10 Minute School
Log in

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৮ (SSC All Board Question Solution 2018: Bangla 2nd Paper)

বাংলা ২য় পত্রের ব্যাকরণের নিয়মগুলো জানা থাকলে মোটামুটি সব এমসিকিউ দাগিয়ে আসা যায়। কিন্তু মূল সমস্যাটা বাঁধে নির্মিতি অংশে। রিটেন পার্ট ভালো নম্বর না ওঠার কারণে অনেকেরই মোট নম্বর কমে আসে৷ বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্টেই দেখা যায়, বাংলা দ্বিতীয় পত্রের মত সাধারণ বিষয়ের কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয় না। 

অনেকে মনে করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেলেই হয়তো ফুল মার্কস পাওয়া যাবে। কিন্তু নম্বরটা আসলে পৃষ্ঠার উপর মোটেও নির্ভর করে না। বাংলা ২য় পত্র এর নির্মিতি অংশে নম্বর পাওয়াটা পরীক্ষার্থীর সৃজনশীলতা আর বিচক্ষণতার উপর নির্ভর করে। 

এসএসসি- বাংলা-২য় -পত্র -সকল- বোর্ড- প্রশ্ন- সমাধান -২০১৮

তুমি যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে এই বিষয়টি মোটেও কঠিন নয়। বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখে তুমিও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বুঝে নিতে পারো। সেজন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৮” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Question Solution 2018: Bangla 2nd Paper” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে লিখিত অংশের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, আবেদনপত্র, অনুচ্ছেদ, ভাবসম্প্রসারণ, রচনা থেকে আসা প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এই ফাইলটিতে রিটেন পার্টের জন্য বিভিন্ন টপিক চমৎকারভাবে গোছানো আছে। এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। 

আমাদের এই ফাইলে তুমি Bangla 2nd Paper থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!

SSC বোর্ড পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এনরোল করো টেন মিনিট স্কুলের SSC বোর্ড পরীক্ষা প্রস্তুতি কোর্সসমূহে!