Cnidaria (নিডারিয়া)
Phylum-2 : Cnidaria (নিডারিয়া)
[ গ্রিক knide = nettle, রোম বা কাটা aria = connected with, সংযুক্ত ]
পর্ব Cnidira-র বৈশিষ্ট্য
১. প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার (tissue grade) বহুকোষী ও অরীয় প্রতিসম প্রাণী।
২. দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোব্লাসটিক (diploblastic); বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভিতরের স্তর এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। উভয় স্তরের মধ্যবর্তী স্থানে থাকে আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া (mesoglea)।
৩. নেমাটোটিস্ট (nematocyst) ধারণকারী নিডোসাইট (cnidocyte) নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত। কর্ষিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (stinging organelles) হচ্ছে নেমোটোটিস্ট। প্রাণী এর সাহায্যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ ও দেহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করে।
৪. দেহাভ্যন্তরে সিলেন্টেরন (coelenteron) নামে একমাত্র পরিপাক সংবহন গহব্বরব (gastro- vuscular cavity) থাকে যা একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। ছিদ্রটি মুখ ও পায়ুর কাজ করে।
৫. খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয় ।
৬. অনেক প্রজাতি বহুরূপীতা প্রদর্শন করে। যেসব প্রাণী বহুরূপী সদস্যের মৌলিক একক পলিপ (polyp) ও মেডুসা। মেডুসা (medusa) স্থবির ও ও অযৌন জননক্ষম এবং মেডুসা মুক্ত অযৌন জননে সক্ষম।
Cnidaria পর্বকে ৩ টি (শ্রেণী)তে ভাগ করা হয়েছে :
Class-1 : Hydrozoa (যেমন- মটকা স্পঞ্জ)
Class-2 : Scyphozoa (যেমন- দড়ি স্পঞ্জ)
Class-3 : Cubozoa (যেমন-মিঠা পানির স্পঞ্জ)
Class-4 : Demospongiae (যেমন-মিঠা পানির স্পঞ্জ)