10 Minute School
Log in

যকৃতের নিঃসরণ পিত্তরস (Secretion of Liver – Bile)

যকৃত কোষ থেকে নিঃসৃত পিত্তরস হলদে-সবুজ, আঠালো, তিক্ত স্বাদধারী ক্ষারীয় তরল পদার্থ। সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। অভিন্ন যকৃত নালী অ্যাম্পুলা অব ভ্যাটার (ampulla of vater)-এর মাধ্যমে ডিওডেনামে উন্মুক্ত হয়।

উপাদান

১. পানি (৯৭%-৯৮%)।

২. অজৈব লবণ (সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বনেট ও ফসফেট- ০.৫%)।

৩. পিত্ত লবণ (সোডিয়াম ও সোডিয়াম গ্লাইকোকোলেট- ০.৮) ।

৪. পিত্ত রঞ্জক (বিলিরুবিন ও বিলিভার্ডিন-০.২%)

৫. কোলেস্টেরল (০.৩৮%) এবং ফ্যাট (০.৮%)

কাজ

১. পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণা-এ পরিণত করে।

২. পিত্ত লবণ চর্বি পরিপাককারী এনজাইম লাইফে সক্রিয় করে পরিপাকে সাহায্য করে।

৩. চালাবন চর্বিতে দ্রবণীয় ভিটামিন A, D, E, K কে শোষণে সহায়তা করে।

৪. পাকস্থলী থেকে ডিওডেনামে নামে আগত HCl-কে প্রশমিত করে খাদ্য পরিপাকে সহায়তা করে।

Secretion of Liver
পৌষ্টিকতন্ত্রে প্রধান কয়েকটি অঙ্গের অবস্থান

৫. পিত্ত লবণ কোলনে পেরিস্টালসিস (colon peristalsis)  বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে।