10 Minute School
Log in

Arthropoda (আর্থ্রোপোডা) বা সন্ধিপদী প্রাণী

Phylum – 7 : Arthropoda (আর্থ্রোপোডা)  বা সন্ধিপদী প্রাণী

[arthron = joint, সন্ধি + podos = foot, পা ]

পর্ব Arthropoda -র বৈশিষ্ট্য

  1. দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম খন্ডকায়িত এবং ট্যাগমাটা (tagmata)-য় (বিভিন্ন অংশ  যেমন মস্তক ও উদর) বিভক্ত।
  2. মস্তকে এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা (antena) ও সাধারণত এক জোড়া পুঞ্জাক্ষি (compound eyes) থাকে।
  3. বহিঃকঙ্কাল কাইটিন (chitin) নির্মিত এবং নিয়মিত পরিবর্তিত হয়।
  4. সিলোম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণ  হিমোসিল (haemoceol)।
  5. পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। উপাঙ্গ পরিবর্তিত হয় মুখোপাঙ্গ গঠিত হয় যা বিভিন্ন খাদ্যগ্রহণে অভিযোজিত।
  6. রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত (open)। এটি  সংকোচনশীল হৃদযন্ত্র, ধমনি, এবং হিমোসিল নিয়ে গঠিত।
  7. রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। এছাড়াও রয়েছে কক্সাল (coxal), অ্যান্টেনাল (antennal) বা ম্যাক্সিলারি (maxillary) গ্রন্থি।
  8. স্ত্রী-পুরুষ পৃথক সাধারণত অন্ত নিষেক সম্পন্ন হয় এবং প্রায় ক্ষেত্রেই রূপান্তর ঘটে।
  9. এরা স্থলচর, পানিচর, মুক্তজীবী, নিশ্চল, সহবাসী বা পরজীবী হিসেবে বাস করে।
Arthropoda

Arthropoda পর্বের প্রাণীদের ৪ টি উপপর্বে (Subphylum)- এর অধীনে ১৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য হলো :

Class-1 : Arachnida (যেমন মাকড়সা), 

Class-2 : Melacostraca (চিংড়ি)

Class-3 : Diploda (শতপদী)

Class-4 : Insecta (তেলাপোকা)