10 Minute School
Log in

দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু, দুইটি অসদৃশ ও অসমান বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু

দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু (Magnitude, Direction and Point of Action of the Resultant of Two Like Parallel Forces) 

মনে করি, কোনো জড়বস্তুর AB বিন্দুতে দুইটি সদৃশ সমান্তরাল বল PQ ক্রিয়ারত। ALBM সরলরেখা দ্বারা মানে ও দিকে PQ বল দুইটিকে সূচিত করা হলো। A, B যোগ করি এবং AB রেখাংশের Aবিন্দুতে যথাক্রমে ABBA বরাবর F মানের দুইটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করি। এই বলদ্বয়কে মানে ও দিকে ADBE দ্বারা সূচিত করি। বল দুইটি পরস্পর সমান ও একই সরলরেখায় বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে নিষ্ক্রিয় করে। ADHLBEKM সামান্তরিকদ্বয় অঙ্কন করি।

parallel forces

ধরি, A বিন্দুতে ক্রিয়ারত PF বলের লব্ধি R_{1} এবং B বিন্দুতে ক্রিয়ারত  QF বলের লব্ধি R_{2}

তাহলে বলের সামান্তরিক সূত্রানুসারে, কর্ণ AH ও কর্ণ BK দ্বারা যথাক্রমে R_{1}R_{2} লব্ধিদ্বয় সূচিত হবে।
এখন AHBK বর্ধিত করি, ধরি তারা O বিন্দুতে ছেদ করে। O বিন্দু দিয়ে AB এর সমান্তরাল XOX‘ এবং AL বা BM এর সমান্তরাল করে OC রেখা অঙ্কন করি যেন তা AB কে C বিন্দুতে ছেদ করে।
R_{1}R_{2} লব্ধি বলদ্বয়ের ক্রিয়া বিন্দু AB হতে O বিন্দুতে স্থানান্তর করি। তাহলে O বিন্দুতে AO বরাবর ক্রিয়ারত R_{1} বলকে AL এর সমান্তরাল CO বরাবর P বল এবং AD এর সমান্তরাল OX বরাবর F বলে বিভাজিত করা যায়। 

অনুরূপভাবে, O বিন্দুতে BO বরাবর ক্রিয়ারত R_{2} বলকে BM এর সমান্তরাল CO বরাবর Q বল এবং BE এর সমান্তরাল OX‘ বরাবর F বলে বিভাজিত করা যায়। O বিন্দুতে একই XOX‘ রেখার OXOX’ বরাবর F মানের দুইটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়ারত হওয়ায় তা পরস্পরকে নিষ্ক্রিয় করে।
সুতরাং কেবলমাত্র PQ বল দুইটির লব্ধি (P + Q), CO বরাবর অর্থাৎ PQ এর সমান্তরাল দিকে C বিন্দুতে ক্রিয়া করে।

C বিন্দুর অবস্থান নির্ণয়: যেহেতু A L\|D H\| C O

সুতরাং \triangle A D H \triangle A C O সদৃশ। 

\therefore \frac{A C}{C O}=\frac{A D}{D H}=\frac{A D}{A L}=\frac{F}{P} \quad \therefore P \cdot A C=F \cdot C O \quad \ldots \ldots \ldots(\mathrm{i})

অনুরূপে, \triangle B O C \triangle B E K সদৃশ হতে পাই 

\therefore Q . B C=F . C O \cdots \cdots \cdots(ii)

(i)(ii) হতে, P . A C=Q . B C  বা, \frac{A C}{C B}=\frac{Q}{P}

অতএব, C বিন্দুটি AB রেখাকে অন্তস্থভাবে বল দুইটির ব্যস্তানুপাতে বিভক্ত করে।

বিকল্প প্রমাণ (জ্যামিতিক পদ্ধতি) (Alternative way (Geometric Method)): মনে করি কোনো জড়বস্তুর AB বিন্দুতে দুইটি সদৃশ সমান্তরাল বল P ও Q যথাক্রমে ALBM দ্বারা মানে ও দিকে নির্দেশিত।

