10 Minute School
Log in

ডি ব্রগলি সমীকরণ (De Broglie Equation)

ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম:

বিজ্ঞানী নীলস বোর এবং সমারফিল্ড উভয়ই ইলেকট্রনকে একটি ঋণাত্বক চার্জযুক্ত কণারূপে গণ্য করেনকিন্তু এই কণা ধর্মের সাহায্যে ইলেকট্রনের অনেক বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় নাফরাসি বিজ্ঞানী ডি-ব্রগলি (de-Broglie)  এ সি

দ্ধান্তে উপনীত হন যে, এ জাতীয় ক্ষুদ্র কণার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান

প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মতে,  E=h\nu

আইনস্টাইনের সূত্রমতে, E=mc^2

\therefore h\nu=mc^2 বা, h\frac{c}{\lambda}=mc^2 বা, \frac{h}{\lambda}=mc

বা, \lambda=\frac{h}{mc}……(1)

অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম পরস্পরের ব্যস্তানুপাতিকএকটি চলমান বস্তুর ক্ষেত্রে

\lambda=\frac{h}{mv}……(2)

(1) (2) হতে বলা যায় একটি চলমান বস্তু কণার তরঙ্গধর্ম ও কণা ধর্ম উভয়ে বিদ্যমানতবে বেশি ভারী বস্তুর ক্ষেত্রে কণা ধর্ম এবং ক্ষুদ্র বস্তুকণার ক্ষেত্রে তরঙ্গ ধর্ম প্রাধান্য পায়

e^{-} নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণকালে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তা কীরূপে নির্ণয় করা যায় ?

বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য মতে,

mvr=n\frac{h}{2\pi}

বা, 2\pi r=n\frac{h}{mv}

বা, 2\pi r=n\lambda

এ সমীকরণের সাহায্যে কোন কক্ষপথে পরিভ্রমণরত e^{-} এর কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে তা নির্ণয় করা যায়

যেমন : ৩য় প্রধান শক্তিস্তরে ঘূর্ণনরত e^{-} ক্ষেত্রে সমীকরণটি হবে 2\pi r=3\lambda

অর্থাৎ, ৩য় কক্ষপথের পরিধি আবর্তনশীল e^{-} এর তরঙ্গদৈর্ঘ্যের 3 গুণ হবে

৩য় কক্ষপথে আবর্তন কালে e^{-} টি 3 টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে

এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে, e^{-} আবর্তনকালে প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে।

de broglie equation(বৃত্তাকার কক্ষপথে ইলেক্ট্রনের তরঙ্গরূপে আবর্তন)
চিত্রঃ বৃত্তাকার কক্ষপথে ইলেক্ট্রনের তরঙ্গরূপে আবর্তন

তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে পার্থক্য

de broglie equation এ তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে পার্থক্য
চিত্রঃ ইলেক্ট্রনের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে পার্থক্য