ্যুৎ কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত রাখা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে গৌণ কোষ বলে।