Alternative prove geometric system

এখন AB বিন্দুতে যথাক্রমে \overrightarrow{A B} এবং \overrightarrow{B A} বলদ্বয় প্রয়োগ করি। এদের ক্রিয়ারেখা একই এবং মান পরস্পর সমান কিন্তু দিক বিপরীতমুখী। কাজেই \overrightarrow{A B}+\overrightarrow{B A}=0 এবং এ বলদ্বয় নির্ণেয় লব্ধিকে প্রভাবিত করবে না। ABHLBAKM সামান্তরিকদ্বয় এবং তাদের কর্ণ AHBK অঙ্কন করি। মনে করি কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে এবং O বিন্দু দিয়ে অঙ্কিত PQ বল দুইটির ক্রিয়া রেখার সমান্তরাল রেখা AB কে C বিন্দুতে ছেদ করে।

মনে করি, PQ বলের লব্ধি R.

তাহলে, R=\overrightarrow{A L}+\overrightarrow{B M}=\overrightarrow{A L}+\overrightarrow{B M}+\overrightarrow{A B}+\overrightarrow{B A}\quad [\because \overrightarrow{A B}+\overrightarrow{B A}=0]

=(\overrightarrow{A L}+\overrightarrow{A B})+(\overrightarrow{B M}+\overrightarrow{B A})

=\overrightarrow{A H}+\overrightarrow{B K}   [বলের সামান্তরিক সূত্রানুযায়ী]

=\overrightarrow{A O}+\overrightarrow{O H}+\overrightarrow{B O}+\overrightarrow{O K}=(\overrightarrow{A O}+\overrightarrow{O K})+(\overrightarrow{B O}+\overrightarrow{O H})

এখন বলের ত্রিভুজ সূত্র অনুসারে, \overrightarrow{A O}+\overrightarrow{O K}=\overrightarrow{A K}=\overrightarrow{B M}=Q যা O বিন্দুতে BM এর সমান্তরাল রেখা CO বরাবর ক্রিয়াশীল। অনুরূপভাবে, \overrightarrow{B O}+\overrightarrow{O H}=\overrightarrow{B H}=\overrightarrow{A L}=P  যা O বিন্দুতে AL এর সমান্তরাল রেখা CO বরাবর ক্রিয়াশীল। 

এখন লব্ধির ক্রিয়াবিন্দু O হতে C তে স্থানান্তর করলে পাই,

R=P+Q, যা C বিন্দুতে CO বরাবর ক্রিয়াশীল।  

C বিন্দুর অবস্থান নির্ণয়: \triangle A B H \triangle A O C সদৃশ। 

\therefore \frac{A B}{A C}=\frac{B H}{C O} \quad \ldots \ldots \ldots(i)

আবার, \triangle A B K \triangle B O C সদৃশ।  

\therefore \frac{A B}{B C}=\frac{A K}{C O} \quad \ldots \ldots \ldots(ii)

(ii) \div (i) হতে পাই, \frac{A C}{B C}=\frac{A K}{B H}

\Rightarrow \frac{A C}{B C}=\frac{B M}{A L}=\frac{Q}{P}

\therefore P \cdot A C=Q \cdot B C

বা, \frac{A C}{B C}=\frac{Q}{P}

C বিন্দুটি AB রেখাকে অন্তস্থভাবে বল দুইটির মানের ব্যস্তানুপাতে বিভক্ত করে।

দুইটি অসদৃশ ও অসমান বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু (Magnitude, Direction and Point of Action of the Resultant of Two Unlike and Unequal Parallel Forces)

মনে করি, কোনো জড় বস্তুর AB বিন্দুতে দুইটি অসদৃশ অসমান সমান্তরাল বল PQ ক্রিয়ারত। P>Q ধরে মানে ও দিকে বলদ্বয়কে যথাক্রমে ALBM সরলরেখা দ্বারা সূচিত করি। 

