10 Minute School
Log in

এসএসসি অর্থায়ন সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৫ (SSC All Board Question Solution 2015: Finance)

ফিন্যান্সের ভিত্তি হচ্ছে গণিত এবং গাণিতিক সূত্র। তাই ফিন্যান্সে ভালো করার জন্য প্রতিটি অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। ফিন্যান্স থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং কমন কিছু অঙ্ক আসে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষাপদ্ধতি হচ্ছে সৃজনশীল। তোমাদের সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য মূল বইটির প্রতিটি পৃষ্ঠা বারবার অনুশীলন করতে হবে। কারণ, মূল বইয়ের বিকল্প নেই। 

তবে হাতের সময় কাজে লাগানোর আরেকটি দিক হচ্ছে রুটিন অনুযায়ী বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অনুশীলন করা। বিভিন্ন বোর্ডের প্রশ্ন বারবার অনুশীলন করে তা বাসায় বসে নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিয়ে নিজ বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। একটু দেখার চেষ্টা করো কোন কোন অধ্যায় থেকে সব বছরই প্রশ্ন এসেছে। সেগুলোকে তুমি ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে রাখতে পারো।

বিগত সালের প্রশ্নগুলো দেখে তুমিও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বুঝে নিতে পারো। সেজন্যই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “এসএসসি অর্থায়ন সকল বোর্ড প্রশ্ন সমাধান ২০১৫” স্টাডি ম্যাটেরিয়াল। তুমি এই “SSC Board Question 2015” ফাইলটি একবার ওপেন করলেই দেখতে পাবে ফিন্যান্সের প্রতিটি টপিক থেকে আসা প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে রাখা হয়েছে। 

SSC All Board Question Solution 2015 Finance

একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে কী করে অর্থের সময়মূল্য, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, ব্যাংকের আমানত, ব্যাংক ও গ্রাহক, ঝুঁকি ও অনিশ্চয়তা, মূলধন ব্যয়, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে আসা প্রশ্নগুলো সলভ করতে হয়। ঘুরেফিরে এসব জায়গা থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। সব চমৎকারভাবে গোছানো আছে এতে। এগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো। 

আমাদের এই ফাইলে তুমি Finance থেকে আসা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নগুলোর সাল ভিত্তিক সলিউশন পেয়ে যাবে মাত্র এক ক্লিকেই! তাহলে দেরি কেন? এক্ষুনি ফাইলটি ডাউনলোড করে নাও একদম ফ্রিতে!

SSC বোর্ড পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এনরোল করো টেন মিনিট স্কুলের SSC বোর্ড পরীক্ষা প্রস্তুতি কোর্সসমূহে!