10 Minute School
Log in

এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬ | SSC All Board Question Solution 2016: English 2nd paper

পরীক্ষার ঠিক আগমুহূর্তে শিক্ষার্থীদের মাঝে একটি অদ্ভুত ব্যাপার দেখা যায়। তা হলো পারা প্রশ্নের উত্তরও ভুল লিখে ফেলা। বিশেষ করে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। এর কারণ হলো প্র‍্যাকটিসের অভাব। 

এই সময়ে মাথা ঠাণ্ডা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়াশোনা করলে খুব কম সময়েই সিলেবাসের বেশিরভাগ অংশ তোমার আয়ত্ত্বে থাকা সম্ভব। তাছাড়া এসএসসি পরীক্ষার শেষপ্রান্তে এসে শিক্ষার্থীদের মাঝে শুধু কঠিন বিষয় পড়ার এক ধরণের মানসিকতা তৈরি হয়। 

এটা কিন্তু ফলাফলে বিস্তর প্রভাব ফেলে। বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্টেই দেখা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রের মত সাধারণ বিষয়ের কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয় না।  আর এজন্যই বোর্ড প্রশ্ন দেখে সমাধান কর‍তে বলা হয়। বিগত সালের প্রশ্নগুলো দেখে তুমিও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বুঝে নিতে পারো। সেজন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬ স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC All Board Question Solution 2016: English 2nd paper” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে গ্রামারের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৬

 

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে Fill in the blanks with and without clues (Article, Prepositions, Parts of Speech), Substitution Table, Completing Sentences, Changing Sentences, Sentence Connectors, Punctuation, Right Forms of Verbs, Uses of Prefixes and Suffixes, Tag Questions, Narration থেকে আসা প্রশ্নগুলো সলভ করতে হয়।  গ্রামারের রুলস জানা থাকলে আমরা মোটামুটি সেগুলো সলভ করতে পারলেও Composition অংশে খানিকটা হিমশিম খেয়ে যাই। কিন্তু এই ফাইলটাতে Formal Letters/Emails, Paragraph Writing, Personal Experience, CV with Cover Letter সব চমৎকারভাবে গোছানো আছে। এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। আমাদের এই ফাইলে তুমি English 2nd Paper থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!

SSC বোর্ড পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এনরোল করো টেন মিনিট স্কুলের SSC বোর্ড পরীক্ষা প্রস্তুতি কোর্সসমূহে!