দুইটি অসদৃশ ও অসমান বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু

A,B যোগ করি এবং AB রেখাংশের AB বিন্দুতে যথাক্রমে BAAB বরাবর F মানের দুইটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করি। এই বলদ্বয়কে মানে ও দিকে ADBE দ্বারা সূচিত করি। বল দুইটি সমান ও একই সরলরেখায় বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে নিষ্ক্রিয় করে। ADHL এবং BEKM সামান্তরিকদ্বয় অঙ্কন করি। মনে করি, A বিন্দুতে ক্রিয়ারত PF বলের লব্ধি R_{1} এবং B বিন্দুতে ক্রিয়ারত QF বলের লব্ধি R_{2}

তাহলে বলের সামান্তরিক সূত্রানুসারে, কর্ণ AHBK দ্বারা যথাক্রমে R_{1}R_{2} লব্ধিদ্বয় সূচিত হবে।
AHBK বর্ধিত করি, ধরি তারা O বিন্দুতে ছেদ করে। O বিন্দু দিয়ে AB এর সমান্তরাল XOX এবং AL বা BM এর সমান্তরাল করে OC রেখা অঙ্কন করি যেন তা বর্ধিত AB কে C বিন্দুতে ছেদ করে।

R_{1}R_{2} লব্ধি বল দুইটির ক্রিয়া বিন্দু AB হতে O বিন্দুতে স্থানান্তর করি। তাহলে O বিন্দুতে AO বরাবর ক্রিয়ারত R_{1} বলকে AL এর সমান্তরাল CO বরাবর P বল এবং AD এর সমান্তরাল OX বরাবর F বলে বিভাজিত করা যায়। 

অনুরুপভাবে, O বিন্দুতে OB বরাবর ক্রিয়ারত R_{2} বলকে BM এর সমান্তরাল OC বরাবর Q বল এবং BE এর সমান্তরাল OX বরাবর F বলে বিভাজিত করা যায়। 

O বিন্দুতে একই রেখায় OXOX’ বরাবর F মানের দুইটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করায় তারা পরস্পরকে নিষ্ক্রিয় করে। সুতরাং কেবলমাত্র PQ বল দুইটির লব্ধি P - Q বলটি বৃহত্তর P বলের সাথে সমমুখী সমান্তরাল দিকে (CO বরাবর) C বিন্দুতে ক্রিয়াশীল হবে।

 

C বিন্দুর অবস্থান নির্ণয়: যেহেতু A L\|D H\| C O  সুতরাং \triangle H L A \triangle A C O সদৃশ। 

\therefore \frac{C A}{O C}=\frac{L H}{A L}=\frac{A D}{A L}=\frac{F}{P} \quad \therefore P . C A=F . O C \quad \ldots \ldots \ldots(\mathrm{i})

অনুরূপে, \triangle B C O \triangle B E K সদৃশ হতে পাই Q \cdot B C=F \cdot C O \quad \ldots \ldots ...(ii)

(i)(ii) হতে, P . C A=Q . B C  বা, \frac{C A}{B C}=\frac{Q}{P}

অতএব, C বিন্দুটি AB রেখাকে বহিস্থভাবে বল দুইটির ব্যস্তানুপাতে বিভক্ত করে।

 

বিকল্প পদ্ধতি (ভেক্টর পদ্ধতি) (Alternative Method (Vector Method)): মনে করি কোনো জড়বস্তুর A ও B বিন্দুতে দুইটি অসমান অসদৃশ সমান্তরাল বল PQ (P>Q) যথাক্রমে \overrightarrow{A L}\overrightarrow{B M} দ্বারা মানে ও দিকে সূচিত।

