10 Minute School
Log in

আবৃতবীজী উদ্ভিদ (Angioperm)

আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Characteristics of Angioperm)

১। উদ্ভিদ স্পোরোফাইট (রেণুধর), পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। 

২। গর্ভকেশর (carpel) সাধারণত গর্ভাশয় (ovary), গর্ভদণ্ড (style) এবং গর্ভমুণ্ড (stigma)- এ তিন অংশে বিভক্ত। 

৩। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। 

৪। ডিম্বক (ovule) গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয় তাই বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে। 

৫। শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় 

৬। এদের দ্বিনিষেক ঘটে, নিষেকের পর সস্য (endosperm) গঠন আরম্ভ হয়তাই বীজের সস্য ট্রিপ্লয়েড (3n)। 

৭। কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া উন্নত বৈশিষ্ট্য।

৮। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে। 

৯। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। 

১০। গ্যামিটোফাইট খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল

১১। শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত। 

১২। সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান

 

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য (Differences between nodules and angiosperms)

পার্থক্যের বিষয় নগ্নবীজী (ব্যক্তবীজী) উদ্ভিদ আবৃতবীজী (গুপ্তবীজী) উদ্ভিদ
১। গর্ভাশয় ও গর্ভদণ্ড এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে।
২। ফল সৃষ্টি গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। গর্ভাশয় ফলে পরিণত হয়।
৩। বীজের অবস্থান ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। ফল হয় তাই বীজ ফলের  ভেতরে থাকে।
৪। আর্কিগোনিয়া আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া সৃষ্টি হয় না।
৫। পরাগায়ন পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পরিণত হয়।  পরাগরেণু গর্ভমুন্ডে পতিত হয়।
৬। দ্বি-নিষেক সাধারণত দ্বি-নিষেক ঘটে না। সাধারণত দ্বি-নিষেক ঘটে।
৭। এন্ডোস্পার্ম  (সস্য) এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে উৎপন্ন হয়। এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড। নিষেকের পরে উৎপন্ন হয়।
৮। ভেসেল ও সঙ্গীকোষ জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে।
৯। পরাগায়নের মাধ্যম বায়ু। বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)