10 Minute School
Log in

পুষ্প সংকেত (Floral formula) 

পুষ্প সংকেতে ব্যবহৃত বর্ণমালা (Alphabet used in floral symbols): 

পুষ্পের অংশ

ইংরেজি বর্ণমালা বাংলা বর্ণমালা

মঞ্জরীপত্রের জন্য (for bract)

Br. or B. মপ.

উপমঞ্জরীপত্রের জন্য (for bracteole)

Brl, or b উমপ.

উপবৃতির জন্য (for epicalyx)

Ek. উবৃ.

বৃতির জন্য (for calyx)

K

বৃ

দলের জন্য (for corolla) C

পুষ্পপুটের জন্য (for perianth) P

পু

পুংস্তবকের জন্য (for androecium) A

পুং

স্ত্রীস্তবকের জন্য (for gynoecium) G

পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্নসমূহ (Symbols used in floral symbols): 

একপ্রতিসম পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন  \boldsymbol{\dagger} বা, %
বহুপ্রতিসম পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন  \oplus
পুংপুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন                           
স্ত্রীপুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন                               
উভলিঙ্গ পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন                              
বহু সংখ্যা (অনেক) বোঝাতে সাংকেতিক চিহ্ন  \alpha

পুষ্প সংকেত লেখার পদ্ধতি (Way to write a flower signal):

পুষ্প সংকেত লিখতে পর্যায়ক্রমে (i) প্রথমে মঞ্জরীপত্রের বর্ণমালা, (ii) তারপরে উপমঞ্জরীপত্রের বর্ণমালা, (iii) পরে একপ্রতিসম কি বহুপ্রতিসম এই সংকেত, (iv) পরে একলিঙ্গ কি উভলিঙ্গ এই সংকেত, (v) উপবৃতির সাংকেতিক উপবৃত্যংশের সংখ্যা, (vi) তারপরে বৃতির সাংকেতিক বর্ণ ও বৃত্যংশের সংখ্যা (সংযুক্ত হলে বন্ধনীসহ), (vii) তারপরে দলের সাংকেতিক বর্ণ ও পাপড়ির সংখ্যা (সংযুক্ত হলে বন্ধনীতে), (viii) তারপরে পুংস্তবকের সাংকেতিক বর্ণ ও পুংকেশরের সংখ্যা (সংযুক্ত হলে বন্ধনীতে এবং দলের সাথে সংযুক্ত থাকলে উভয়ের সাংকেতিক বর্ণমালার উপর রেখা দ্বারা সংযুক্ত করতে হবে) এবং (ix) সর্বশেষে স্ত্রীস্তবকের সাংকেতিক বর্ণ ও গর্ভপত্রের সংখ্যা (সংযুক্ত থাকলে বন্ধনীর মধ্যে এবং অধিগর্ভ থাকলে নিচে রেখা ও অধোগর্ভ থাকলে উপরে রেখা দিতে হবে)। বৃতি, দল, পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের কোনো সদস্য অনুপস্থিত থাকলে সাধারণত সেই স্তবকের সংকেত লিখে  “0” (শূন্য) লিখা হয়

যেমনK_{5} C_{5} A_{0} G_{3} অর্থাৎ, পুষ্পটি স্ত্রীপুষ্প (এখানে পুংস্তবক অনুপস্থিত অর্থাৎ, কোনো পুংকেশর নেই)

জবা ফুলের পুষ্প প্রতীক

জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা (Explanation of the flower symbol of Jaba flower): 

জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা

জবার পুষ্পসংকেত: উবৃ_বৃ_(৫)দ_পুং_(α)গ_(৫)

১। জবা (গোত্র : Malvaceae)

পুষ্প সংকেত :         উবৃ বৃ পুং(α) (৫)     \left[\oplus \varsubsetneqq E_{K_{5}} \mathrm{C}_{5} A_{(\alpha)} \overline{\mathrm{G}_{(5)}}\right]

ব্যাখ্যা : মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে; বৃত্যংশ ৫টি, সংযুক্ত; পাপড়ি ৫টি, মুক্ত; পুংকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।

২। ধান (গোত্র : Poaceae

পুষ্প সংকেত : মপ.উমপ.     পু পুং৩ + ৩         [ Br, Brl.     P2 A3 + 3 G1]

ব্যাখ্যা : মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র উপস্থিত। পুষ্পটি একপ্রতিসম ও উভলিঙ্গ। টেপাল ২টি, মুক্ত; পুংকেশর ৬টি, মুক্ত, দুই বৃতে সজ্জিত; গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।