Alternative system

AB বিন্দুতে যথাক্রমে \overrightarrow{A B} এবং \overrightarrow{B A} বলদ্বয় প্রয়োগ করি। যেহেতু বলদ্বয়ের ক্রিয়ারেখা একই এবং মান পরস্পর সমান কিন্তু দিক বিপরীতমুখী। কাজেই \overrightarrow{A B}+\overrightarrow{B A}=\underline{0} এবং এ বলদ্বয় নির্ণেয় লব্ধিকে প্রভাবিত করবে না। ABHLBAKM সামান্তরিকদ্বয় এবং তাদের কর্ণ AHBK অঙ্কন করি। HABK বর্ধিত করি, যেন তারা  O বিন্দুতে ছেদ করে। আবার  O বিন্দুতে, প্রদত্ত বলদ্বয়ের ক্রিয়ারেখার সমান্তরাল করে OC রেখা অঙ্কন করি যেন, তা বর্ধিত BA কে C বিন্দুতে ছেদ করে। 

মনে করি, PQ বলের লব্ধি R 

তাহলে, R=\overrightarrow{A L}+\overrightarrow{B M}=\overrightarrow{A L}+\overrightarrow{A B}+\overrightarrow{B A}+\overrightarrow{B M} \quad[\because \overrightarrow{A B}+\overrightarrow{B A}=\vec{O}]

=(\overrightarrow{A L}+\overrightarrow{A B})+(\overrightarrow{B M}+\overrightarrow{B A})=\overrightarrow{A H}+\overrightarrow{B K}   [বলের সামান্তরিক সূত্রানুযায়ী] 

=\overrightarrow{O H}-\overrightarrow{O A}+\overrightarrow{B O}-\overrightarrow{K O}=(\overrightarrow{B O}+\overrightarrow{O H})+(\overrightarrow{A O}+\overrightarrow{O K})

এখন বলের ত্রিভুজ অনুসারে, \overrightarrow{B O}+\overrightarrow{O H}=\overrightarrow{B H}=\overrightarrow{A L}=P যা O বিন্দুতে \overrightarrow{O C} বরাবর ক্রিয়াশীল। অনুরূপভাবে, \overrightarrow{A O}+\overrightarrow{O K}=\overrightarrow{K A}=\overrightarrow{B M}=Q  যা O বিন্দুতে \overrightarrow{O C} বরাবর ক্রিয়াশীল। 

এখন O বিন্দুতে ক্রিয়াশীল বল দুইটি  একই রেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ায় লব্ধির মান উহাদের বিয়োগফলের সমান। 

\therefore R=P-Q যা O বিন্দুতে OC বরাবর ক্রিয়াশীল। লব্ধির ক্রিয়াবিন্দু বলদ্বয়ের ক্রিয়ারেখার C বিন্দুতে স্থানান্তর করে পাই R=P-Q যা C বিন্দুতে CM বরাবর ক্রিয়াশীল। 

C বিন্দুর অবস্থান নির্ণয়: 

\triangle A B H \triangle A O C সদৃশ। 

\therefore \frac{A B}{A C}=\frac{B H}{C O} \quad \ldots \ldots \ldots (i)

আবার, \triangle A B K \triangle B O C সদৃশ।  

\therefore \frac{A B}{B C}=\frac{A K}{C O} \quad \ldots \quad \ldots (ii)

(ii) \div (i) হতে পাই, \frac{A C}{B C}=\frac{A K}{B H} \Rightarrow \frac{A C}{B C}=\frac{B M}{A L}=\frac{Q}{P}

\therefore P \cdot A C=Q \cdot B C

C বিন্দুটি AB রেখাকে P ও Q বলদ্বয়ের মানের ব্যস্তানুপাতে বর্হিবিভক্ত করে। 

বিশেষ দ্রষ্টব্য (Note): সদৃশ ও বিসদৃশ সমান্তরাল উভয়ক্ষেত্রেই আমরা পাই, P \cdot A C=Q \cdot B C

বা, \frac{P}{B C}=\frac{Q}{A C}=\frac{P+Q}{B C+A C} [সদৃশ  সমান্তরাল]  এবং  \frac{P}{B C}=\frac{Q}{A C}=\frac{P-Q}{B C-A C} [বিসদৃশ  সমান্তরাল] 

বা, \frac{P}{B C}=\frac{Q}{A C}=\frac{P+Q}{A B} এবং  \frac{P}{B C}=\frac{Q}{A C}=\frac{P-Q}{A B}